ইউভার্শন লোগো
সার্চ আইকন

Plan Info

Bible IconGet the app

সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা নমুনা

সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা

DAY 6 OF 6

মানদণ্ড ধরে রাখার সাহস

সাহসের সাথে জীবনযাপন করা কোনও স্বল্প সময়ের কাজ নয়। প্রতিদিন এবং প্রতিটা মুহূর্তে আমাদেরকে সাহসের মনোভাব নিয়ে জীবনযাপন করতে হবে, ভয়ের নয়। অশান্তি যখন আমাদেরকে ঘিরে ধরে, তখন ভয়ের দ্বারা পরাজিত না হওয়ার জন্য আমাদের সজাগ ও ঐচ্ছিক প্রচেষ্টা থাকতে হবে। আমরা হয়তো ভয় পেতে পারি, কিন্তু সেটিকে সঙ্গে নিয়ে বাঁচার প্রয়োজন নেই।

দানিয়েলকে যখন বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়, তখন আমরা তাঁর মধ্যে ভয় নয়, কিন্তু দৃঢ়তা দেখতে পাই। প্রতিটি নতুন শাসক নতুন নতুন নিয়ম আর চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, আর প্রত্যেক সময়ে দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয় তাদের সাহস দেখিয়েছিলেন। পরিস্থিতি তাদের দৃঢ়তার পরিবর্তন করতে পারেনি, চ্যালেঞ্জ তাদেরকে সঠিক অবস্থানে থাকা থেকে থামাতে পারেনি, বিভ্রান্তি তাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগী হওয়ার প্রতি বাধাদান করতে পারেনি, দুর্নীতি তাদেরকে আদর্শ স্থাপন করা থেকে আটকাতে পারেনি, এবং এইরকম জীবনযাপনের জন্য তাঁরা মূল্য দিতেও রাজি ছিল। সাহসের জীবনযাপন হল এক ধারাবাহিক ও নিরবচ্ছিন জীবনের নিদর্শন।

৬ অধ্যায় পড়লে, আমরা দানিয়েলকে আর এক বিপজ্জনক অবস্থার মধ্যে দেখতে পাই। কিন্তু এই অবস্থাতেও তিনি আমাদের কাছে সাহস দেখিয়েছেন। তাঁর জীবনের মানদণ্ডগুলির মধ্যে ধারাবাহিকতা বজায় ছিল। এই মানদণ্ডগুলি মেনে চলা, আকস্মিক বা পরিস্থিতিগত ছিল না। তিনি তাঁর উচ্চ মাণদণ্ডগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিলেন। কোনও প্রকারের চাপ, হুমকি বা বিপদ তাঁকে তাঁর মানদণ্ডগুলি থেকে নড়াতে পারেনি। তাঁর জীবন থেকে যে শিক্ষাগুলি আমরা পেয়েছি, সেগুলির প্রত্যেকটিই সম্পর্কযুক্ত। আমরা সেগুলিকে একে-অন্যের থেকে আলাদা করতে পারি না। অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করার জন্য, সেগুলির সবকটিই সমানভাবে গুরুত্বপূর্ণ।

দানিয়েলের ধারাবাহিক জীবনযাত্রা আমাদেরকে একটি প্রশ্ন করে। কঠিন পরিস্থিতিতে তিনি কীভাবে এমন সাহস ও দৃঢ়তা দেখিয়েছিলেন? দানিয়েলের একটি বৈশিষ্ট্য আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেয়, আর তা হল তিনি কখনও অজুহাত দেননি। অজুহাত আমাদেরকে সাহসের সাথে জীবনযাপন করতে বাধা দেয়। আমাদের ভয়কে সমর্থন করার জন্য আমরা সবসময় অজুহাত খুঁজি। সমস্যাটা আরও বড়ো হতে পারে, পরিস্থিতি মারাত্মক হতে পারে, বা আমি অসুস্থ হয়ে পড়তে পারি। অজুহাতের শেষ নেই এবং এই অজুহাতগুলি কঠিন সময়ে আমাদেরকে সাফল্যলাভ করতে বাধা দেয়।

