লুক 5

5
প্রথম শিষ্যদের আহ্বান
(মথি 4:18-22; মার্ক 1:16-20)
1একদিন যীশু গিনেসরৎ#5:1 গিনেসরৎ —গালীল। হ্রদের ধারে দাঁড়িয়ে ছিলেন। বিরাট এক জনতার বিড় ঈশ্বরের বাণী শোনার জন্য চাপাচাপি করে তাঁর গায়ের উপর পড়ছিল।#মথি 4:18-22; মার্ক 1:16-20 2হ্রদের ধারে তিনি দুটি জেলে নৌকা দেখতে পেলেন, জেলেরা নৌকা থেকে নেমে জাল ধুচ্ছিল। 3একটি নৌকায় তিনি উঠলেন —সেটি ছিল শিমোনের —তিনি তাঁকে তীর থেকে নৌকাটিকে একটু দূরে নিয়ে যেতে বললেন। তারপর সেখানে বসে সকলকে শিক্ষা দিতে লাগলেন।
4উপদেশ শেষ করে তিনি শিমোনকে বললেন, গভীর জলে নৌকা নিয়ে গিয়ে জাল পেল।#যোহন 21:6 5শিমোন উত্তর দিলেন, প্রভু আমরা সারারাত পরিশ্রম করেও কিছু পাইনি। তবু আপনার কথামত আর একবার না হয় জাল ফেলব। 6এই কথা অনুযায়ী কাজ হল, বিরাট এক ঝাঁক মাছ জালে ধরা পড়ল, ফলে জাল ছিঁড়ে যেতে লাগল। 7তখন তাঁরা তাঁদের অন্য নৌকার সঙ্গীদের সাহায্য করবার জন্য ডাকলেন। তাঁরা এসে দুখানি নৌকা বোঝাই করলেন, বোঝার ভারে নৌকা দুটি ডুববার উপক্রম হল। 8শিমোন পিতর এই ব্যাপার দেখে যীশুর পায়ে পড়ে বললেন, আমার কাছ থেকে চলে যান প্রভু, আমি পাপিষ্ঠ। 9এত মাছ ধরা পড়ায় তিনি ও তাঁর সঙ্গীরা হতচকিত হয়ে পড়েছিলেন। 10শিমোনের সঙ্গী সিবদিয়ের দুই পুত্র যাকোব আর যেআহনও তেমনি অবাক হয়ে গেলেন। যীশু তখন শিমোনকে বললেন, ভয় পেয়ো না, এবার থেকে তুমি মনুষ্যধারী হবে।#মথি 13:47 11নৌকা দুটি তীরে এনে সব কিছু ফেলে রেখে তাঁরা যীশুর সঙ্গ নিলেন।#মথি 19:27
কুষ্ঠরোগীর নিরাময়
(মথি 8:1-4; মার্ক 1:40-45)
12যীশু একবার একটি নগরে গিয়েছিলেন, সেখানে একজন কুষ্ঠরোগী ছিল। যীশুকে দেখতে পেয়ে তাঁর সামনে উবুড় হয়ে পড়ে সে মিনতি করে বলল, প্রভু, আপনি যদি চান আমাকে শুচি করুন।#মথি 8:1-4; মার্ক 1:40-45 13হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে যীশু বললেন, আমি তাই চাই, তুমি শুচি হও। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ নিরাময় হল। 14যীশু তাকে একথা কাউকে বলতে নিষেধ করে দিয়ে বললেন, যাও, পুরোহিতের কাছে গিয়ে নিজেকে দেখাও এবং লোকসমক্ষে প্রমাণ স্বরূপ মোশির বিধান অনুসারে তোমার শুচিতা লাভের জন্য নৈবেদ্য উৎসর্গ কর।#লেবীয় 13:49; 14:2-32 15কিন্তু নিষেধ সত্ত্বেও যীশুর কথা চারিদিকে আরও বেশী ছড়িয়ে পড়তে লাগল, ফলে তাঁর কথা শুনবার জন্য বিরাট জনতা সমবেত হতে লাগল। 16কিন্তু তিনি কোন একটি নির্জন স্থানে গিয়ে প্রার্থনায় রত হলেন।#মার্ক 1:35
পক্ষাঘাতগ্রস্তকে আরোগ্যদান
(মথি 9:1-8; মার্ক 2:1-12)
17যীশু একদিন লোকদের শিক্ষা দিচ্ছিলেন। জেরুশালেম, যিহুদীয়া ও গালীলের পল্লী অঞ্চল থেকে আগত কয়েকজন ফরিশী ও শাস্ত্রগুরু বসে তাঁর কথা শুনছিলেন। তিনি আরোগ্যদায়ী ঐশী শক্তির অধকারী ছিলেন।#মথি 9:1-8; মার্ক 2:1-12 18কয়েকজন লোক খাটিয়াতে করে একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে নিয়ে এল। তারা তাকে ভিতরে নিয়ে গিয়ে যীশুর সামনে রাখতে চেষ্টা করল। 19কিন্তু ভিড়ের জন্য তাকে ভিতরে নিয়ে যাবার কোন পথ না পেয়ে তারা ছাদে গিয়ে উঠল। ছাদের টালি সরিয়ে তারা খাটিয়া শুদ্ধ লোকটিকে ঘরের মাঝখানে যীশুর সামনে নামিয়ে দিল। 20যীশু তাদের এতখানি বিশ্বাস দেখে বললেন, বৎস, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হল। 21এই কথা শুনে ফরিশী ও শাস্ত্রগুরুরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, এ কে যে ঈশ্বরনিন্দা করছে? একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে?
