গীত 125

125
আরোহণ-গীত।
1 যাহারা সদাপ্রভুতে নির্ভর করে,
তাহারা সিয়োন পর্বতের সদৃশ,
যাহা অটল ও চিরস্থায়ী।
2 যিরূশালেমের চারিদিকে পর্বতগণ আছে,
আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন,
এখন অবধি অনন্তকাল পর্যন্ত আছেন।
3 কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্মিকদের
অধিকারের উপরে থাকিবে না,
যেন ধার্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে।
4 সদাপ্রভু! তাহাদের মঙ্গল কর, যাহারা মঙ্গল স্বভাবের,
সরলচিত্তদের মঙ্গল কর।
5 কিন্তু যাহারা আপনাদের বক্র পথে ফিরে,
সদাপ্রভু তাহাদিগকে অধর্মাচারীদের সহপথিক করিবেন।
ইস্রায়েলের উপরে শান্তি বর্তুক।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på