1
১ করিন্থীয় ১৩:4-5
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না
Primerjaj
Razišči ১ করিন্থীয় ১৩:4-5
2
১ করিন্থীয় ১৩:7
সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে।
Razišči ১ করিন্থীয় ১৩:7
3
১ করিন্থীয় ১৩:6
অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে
Razišči ১ করিন্থীয় ১৩:6
4
১ করিন্থীয় ১৩:13
আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ।
Razišči ১ করিন্থীয় ১৩:13
5
১ করিন্থীয় ১৩:8
প্রেম কখনও শেষ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, তাহার লোপ হইবে; যদি বিশেষ বিশেষ ভাষা থাকে, সেই সকল শেষ হইবে; যদি জ্ঞান থাকে, তাহার লোপ হইবে।
Razišči ১ করিন্থীয় ১৩:8
6
১ করিন্থীয় ১৩:1
যদি আমি মনুষ্যদের, এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝম্ঝম্কারী করতাল হইয়া পড়িয়াছি।
Razišči ১ করিন্থীয় ১৩:1
7
১ করিন্থীয় ১৩:2
আর যদি ভাববাণী প্রাপ্ত হই, ও সমস্ত নিগূঢ়তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি।
Razišči ১ করিন্থীয় ১৩:2
8
১ করিন্থীয় ১৩:3
আর যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই, এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই।
Razišči ১ করিন্থীয় ১৩:3
9
১ করিন্থীয় ১৩:11
আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর ন্যায় কথা কহিতাম, শিশুর ন্যায় চিন্তা করিতাম, শিশুর ন্যায় বিচার করিতাম; এখন মানুষ হইয়াছি বলিয়া শিশুভাবগুলি ত্যাগ করিয়াছি।
Razišči ১ করিন্থীয় ১৩:11
Domov
Sveto pismo
Bralni načrti
Videoposnetki