হিতোপ ১৫
১৫
1 কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,
কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।
2 জ্ঞানীদের জিহ্বা উত্তমরূপে জ্ঞান ব্যক্ত করে;
কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্গার করে।
3 সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে,
তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।
4 স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ;
কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়।
5 অজ্ঞান আপন পিতার শাসন অগ্রাহ্য করে;
কিন্তু যে অনুযোগ মানে, সেই সতর্ক হয়।
6 ধার্মিকের গৃহে মহাধন থাকে;
কিন্তু দুষ্টের আয়ে উদ্বেগ থাকে।
7 জ্ঞানবানদের ওষ্ঠাধর জ্ঞান ছড়াইয়া দেয়;
কিন্তু হীনবুদ্ধিদের চিত্ত স্থির নয়।
8 দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ;
কিন্তু সরলদের প্রার্থনা তাঁহার সন্তোষজনক।
9 দুষ্টদের পথ সদাপ্রভুর ঘৃণাস্পদ;
কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।
10 সৎ-পথত্যাগীর জন্য দুঃখদায়ক শাস্তি আছে;
যে তিরস্কার ঘৃণা করে, সে মরিবে।
11 পাতাল ও বিনাশস্থান সদাপ্রভুর দৃষ্টিগোচর;
তবে মনুষ্য-সন্তানদের হৃদয়ও কি তদ্রূপ নয়?
12 নিন্দুক তিরস্কার ভালবাসে না;
সে জ্ঞানবানের কাছে যায় না।
13 আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে,
কিন্তু মনের ব্যথায় আত্মা ভগ্ন হয়।
14 বুদ্ধিমানের মন জ্ঞান অন্বেষণ করে;
কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা ক্ষেত্রে চরে।
15 দুঃখীর সকল দিনই অশুভ;
কিন্তু যাহার হৃষ্টমন, তাহার সততই ভোজ।
16 সদাপ্রভুর ভয়ের সহিত অল্পও ভাল,
তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভাল নয়।
17 প্রণয়ভাবের সহিত শাক ভক্ষণ ভাল,
তবু দ্বেষভাবের সহিত পুষ্ট গরু ভাল নয়।
18 যে ব্যক্তি ক্রোধী, সে বিবাদ উত্তেজিত করে;
কিন্তু যে ক্রোধে ধীর, সে বিবাদ ক্ষান্ত করে।
19 অলসের পথ কণ্টকের বেড়ার ন্যায়;
কিন্তু সরলদের পথ রাজপথ।
20 জ্ঞানবান পুত্র পিতার আনন্দ জন্মায়;
কিন্তু হীনবুদ্ধি লোক মাতাকে তুচ্ছ করে।
21 নির্বোধ অজ্ঞানতায় আনন্দ করে,
কিন্তু বুদ্ধিমান লোক সরল পথে চলে।
22 মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়;
কিন্তু মন্ত্রিবাহুল্যে সেই সকল সুস্থির হয়।
23 মানুষ আপন মুখের উত্তরে আনন্দ পায়;
আর যথাকালে কথিত বাক্য কেমন উত্তম।
24 বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী,
যেন সে অধঃস্থিত পাতাল হইতে সরিয়া যায়।
25 সদাপ্রভু অহঙ্কারীদের বাটী উপড়াইয়া ফেলেন,
কিন্তু বিধবার সীমা স্থির রাখেন।
26 কুসঙ্কল্প সকল সদাপ্রভুর ঘৃণাস্পদ,
কিন্তু মনোহর কথা সকল শুচি। #১৫:২৬ (বা) শুচি লোকদের কথা সকল মনোহর।
27 ধনলোভী তাহার আপন পরিজনের নিকট কণ্টক স্বরূপ;
কিন্তু যে উৎকোচ ঘৃণা করে, সে জীবিত থাকে।
28 ধার্মিকের মন উত্তর করিবার জন্য চিন্তা করে;
কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্গার করে।
29 সদাপ্রভু দুষ্টদের হইতে দূরে থাকেন,
কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শুনেন।
30 চক্ষুর জ্যোতি চিত্তকে আনন্দিত করে,
মঙ্গল-সমাচার অস্থি সকল পুষ্ট করে।
31 যাহার কর্ণ জীবনদায়ক তিরস্কার শুনে,
সে জ্ঞানীদের মধ্যে অবস্থিতি করিবে।
32 যে শাসন অমান্য করে, সে তাহার প্রাণকে তুচ্ছ করে;
কিন্তু যে অনুযোগ শুনে, সে বুদ্ধি উপার্জন করে।
33 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন,
আর সম্মানের অগ্রে নম্রতা থাকে।
Markert nå:
হিতোপ ১৫: বিবিএস
Marker
Del
Kopier

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.
