গীত 132

132
আরোহণ-গীত।
1 সদাপ্রভু, তুমি দায়ূদের পক্ষে
তাঁহার সমস্ত কষ্ট স্মরণ কর।
2 তিনি ত সদাপ্রভুর কাছে শপথ করিয়াছিলেন,
যাকোবের এক বীরের কাছে মানত করিয়াছিলেন;
3 আমি নিজ গৃহ-তাম্বুতে প্রবেশ করিব না,
নিজ শয়ন-খাটিয়ায় উঠিব না;
4 আমি নিজ চক্ষুকে নিদ্রা যাইতে দিব না,
চক্ষুর পাতাকে তন্দ্রা মগ্ন হইতে দিব না,
5 যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান,
যাকোবের এক বীরের নিমিত্ত এক আবাস।
6 দেখ, আমরা ইফ্রাথায় তাহার সংবাদ শুনিয়াছিলাম,
অরণ্যের ক্ষেত্রে তাহা পাইয়াছি।
7 আইস, আমরা তাঁহার আবাসে যাই,
তাঁহার পাদপীঠে প্রণিপাত করি।
8 হে সদাপ্রভু, উঠ,
তোমার বিশ্রাম-স্থানে আইস,
তুমি ও তোমার শক্তির সিন্দুক আইস।
9 তোমার যাজকগণ ধার্মিকতা-পরিহিত হউক,
তোমার সাধুগণ আনন্দগান করুক।
10 তুমি তোমার দাস দায়ূদের অনুরোধে
তোমার অভিষিক্ত ব্যক্তির মুখ ফিরাইও না।
11 সদাপ্রভু দায়ূদের কাছে সত্যে শপথ করিয়াছেন,
তিনি তাহা হইতে ফিরিবেন না,
আমি তোমার তনুর ফল তোমার সিংহাসনে বসাইব।
12 তোমার সন্তানগণ যদি পালন করে আমার নিয়ম, আর আমার সাক্ষ্য,
যাহা আমি তাহাদিগকে আদেশ করি,
তবে তাহাদের সন্তানগণও চিরতরে তোমার সিংহাসনে উপবিষ্ট থাকিবে।
13 কারণ সদাপ্রভু সিয়োনকে মনোনীত করিয়াছেন,
তিনি আপন নিবাসের নিমিত্ত তাহা বাসনা করিয়াছেন।
14 এই আমার চিরকালের বিশ্রামস্থান,
আমি এই স্থানে বাস করিব,
যেহেতু তাহাই বাসনা করিয়াছি।
15 আমি তাহার ভক্ষ্যে বিপুল আশীর্বাদ করিব,
তাহার দরিদ্রগণকে অন্নদানে তৃপ্ত করিব।
16 আমি তাহার যাজকগণকেও ত্রাণবস্ত্র পরিধান করাইব;
তাহার সাধুগণ উচ্চৈঃস্বরে আনন্দগান করিবে।
17 আমি সেখানে দায়ূদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব;
আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি।
18 আমি তাহার শত্রুগণকে লজ্জা-পরিহিত করিব;
কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på