হিতোপ ২১

২১
1 সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জল-প্রণালীর ন্যায়;
তিনি যে দিকে ইচ্ছা, সেই দিকে তাহা ফিরান।
2 মানুষের সকল পথই নিজের দৃষ্টিতে সরল,
কিন্তু সদাপ্রভু হৃদয় সকল তৌল করেন।
3 ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান
সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য।
4 উচ্চদৃষ্টি ও গর্বিত মন,
দুষ্টদের সেই প্রদীপ পাপময়।
5 পরিশ্রমীর চিন্তা হইতে কেবল ধনলাভ হয়,
কিন্তু যে কেহ হঠকারী, তাহার কেবল অভাব ঘটে।
6 মিথ্যাবাদী জিহ্বা দ্বারা যে ধনকোষ লাভ, তাহা চপল বাষপবৎ,
তদন্বেষীরা মৃত্যুর অন্বেষী।
7 দুষ্টগণের দুর্জনতা তাহাদিগকে উড়াইয়া দেয়,
কেননা তাহারা ন্যায়াচরণ করিতে অসম্মত।
8 দোষ-ভারাক্রান্ত লোকের পথ অতীব বক্র;
কিন্তু বিশুদ্ধ লোকের কর্ম সরল।
9 বরং ছাদের কোণে বাস করা ভাল,
তবু বিবাদিনী স্ত্রীর সহিত প্রশস্ত বাটীতে বাস করা ভাল নয়।
10 দুষ্টের প্রাণ অনিষ্টের আকাঙ্ক্ষী,
তাহার দৃষ্টিতে তাহার প্রতিবাসী দয়া পায় না।
11 নিন্দুককে দণ্ড দিলে অবোধ বুদ্ধিমান হয়,
বুদ্ধিমানকে বুঝাইয়া দিলে সে জ্ঞান গ্রহণ করে।
12 যিনি ধর্মময়, যিনি দুষ্টদের কুলের বিষয় বিবেচনা করেন;
তিনি দুষ্টদিগকে পাড়িয়া ফেলিয়া বিনাশ করেন।
13 যে দরিদ্রের ক্রন্দনে কর্ণ রোধ করে,
সে আপনি ডাকিবে, কিন্তু উত্তর পাইবে না।
14 গুপ্ত দান শান্ত করে ক্রোধ,
আর বক্ষঃস্থলে দত্ত উপঢৌকন শান্ত করে প্রচণ্ড ক্রোধ।
15 ন্যায়াচরণ ধার্মিকের পক্ষে আনন্দ,
কিন্তু অধর্মাচারীদের পক্ষে তাহা সর্বনাশ।
16 যে বুদ্ধির পথ ছাড়িয়া ভ্রমণ করে,
সে প্রেতগণের সমাজে থাকিবে।
17 যে আমোদ ভালবাসে, তাহার দৈন্যদশা ঘটিবে;
যে দ্রাক্ষারস ও তৈল ভালবাসে, সে ধনবান হইবে না।
18 দুষ্ট ধার্মিকদের মুক্তির মূল্যস্বরূপ,
বিশ্বাসঘাতক সরলদের পরিবর্তস্বরূপ,
19 বরং নির্জন ভূমিতে বাস করা ভাল,
তবু বিবাদিনী ও কোপনা স্ত্রীর সঙ্গে বাস করা ভাল নয়।
20 জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ ও তৈল আছে;
কিন্তু হীনবুদ্ধি তাহা খাইয়া ফেলে।
21 যে ধার্মিকতার ও দয়ার অনুগামী হয়,
সে জীবন, ধার্মিকতা ও সম্মান পায়।
22 জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে,
এবং তাহার নির্ভর-স্থানের শক্তি নিপাত করে।
23 যে কেহ তাহার আপন মুখ ও জিহ্বা রক্ষা করে,
সে সঙ্কট হইতে আপন প্রাণ রক্ষা করে।
24 যে অভিমানী ও উদ্ধত, তাহার নাম নিন্দুক;
সে দর্পের প্রাবল্যে কর্ম করে।
25 অলসের অভিলাষ তাহাকে মৃত্যুসাৎ করে,
কেননা তাহার হস্ত শ্রম করিতে অসম্মত।
26 কেহ সমস্ত দিন অতিমাত্র লোভ করে;
কিন্তু ধার্মিক দান করে, কাতর হয় না।
27 দুষ্টদের বলিদান ঘৃণাস্পদ,
দুষ্টমনে আনীত হইলে তাহা আরও ঘৃণার্হ।
28 মিথ্যাসাক্ষী বিনষ্ট হইবে;
কিন্তু যে ব্যক্তি শুনে, তাহার কথা চিরস্থায়ী।
29 দুষ্ট লোক তাহার আপন মুখ দৃঢ় করে;
কিন্তু যে সরল, সে আপন পথ সুস্থির করে।
30 নাহি জ্ঞান, নাহি বুদ্ধি,
নাহি মন্ত্রণা- সদাপ্রভুর বিরুদ্ধে।
31 যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয়;
কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয়।

Marker

Del

Kopier

None

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på