গীত 80
80
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম-এদূৎ। আসফের সঙ্গীত।
1 হে ইস্রায়েলের পালক, কর্ণপাত কর,
যোষেফকে মেষপালবৎ চালাও যে তুমি,
করূবদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।
2 ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশির সম্মুখে আপন পরাক্রম সতেজ কর,
আমাদের পরিত্রাণার্থে আগমন কর।
3 হে ঈশ্বর, আমাদিগকে ফিরাও, তোমার মুখ উজ্জ্বল কর,
তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
4 হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর,
তুমি নিজ প্রজাগণের প্রার্থনার বিরুদ্ধে কতকাল কোপে জ্বলিবে?
5 তুমি আহারার্থে তাহাদিগকে অশ্রু ভক্ষ্য দিয়াছ,
বহুল পরিমাণে নেত্রজল পান করাইয়াছ।
6 তুমি প্রতিবাসীদের মধ্যে আমাদিগকে বিবাদের পাত্র করিতেছ,
আমাদের শত্রুগণ একযোগে পরিহাস করে।
7 হে বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও,
তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
8 তুমি মিসর হইতে একটি দ্রাক্ষালতা আনিয়াছিলে,
জাতিদিগকে দূর করিয়া তাহা রোপণ করিয়াছিলে।
9 তুমি তাহার জন্য ভূমি পরিষ্কার করিয়াছিলে,
তাহা বদ্ধমূল হইয়া দেশময় ব্যাপ্ত হইল।
10 তাহার ছায়ায় পর্বতগণ ঢাকা পড়িয়া গেল,
তাহার শাখা সকল ঈশ্বরের এরস বৃক্ষচয়ের তুল্য হইল।
11 তাহা সমুদ্র পর্যন্ত আপন শাখা,
নদী পর্যন্ত আপন পল্লব বিস্তার করিল।
12 তুমি কেন তাহার বেড়া ভাঙ্গিয়া ফেলিলে?
পথিক সকল যে তাহার পত্র ছিঁড়ে।
13 বন হইতে শূকর আসিয়া তাহা কুচায়,
মাঠের পশু তাহা মুড়াইয়া খাইয়া ফেলে।
14 বিনয় করি, ফির, হে বাহিনীগণের ঈশ্বর,
স্বর্গ হইতে চাহিয়া দেখ, এই দ্রাক্ষালতার তত্ত্ব কর;
15 রক্ষা কর তাহা, যাহা তোমার দক্ষিণ হস্ত রোপণ করিয়াছে,
আর সেই পুত্রকে, যাহাকে তুমি আপনার জন্য সবল করিয়াছ। #৮০:১৫ ক* (বা) তোমার দক্ষিণ হস্ত দ্বারা রোপিত চারার, ও তোমার নিমিত্ত সবলীকৃত শাখার তত্ত্ব কর।
16 ইহা অগ্নিতে দগ্ধ হইয়াছে, ইহা ছেদিত হইয়াছে;
তোমার মুখের তর্জনে লোক বিনষ্ট হইতেছে।
17 তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে,
তোমার নিমিত্ত সবলীকৃত মনুষ্যপুত্রের উপরে থাকুক।
18 তাহাতে আমরা তোমা হইতে ফিরিয়া যাইব না;
তুমি আমাদিগকে সঞ্জীবিত কর,
আমরা তোমার নামে ডাকিব।
19 হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও;
তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
Selectat acum:
গীত 80: বিবিএস
Evidențiere
Împărtășește
Copiază

Dorești să ai evidențierile salvate pe toate dispozitivele? Înscrie-te sau conectează-te
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.