হিতোপ ২৯

২৯
1 যে পুনঃ পুনঃ অনুযুক্ত হইয়াও ঘাড় শক্ত করে,
সে হঠাৎ ভাঙ্গিয়া পড়িবে, তাহার প্রতীকার হইবে না।
2 ধার্মিকেরা বর্ধিষ্ণু হইলে প্রজাগণ আনন্দ করে,
কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পাইলে প্রজারা আর্তস্বর করে।
3 যে প্রজ্ঞা ভালবাসে, সে পিতার আনন্দজনক হয়;
কিন্তু যে বেশ্যাদের প্রতি অনুরক্ত হয়, তাহার ধন নষ্ট হইবে।
4 রাজা ন্যায়বিচার দ্বারা দেশ সুস্থির করেন;
কিন্তু উৎকোচপ্রিয় তাহা লণ্ডভণ্ড করে।
5 যে ব্যক্তি আপন প্রতিবাসীর তোষামোদ করে,
সে তাহার পায়ের নিচে জাল পাতে।
6 দুর্বৃত্ত লোকের অধর্মে ফাঁদ থাকে,
কিন্তু ধার্মিক আনন্দিত হইয়া গান করে।
7 ধার্মিক দীনহীন লোকদের বিচার বুঝে;
দুষ্ট লোক জ্ঞান বুঝে না।
8 নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগাইয়া দেয়;
কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ ফিরাইয়া দেয়।
9 অজ্ঞানের সহিত জ্ঞানবানের বিবাদ হইলে,
সে রাগ করুক কি হাস্য করুক, কিছুতেই শান্তি হয় না।
10 রক্তপাতী লোকেরা সিদ্ধব্যক্তিকে ঘৃণা করে;
আর সরল লোকের প্রাণনাশের চেষ্টা করে।
11 হীনবুদ্ধি আপনার সমস্ত ক্রোধ প্রকাশ করে,
কিন্তু জ্ঞানী তাহা সম্বরণ করিয়া প্রশমিত করে।
12 যে শাসনকর্তা মিথ্যা কথায় কর্ণপাত করেন,
তাঁহার পরিচারকগণ সকলে দুষ্ট।
13 দরিদ্র ও উপদ্রবকারী একত্র মিলে;
সদাপ্রভু উভয়েরই চক্ষু দীপ্তিময় করেন।
14 যে রাজা সত্যভাবে দীনহীনদের বিচার করেন,
তাঁহার সিংহাসন নিত্য স্থির থাকিবে।
15 দণ্ড ও অনুযোগ প্রজ্ঞা দেয়;
কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক।
16 দুষ্ট লোকেরা বৃদ্ধি পাইলে অধর্ম বৃদ্ধি পায়;
কিন্তু ধার্মিকগণ তাহাদের নিপাত দেখিবে।
17 তোমার পুত্রকে শাস্তি দেও, সে তোমাকে শান্তি দিবে,
সে তোমার প্রাণকে আনন্দিত করিবে।
18 দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়;
কিন্তু যে ব্যবস্থা মানে, সে ধন্য।
19 বাক্য দ্বারা দাসের শাসন হয় না,
কেননা সে বুঝিলেও কথা মানিবে না।
20 তুমি কি হঠকারী লোককে দেখিতেছ?
তাহার অপেক্ষা বরং হীনবুদ্ধির বিষয়ে অধিক আশা আছে।
21 যে দাসকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে,
শেষে সেই দাস তাহার পুত্র হইয়া উঠে।
22 কোপন-স্বভাব ব্যক্তি বিবাদ উত্তেজিত করে,
ক্রোধী ব্যক্তি বিস্তর অধর্ম করে।
23 মনুষ্যের অহঙ্কার তাহাকে নিচে নামাইবে,
কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে।
24 চোরের সহভাগী আপন প্রাণকে ঘৃণা করে;
সে দিব্য করাইবার কথা শুনে, কিন্তু কিছু বলে না।
25 লোক-ভয় ফাঁদজনক;
কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চ স্থানে স্থাপিত হইবে।
26 অনেকে শাসনকর্তার অনুগ্রহ অন্বেষণ করে;
কিন্তু মনুষ্যের বিচার সদাপ্রভু হইতেই হয়।
27 অন্যায়কারী ধার্মিকদের ঘৃণাস্পদ;
আর সরলাচারী দুষ্টের ঘৃণাস্পদ।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på