হিতোপ ১৫
১৫
1 কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,
কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।
2 জ্ঞানীদের জিহ্বা উত্তমরূপে জ্ঞান ব্যক্ত করে;
কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্গার করে।
3 সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে,
তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।
4 স্বাস্থ্যজনক জিহ্বা জীবনবৃক্ষ;
কিন্তু তাহা বিগড়াইয়া গেলে আত্মা ভগ্ন হয়।
5 অজ্ঞান আপন পিতার শাসন অগ্রাহ্য করে;
কিন্তু যে অনুযোগ মানে, সেই সতর্ক হয়।
6 ধার্মিকের গৃহে মহাধন থাকে;
কিন্তু দুষ্টের আয়ে উদ্বেগ থাকে।
7 জ্ঞানবানদের ওষ্ঠাধর জ্ঞান ছড়াইয়া দেয়;
কিন্তু হীনবুদ্ধিদের চিত্ত স্থির নয়।
8 দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ;
কিন্তু সরলদের প্রার্থনা তাঁহার সন্তোষজনক।
9 দুষ্টদের পথ সদাপ্রভুর ঘৃণাস্পদ;
কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।
10 সৎ-পথত্যাগীর জন্য দুঃখদায়ক শাস্তি আছে;
যে তিরস্কার ঘৃণা করে, সে মরিবে।
11 পাতাল ও বিনাশস্থান সদাপ্রভুর দৃষ্টিগোচর;
তবে মনুষ্য-সন্তানদের হৃদয়ও কি তদ্রূপ নয়?
12 নিন্দুক তিরস্কার ভালবাসে না;
সে জ্ঞানবানের কাছে যায় না।
13 আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে,
কিন্তু মনের ব্যথায় আত্মা ভগ্ন হয়।
14 বুদ্ধিমানের মন জ্ঞান অন্বেষণ করে;
কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা ক্ষেত্রে চরে।
15 দুঃখীর সকল দিনই অশুভ;
কিন্তু যাহার হৃষ্টমন, তাহার সততই ভোজ।
16 সদাপ্রভুর ভয়ের সহিত অল্পও ভাল,
তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভাল নয়।
17 প্রণয়ভাবের সহিত শাক ভক্ষণ ভাল,
তবু দ্বেষভাবের সহিত পুষ্ট গরু ভাল নয়।
18 যে ব্যক্তি ক্রোধী, সে বিবাদ উত্তেজিত করে;
কিন্তু যে ক্রোধে ধীর, সে বিবাদ ক্ষান্ত করে।
19 অলসের পথ কণ্টকের বেড়ার ন্যায়;
কিন্তু সরলদের পথ রাজপথ।
20 জ্ঞানবান পুত্র পিতার আনন্দ জন্মায়;
কিন্তু হীনবুদ্ধি লোক মাতাকে তুচ্ছ করে।
21 নির্বোধ অজ্ঞানতায় আনন্দ করে,
কিন্তু বুদ্ধিমান লোক সরল পথে চলে।
22 মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়;
কিন্তু মন্ত্রিবাহুল্যে সেই সকল সুস্থির হয়।
23 মানুষ আপন মুখের উত্তরে আনন্দ পায়;
আর যথাকালে কথিত বাক্য কেমন উত্তম।
24 বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী,
যেন সে অধঃস্থিত পাতাল হইতে সরিয়া যায়।
25 সদাপ্রভু অহঙ্কারীদের বাটী উপড়াইয়া ফেলেন,
কিন্তু বিধবার সীমা স্থির রাখেন।
26 কুসঙ্কল্প সকল সদাপ্রভুর ঘৃণাস্পদ,
কিন্তু মনোহর কথা সকল শুচি। #১৫:২৬ (বা) শুচি লোকদের কথা সকল মনোহর।
27 ধনলোভী তাহার আপন পরিজনের নিকট কণ্টক স্বরূপ;
কিন্তু যে উৎকোচ ঘৃণা করে, সে জীবিত থাকে।
28 ধার্মিকের মন উত্তর করিবার জন্য চিন্তা করে;
কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্গার করে।
29 সদাপ্রভু দুষ্টদের হইতে দূরে থাকেন,
কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শুনেন।
30 চক্ষুর জ্যোতি চিত্তকে আনন্দিত করে,
মঙ্গল-সমাচার অস্থি সকল পুষ্ট করে।
31 যাহার কর্ণ জীবনদায়ক তিরস্কার শুনে,
সে জ্ঞানীদের মধ্যে অবস্থিতি করিবে।
32 যে শাসন অমান্য করে, সে তাহার প্রাণকে তুচ্ছ করে;
কিন্তু যে অনুযোগ শুনে, সে বুদ্ধি উপার্জন করে।
33 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার শাসন,
আর সম্মানের অগ্রে নম্রতা থাকে।
Markert nå:
:
Marker
Del
Kopier

Vil du ha høydepunktene lagret på alle enhetene dine? Registrer deg eller logg på
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.