গীত ৯৩

৯৩
1 সদাপ্রভু রাজত্ব করেন;
তিনি মহিমাতে সজ্জিত;
সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি;
আর জগৎও অটল, তাহা বিচলিত হইবে না।
2 তোমার সিংহাসন পূর্বাবধি অটল;
অনাদিকাল হইতে তুমি বিদ্যমান।
3 নদী সকল উঠাইয়াছে, হে সদাপ্রভু,
নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে,
নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইতেছে।
4 জলসমূহের কল্লোলধ্বনি অপেক্ষা,
সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা,
ঊর্ধ্বস্থ সদাপ্রভু বলবান।
5 তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু,
চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på