সাহসিকতায় তৈরি: অশান্ত সময়ে সাহসের সাথে জীবনযাপন করা নমুনা

গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগী হওয়ার সাহস
অশান্ত সময় বিভিন্ন মাত্রার বাধা নিয়ে আসে। আমাদের চলার পথ যখন শক্ত হয়ে ওঠে, তখন মনোযোগী হওয়া অত্যন্ত কঠিন। আর তখন উদ্দেশ্য ও মনোযোগ হারিয়ে একটা সহজ পথ বার করার প্রবণতা জেগে ওঠে। একদিক থেকে, এটাই কঠিন সময়ের চরিত্র, আমরা লক্ষ্য থেকে সরে যাই।
৫ অধ্যায়ে, দানিয়েল এমন এক অবস্থার মধ্যে পড়েন, যা আতঙ্কের ও বিভ্রান্তিকর ছিল। সমগ্র দানিয়েল পুস্তকে এমন ঘটনা প্রচুর রয়েছে, যেখানে ঈশ্বর ভবিষ্যৎ ঘটনাবলীর বিষয় প্রকাশ করেছেন। এই অধ্যায়ে রাজা বেলশৎসরের জন্য ঈশ্বরের এক বার্তা ছিল এবং দানিয়েলকে তা ব্যাখ্যা করতে হয়েছিল। পার্থক্য এটাই ছিল যে, অন্যান্য ঘটনার মতো এই বার্তাটি স্বপ্নের মাধ্যমে ছিল না। আসলে বার্তাটি একটি মানুষের হাত অনেক লোকের সামনে লিখেছিল (দানিয়েল ৫:৫-৮)। এটা এক ভয়ঙ্কর দৃশ্য ছিল, যা রাজাকে ভীত করে তুলেছিল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল।
সেই লেখার অর্থ কী, তা জানার জন্য রাজা এক বেহিসাবী ঘোষণা করে বসেন। যে কেউ এই লেখার অর্থ বলতে পারবে, তাকে বেগুনী রঙের কাপড় পরানো হবে, গলায় সোনার হার দেওয়া হবে, এবং তাকে রাজ্যের তৃতীয় শাসক করা হবে। কিন্তু হায়! কোনও জ্ঞানী ব্যক্তিই তা পড়তে পারল না। তখন রাণীর পরামর্শে রাজা দানিয়েলকে ডাকেন, যাতে সেই লেখার অর্থ জানা যায়।
এটা অনুপ্রেরণাদায়ক যে, রাজার আর্থিক বা অধিকারমূলক পুরস্কারের বিষয়ে দানিয়েল চিন্তা করেননি বা আকর্ষিত হননি (১৭ পদ)। যেটা সত্যিই গুরুত্বপূর্ণ, তিনি সরাসরি সেটা দেখলেন। দানিয়েল যেখানে রাজার দুর্বলতার সুবিধা নিতে পারতেন, সেখানে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগী হওয়ার সাহস দেখালেন। ধন-সম্পত্তি, গৌরব, প্রাচুর্যের দ্বারা তিনি বিভ্রান্ত হয়ে পড়েননি। তাঁর হাতে একটি কাজ ছিল, আর তিনি সেটির প্রতি মনোযোগী হলেন।
আমরা প্রায়ই ভুলে যাই যে, অশান্ত সময়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ করা হল সাহসের পরিচয়। যখন আমরা দৃঢ়তার সাথে জীবনযাপন করি, তার ফলাফল আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগী করে তোলে। দৃঢ়তার পরিবর্তে যখন আমরা সুবিধা বা স্বাচ্ছন্দ্যকে পছন্দ করি, তখন গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমাদের মনোযোগ হারাতে থাকে। এইরকম অবস্থায় বিভ্রান্ত হওয়া খুব সহজ।
এটা আরও আকর্ষণীয় যে, শুধুমাত্র দেওয়ালের লেখাটা ব্যাখ্যা করার পরিবর্তে, দানিয়েল প্রথমে সেই ভীতিজনক বার্তার কারণ ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ মনে করলেন। রাজার ক্ষমতা ও কর্তৃত্ব, দানিয়েলকে তাঁর চূড়ান্ত বিষয় থেকে সরে আসার জন্য ভীত করেনি। রাজা বেলশৎসর, যিনি তার অহঙ্কারের দ্বারা ঈশ্বরকে অবজ্ঞা করেছিলেন, তার জন্য ঈশ্বরের এক কঠোর বার্তা ছিল। এইরকম সময়ে, যা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে মনোযোগী হওয়ার সাহস দানিয়েল দেখালেন। দৃঢ়তার সাথে তিনি রাজাকে ভর্ৎসনা করলেন এবং তার বাবা রাজা নবূখদ্নিৎসরের যে দাম্ভিক পথ তিনি অনুসরণ করতেন, সেই সমস্ত পথের বিষয় স্মরণ করিয়ে দিলেন।
অসান্ত সময়ে আমাদের দৃঢ়তাকে উপেক্ষা করা, অবস্থানকে এড়িয়ে যাওয়া, মূল্য দেওয়াকে অবহেলা করা, এবং আদর্শ স্থাপনের চেষ্টাকে প্রত্যাখ্যান করা খুব সহজ। আমরা সহজ পথ ধরার জন্য প্রলোভিত হই এবং গুরুত্বপূর্ণ বিষয়কে ভুলে যাই। কিন্তু যা কঠিন, তা পছন্দ করার এক প্রত্যয়ী উদাহরণ হল দানিয়েলের জীবন। তিনি আমাদেরকে এক সাহসের জীবনে আহ্বান করেন, বিশেষ করে যখন আমাদের চারপাশে বা আমাদের মধ্যে ঝড়-ঝঞ্ঝা চলে।
যদিও এই ভয়ানক ঐশ্বরিক বার্তা রাজার পতনের পূর্বাভাস দিয়েছিল, তবুও রাজা দানিয়েলকে পুরস্কৃত করেছিলেন। একজন বন্দী, যিনি ব্যাবিলনের মাটিতে বিশিষ্ট হয়ে উঠেছিলেন, সেই দানিয়েলের আরও অনেক কিছু আছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি শিক্ষা দেন যে, যখন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগী হওয়ার সাহস আমাদের থাকে, তখন প্রবল জলোচ্ছ্বাসে ঘিরে থাকলেও, আমরা সাফল্যলাভ করতে পারি।
ধর্মগ্রন্থ
About this Plan

যখন আমি চারিদিক থেকে চাপের মধ্যে থাকি, তখন কী করি? আমার পরিকল্পনাগুলো যখন পাথরের উপরে ঢেউয়ের মতো ভেঙ্গে পড়ে, তখন আমার প্রতিক্রিয়া কী? “সাহসিকতায় তৈরি” একটি ৬ দিনের অধ্যয়ন, যেটি এক বন্দীর জীবনকে এবং কীভাবে তিনি তাঁর সময়ে এক প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন, তা বর্ণনা করে।
More
এই প্ল্যানটি প্রদানের জন্য আমরা Kolkata Christian Fellowship (KCF) কে ধন্যবাদ জানাতে চাই। আরো তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: https://kcfellowship.net/
সম্পর্কিত পরিকল্পনাসমূহ

Experiencing Blessing in Transition

Evangelistic Prayer Team Study - How to Be an Authentic Christian at Work

One New Humanity: Mission in Ephesians

Genesis | Reading Plan + Study Questions

The Wonder of Grace | Devotional for Adults

Meet God Outside: 3 Days in Nature

Finding Freedom: How God Leads From Rescue to Rest

The Artist's Identity: Rooted and Secure

The Gospel of Matthew