দানিয়েল কখনই তাঁর পরিস্থিতিকে অজুহাত হিসাবে দেখাননি। এক পৌত্তলিক দেশে বন্দী হওয়ার জীবনের স্বপ্ন তিনি কোনও দিনই দেখেননি। কিন্তু তাঁকে যখন ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়, তখন তিনি সেটাকে অজুহাত হিসাবে ব্যবহার করে ভয়ের জীবন কাটাননি। তিনি এবং তাঁর বন্ধুরা যখন সম্রাটের নৃশংসতার সামনে পড়েছিলেন, তখন তারা অজুহাত দেননি, বরং সাহসের সাথে জীবনযাপন করেছিলেন। সাহসের অভাবের জন্য আমরা প্রায়ই আমাদের পরিস্থিতিকে দোষারোপ করি, আর দানিয়েল আমাদের শেখাচ্ছেন যে, আমরা যেন আমাদের পরিস্থিতিকে ভয়ে বাঁচার অজুহাত হিসাবে ব্যবহার না করি।

৬ অধ্যায় পড়লে আমরা দেখতে পাই যে, দানিয়েলের দোষ ধরার জন্য অধ্যক্ষ ও শাসকরা একটা ষড়যন্ত্র করে। সেই আধিকারিকেরা তাঁর বিরুদ্ধে জেনেও, দানিয়েল তাদের ঘৃণাকে অজুহাত হিসাবে ব্যবহার করে ভয়ে লুকিয়ে থাকেননি। পরিবর্তে তিনি নিরবচ্ছিন্নভাবে তাঁর সাহসের জীবন কাটিয়েছিলেন। আমাদের সহকর্মী, বা অংশীদাররা যখন আমাদের বিরুদ্ধে যায়, তখন আমরা আমাদের মানদণ্ড ধরে রাখতে পারি না। আমরা ভয় পাই যে, আমাদের দৃঢ়তা ধরে রাখলে হয়তো পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, আর তাই আমরা আপোষ করি। দানিয়েল এই সমস্তের কোনও কিছুই অজুহাত হিসাবে ব্যবহার করেননি।

দানিয়েল তাঁর দৃঢ়তার জন্য মূল্য দিতে রাজি ছিলেন। আর শেষে সিংহের গর্ত থেকে তিনি যখন জীবন্ত অবস্থায় বেরিয়ে আসেন, তখন বাইবেল দানিয়েলের সাহসের উৎসের বিষয়ে বলে, “...তিনি আপন ঈশ্বরে বিশ্বাস করিয়াছিলেন” (দানিয়েল ৬:২৩)। এমনকি রাজা দারিয়াবস, দানিয়েলের ঈশ্বরের ক্ষমতা ও সার্বভৌমত্ব স্বীকার করেছিলেন।

সবথেকে কঠিন সময়ের মধ্যেও, ঈশ্বরের প্রতি দানিয়েলের আস্থা তাঁর সাহসের উৎস হয়ে উঠেছিল। তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে, যখন আমাদের মানদণ্ড ধরে রাখার সাহস থাকে, তখন প্রবল জলোচ্ছ্বাসে ঘিরে থাকলেও, আমরা সাফল্যলাভ করতে পারি।


ধর্মগ্রন্থ

About this Plan

সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা

যখন আমি চারিদিক থেকে চাপের মধ্যে থাকি, তখন কী করি? আমার পরিকল্পনাগুলো যখন পাথরের উপরে ঢেউয়ের মতো ভেঙ্গে পড়ে, তখন আমার প্রতিক্রিয়া কী? “সাহসিকতায় তৈরি” একটি ৬ দিনের অধ্যয়ন, যেটি এক বন্দীর জীবনকে এবং কীভাবে তিনি তাঁর সময়ে এক প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন, তা বর্ণনা করে।

More

এই প্ল্যানটি প্রদানের জন্য আমরা Kolkata Christian Fellowship (KCF) কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://kcfellowship.net/