1
মার্ক ৩:35
পবিত্র বাইবেল গসপেল (কেরী ভার্সন)
বিবিএস-গসপেল
কেননা যে কেহ ঈশ্বরের ইচ্ছা পালন করে, সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা।
Параўнаць
Даследуйце মার্ক ৩:35
2
মার্ক ৩:28-29
আমি তোমাদিগকে সত্য কহিতেছি, মনুষ্য-সন্তানেরা যে সমস্ত পাপকার্য ও ঈশ্বরনিন্দা করে, সেই সকলের ক্ষমা হইবে। কিন্তু যে ব্যক্তি পবিত্র আত্মার নিন্দা করে, অনন্তকালেও তাহার ক্ষমা নাই, সে বরং অনন্ত পাপের দায়ী।
Даследуйце মার্ক ৩:28-29
3
মার্ক ৩:24-25
কোন রাজ্য যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে সেই রাজ্য স্থির থাকিতে পারে না। আর কোন পরিবার যদি আপনার বিপক্ষে ভিন্ন হইয়া পড়ে, তবে সেই পরিবার স্থির থাকিতে পারিবে না।
Даследуйце মার্ক ৩:24-25
4
মার্ক ৩:11
আর অশুচি আত্মারা তাঁহাকে দেখিলেই তাঁহার সম্মুখে পড়িয়া চেঁচাইয়া বলিত
Даследуйце মার্ক ৩:11
Стужка
Біблія
Планы чытання
Відэа