গীত ১০৯
১০৯
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।
1 হে আমার প্রশংসার পাত্র ঈশ্বর,
নীরব থাকিও না।
2 কেননা লোকে আমার বিরুদ্ধে দুষ্টতার মুখ ও ছলের মুখ খুলিয়াছে;
তাহারা মিথ্যাবাদী জিহ্বা দ্বারা আমার সহিত কথা কহিয়াছে।
3 তাহারা দ্বেষবাক্যেও আমাকে ঘেরিয়াছে,
এবং অকারণে আমার সহিত যুদ্ধ করিয়াছে।
4 আমার প্রেমের পরিবর্তে তাহারা আমার বিপক্ষ হইয়াছে,
কিন্তু আমি প্রার্থনায় রত।
5 তাহারা আমার উপরে হিতের পরিবর্তে অহিত,
আমার প্রেমের পরিবর্তে দ্বেষ রাখিয়াছে।
6 তুমি সেই ব্যক্তির উপরে দুর্জনকে নিযুক্ত কর;
বিপক্ষ তাহার দক্ষিণে দাঁড়াইয়া থাকুক।
7 বিচার সময়ে সে দোষীকৃত হউক,
তাহার প্রার্থনা পাপরূপে গণিত হউক।
8 তাহার আয়ু অল্প হউক,
অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষপদ প্রাপ্ত হউক।
9 তাহার সন্তানগণ পিতৃহীন হউক,
তাহার স্ত্রী বিধবা হউক।
10 তাহার সন্তানগণ ভ্রমণ করিতে করিতে ভিক্ষা করুক,
আপনাদের উৎসন্ন স্থান হইতে দূরে [খাদ্য] অন্বেষণ করুক।
11 মহাজন তাহার সর্বস্ব আটক করুক,
অপর লোকেরা তাহার শ্রমফল লুট করুক।
12 তাহার প্রতি কৃপা করে, এমন কেহ না থাকুক,
তাহার অনাথ সন্তানদের প্রতি কেহ অনুগ্রহ না করুক।
13 তাহার ভাবী বংশ উচ্ছিন্ন হউক,
পরপুরুষের সময়ে তাহাদের নাম লুপ্ত হউক।
14 তাহার পিতৃগণের অধর্ম সদাপ্রভুর স্মরণে থাকুক,
তাহার মাতার পাপ লুপ্ত না হউক।
15 সেই সকল সর্বদা সদাপ্রভুর সাক্ষাতে থাকুক,
যেন তিনি পৃথিবী হইতে তাহাদের স্মৃৃতি লোপ করেন।
16 কেননা সে দয়া করিবার বিষয় মনে করিত না,
কিন্তু তাড়না করিত দুঃখী ও দরিদ্র ব্যক্তিকে,
ও ভগ্নান্তঃকরণ লোককে, বধ করিবার নিমিত্ত।
17 সে অভিশাপ দিতে ভালবাসিত,
তাহা তাহারই প্রতি ঘটিল;
আশীর্বাদ করিতে তাহার প্রীতি হইত না,
তাহা তাহা হইতে দূরে রহিল।
18 সে অভিশাপকে বস্ত্রের ন্যায় পরিধান করিত,
তাহা তাহার অন্তরে জলের ন্যায় প্রবেশ করিল,
তাহার অস্থিতে তৈলের ন্যায় প্রবিষ্ট হইল।
19 তাহা তাহার পক্ষে পরিধানার্থক বস্ত্রের ন্যায়,
ও নিত্য কটিবন্ধনের ন্যায় হউক।
20 সদাপ্রভু হইতে এই ফল পায় আমার বিপক্ষেরা,
আমার প্রাণের বিরুদ্ধে যাহারা দুর্বাক্য বলে, তাহারা।
21 কিন্তু, হে প্রভু সদাপ্রভু,
নিজ নামের অনুরোধে আমার সহিত ব্যবহার কর;
তোমার দয়া মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।
22 কেননা আমি দুঃখী ও দরিদ্র,
এবং আমার অন্তরে হৃদয় আহত হইয়াছে।
23 আমি হেলিয়া পড়া ছায়ার ন্যায় অতীত হইতেছি,
পঙ্গপালের ন্যায় ইতস্ততঃ চালিত হইতেছি।
24 উপবাস দ্বারা আমার হাঁটু দুর্বল হইয়াছে,
বসার অভাবে আমার মাংস বিকৃত হইয়াছে।
25 আর আমি উহাদের কাছে তিরস্কারের পাত্র হইয়াছি;
আমাকে দেখিলেই তাহারা মাথা নাড়ে।
26 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমাকে সাহায্য কর,
নিজ দয়ানুসারে আমাকে পরিত্রাণ কর,
27 যেন তাহারা জানিতে পায় যে, এ তোমার হস্ত,
তুমিই, হে সদাপ্রভু, এই সকল করিয়াছ।
28 তাহারা শাপ দিউক,
কিন্তু তুমি আশীর্বাদ করিও;
তাহারা উঠিলে লজ্জিত হইবে,
কিন্তু তোমার এই দাস আনন্দ করিবে।
29 আমার বিপক্ষগণ অপমান-পরিহিত হইবে,
উত্তরীয়ের ন্যায় তাহারা লজ্জায় আচ্ছাদিত হইবে।
30 আমি নিজ মুখে সদাপ্রভুর অতিশয় স্তব করিব,
লোকারণ্যের মধ্যে তাঁহার প্রশংসা করিব।
31 কারণ তিনি দরিদ্রের দক্ষিণে দাঁড়াইয়া থাকেন,
যেন তাহার প্রাণের বিচারকদের হইতে তাহাকে ত্রাণ করেন।
Markert nå:
গীত ১০৯: বিবিএস
Marker
Del
Kopier

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.