হিতোপ ৯

1 প্রজ্ঞা আপন গৃহ নির্মাণ করিয়াছে,
সে তাহার সপ্ত স্তম্ভ খুদিয়াছে;
2 সে আপন পশুদিগকে মারিয়াছে; দ্রাক্ষারস মিশ্রিত করিয়াছে,
সে আপন মেজও সাজাইয়াছে।
3 সে আপন দাসীদিগকে পাঠাইয়াছে,
সে নগরের উচ্চতম স্থান হইতে ডাকিয়া বলে,
4 ‘যে অবোধ, সে এই স্থানে আইসুক;
যে বুদ্ধিবিহীন, সে তাহাকে বলে,
5 ‘আইস, আমার ভক্ষ্য দ্রব্য ভোজন কর,
আমার মিশ্রিত দ্রাক্ষারস পান কর।’
6 অবোধদের সঙ্গ ছাড়িয়া জীবন ধারণ কর,
সুবিবেচনার পথে চরণ চালাও।
7 যে নিন্দুককে শিক্ষা দেয়, সে লজ্জা পায়,
যে দুষ্টকে অনুযোগ করে, সে কলঙ্ক পায়।
8 নিন্দুককে অনুযোগ করিও না, পাছে সে তোমাকে দ্বেষ করে;
জ্ঞানবানকেই অনুযোগ কর, সে তোমাকে প্রেম করিবে।
9 জ্ঞানবানকে [শিক্ষা] দেও, সে আরও জ্ঞানবান হইবে;
ধার্মিককে জ্ঞান দেও, তাহার পাণ্ডিত্য বৃদ্ধি পাইবে।
10 সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ,
পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।
11 কেননা আমা দ্বারা তোমার আয়ু বাড়িবে,
তোমার জীবনের বৎসর-সংখ্যা বৃদ্ধি পাইবে।
12 তুমি যদি জ্ঞানবান হও, নিজেরই মঙ্গলের জন্যই জ্ঞানবান হইবে,
যদি নিন্দা কর, একাই তাহা বহন করিবে।
13 হীনবুদ্ধি স্ত্রীলোক কলহকারিণী,
সে অবোধ, কিছুই জানে না।
14 সে তাহার গৃহ-দ্বারে বসে,
নগরের উচ্চস্থানে আসন পাতিয়া বসে;
15 সে পথিকদিগকে ডাকে,
সরলপথ-গামীদিগকে ডাকে,
16 ‘যে অবোধ, সে এই স্থানে আইসুক’;
যে বুদ্ধিবিহীন, সে তাহাকে বলে,
17 ‘অপহৃত-জল মিষ্ট,
গুপ্তস্থানে খাওয়া অন্ন সুস্বাদু।’
18 কিন্তু সে জানে না যে, প্রেতগণই তথায় থাকে,
উহার নিমন্ত্রিত লোকেরা গভীর পাতালে থাকে।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på