যাকোব ভূমিকা
ভূমিকা
প্রেরিত শিষ্য যাকোব এই পত্রখানি লিখিয়াছিলেন “সারা পৃথিবীতে ছড়াইয়া থাকা” ঈশ্বরের ভক্ত প্রজাদের উদ্দেশ্যে। পত্রটি কিছু বাস্তব নীতি নির্দেশের সঙ্কলন। লেখক খ্রীষ্টীয় মানসিকতা ও আচরণের জন্য যে বাস্তব জ্ঞান ও পরিচালনার প্রয়োজন, তাহারই নির্দেশ দিতে গিয়া অনেক বাক্যালঙ্কার ব্যবহার করিয়াছেন। খ্রীষ্টীয় দর্শন অনুযায়ী বহু বিচিত্র বিষয়বস্তুর অবতারণা করিয়াছেন, যেমন সম্পদ ও দারিদ্র্য, প্রলোভন, সৎ আচরণ, কুসংস্কার, বিশ্বাস ও কর্ম, ভাষার ব্যবহার, প্রজ্ঞা, বিবাদ, গর্ব এবং নম্রতা, অপরের বিচার করিবার প্রবণতা, দম্ভ, ধৈর্য এবং প্রার্থনা।
পত্রে খ্রীষ্টীয় বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসের সহিত কর্মের গুরুত্বের উপর বিশেষ জোর দেওয়া হইয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১
বিশ্বাস ও জ্ঞান - ১:২-৮
দারিদ্র্য ও সম্পদ - ১:৯-১১
পরীক্ষা ও প্রলোভন - ১:১২-১৮
শুনিয়া সেইমত কাজ করা - ১:১৯-২৭
প্রভেদ করিবার বিরুদ্ধে সতর্কবাণী - ২:১-১৩
বিশ্বাস ও কর্ম - ২:১৪-২৬
খ্রীষ্টবিশ্বাসী ও তাহার ভাষা - ৩:১-১৮
খ্রীষ্টবিশ্বাসী ও পৃথিবী - ৪:১—৫:৬
বহুবিধ নীতি-নির্দেশ - ৫:৭-২০
Выбрано:
যাকোব ভূমিকা: বিবিএস
Выделить
Поделиться
Копировать

Хотите, чтобы то, что вы выделили, сохранялось на всех ваших устройствах? Зарегистрируйтесь или авторизуйтесь
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
যাকোব ভূমিকা
ভূমিকা
প্রেরিত শিষ্য যাকোব এই পত্রখানি লিখিয়াছিলেন “সারা পৃথিবীতে ছড়াইয়া থাকা” ঈশ্বরের ভক্ত প্রজাদের উদ্দেশ্যে। পত্রটি কিছু বাস্তব নীতি নির্দেশের সঙ্কলন। লেখক খ্রীষ্টীয় মানসিকতা ও আচরণের জন্য যে বাস্তব জ্ঞান ও পরিচালনার প্রয়োজন, তাহারই নির্দেশ দিতে গিয়া অনেক বাক্যালঙ্কার ব্যবহার করিয়াছেন। খ্রীষ্টীয় দর্শন অনুযায়ী বহু বিচিত্র বিষয়বস্তুর অবতারণা করিয়াছেন, যেমন সম্পদ ও দারিদ্র্য, প্রলোভন, সৎ আচরণ, কুসংস্কার, বিশ্বাস ও কর্ম, ভাষার ব্যবহার, প্রজ্ঞা, বিবাদ, গর্ব এবং নম্রতা, অপরের বিচার করিবার প্রবণতা, দম্ভ, ধৈর্য এবং প্রার্থনা।
পত্রে খ্রীষ্টীয় বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসের সহিত কর্মের গুরুত্বের উপর বিশেষ জোর দেওয়া হইয়াছে।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১
বিশ্বাস ও জ্ঞান - ১:২-৮
দারিদ্র্য ও সম্পদ - ১:৯-১১
পরীক্ষা ও প্রলোভন - ১:১২-১৮
শুনিয়া সেইমত কাজ করা - ১:১৯-২৭
প্রভেদ করিবার বিরুদ্ধে সতর্কবাণী - ২:১-১৩
বিশ্বাস ও কর্ম - ২:১৪-২৬
খ্রীষ্টবিশ্বাসী ও তাহার ভাষা - ৩:১-১৮
খ্রীষ্টবিশ্বাসী ও পৃথিবী - ৪:১—৫:৬
বহুবিধ নীতি-নির্দেশ - ৫:৭-২০
Выбрано:
:
Выделить
Поделиться
Копировать

Хотите, чтобы то, что вы выделили, сохранялось на всех ваших устройствах? Зарегистрируйтесь или авторизуйтесь
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.