1
লূক ১৯:10
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
কারণ যাহা হারাইয়া গিয়াছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন।
Primerjaj
Razišči লূক ১৯:10
2
লূক ১৯:38
“ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন; স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা।”
Razišči লূক ১৯:38
3
লূক ১৯:9
তখন যীশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল; যেহেতু এই ব্যক্তিও অব্রাহামের সন্তান।
Razišči লূক ১৯:9
4
লূক ১৯:5-6
পরে যীশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন উপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন, সক্কেয়, শীঘ্র নামিয়া আইস, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল, এবং আনন্দের সহিত তাঁহার আতিথ্য করিল।
Razišči লূক ১৯:5-6
5
লূক ১৯:8
তখন সক্কেয় দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু, দেখুন, আমার সমপত্তির অর্ধেক আমি দরিদ্রদিগকে দান করি; আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই।
Razišči লূক ১৯:8
6
লূক ১৯:39-40
তখন লোকসমূহের মধ্য হইতে কয়েক জন ফরীশী তাঁহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক্ দিউন। তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে।
Razišči লূক ১৯:39-40
Domov
Sveto pismo
Bralni načrti
Videoposnetki