22যীশু তাদের এই আলোচনা বুঝতে পেরে বললেন, কেন তোমরা এই ধরণের কথা ভাবছ: 23কোনটা সহজ? ‘তোমার পাপ ক্ষমা হল’ বলা —না ‘উঠে হেঁটে বেড়াও’ বলা? 24কিন্তু তোমাদের জানা দরকার যে পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার মানবপুত্রের আছে। তারপর তিনি পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, ওঠ, তোমার খাটিয়া তুলে নিয়ে বাড়ি চলে যাও। 25সঙ্গে সঙ্গে সে তাদের সামনে উঠে নিজের বিছানা তুলে নিয়ে ঈশ্বরের মহিমা কীর্তন করতে করতে বাড়ি চলে গেল। 26বিস্ময়ে সকলে অভিবূত হয়ে ঈশ্বরের স্তুতি করতে লাগল। বিস্ময়ে ও সম্ভ্রমে আচ্ছন্ন হয়ে তারা বলল, আজ আমরা এক অদ্ভুত ব্যাপার দেখলাম।
লেবীকে যীশুর আহ্বান
(মথি 9:9-13; মার্ক 2:13-17)
27এই ঘটনার পর যীশু বাইরে চলে গেলেন এবং লেবী #5:27 এঁর অপর নাম মথি । নামে একরজন কর-আদায়কারীকে তার দপ্তরে বসে থাকতে দেখলেন। তিনি তাঁকে বললেন, আমার সঙ্গে এস।#মথি 9:9-13; মার্ক 2:13-17 28লেবী সঙ্গে সঙ্গে সব কিছু ফেলে রেখে তাঁর সঙ্গে চললেন। 29যীশুর সম্মানার্থে কর-আদায়কারী লেবী নিজের বাড়িতে এক বিরাট ভোজের আয়োজন করলেন। একদল কর-আদায়কারী এবং অন্যান্য অনেকে তাঁদের সঙ্গে ভোজে বসল।#লুক 15:1-2 30তাই দেখে ফরিশী ও শাস্ত্রবিদ্‌রা যীশুর শিষ্যদের কাছে অনুযোগ করতে লাগল, তোমরা কেন কর-আদায়কারী ও পতিতদের সঙ্গে খাওয়া-দাওয়া কর। 31যীশু তাদের বললেন, রোগীর জন্যই চিকিৎসকের দরকার, সুস্থ লোকের জন্য নয়। 32ধার্মিকদের নয়, কিন্তু আমি এসেছি পতিতদেরই আহ্বন জানাতে, যেন তারা হৃদয় পরিবর্তন করে।#লুক 15:7
উপবাস সম্বন্ধে প্রশ্ন ও নতুন ভাবধারা
(মথি 9:14-17; মার্ক 2:18-22)
33তারা যীশুকে বলল, যোহনের শিষ্যেরা প্রায়ই উপবাস এবং প্রার্থনা করে, ফরিশীদের শিষ্যরাও তাই করে কিন্তু আপনার শিষ্যেরা নিয়মিত খাওয়া-দাওয়া করে।#মথি 9:14-17; মার্ক 2:18-22 34যীশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে তোমরা বিয়ে বাড়িতে নিমন্ত্রিতদের উপবাসে রাখতে পার? 35এমন দিন আসবে যখন বরকে তাদের কাছে থেকে বিচ্ছিন্ন করা হবে, তখন তারা উপবাস করবে। 36একটি উপমা দিয়ে তিনি তাদের আবার বললেন, নতুন কাপড়ের টুকরো দিয়ে কেউ পুরানো কাপড়ে তালি দেয় না, যদি দেয় তাহলে সে নতুন কাপড়টিকে ছিঁড়বে। অথচ নতুন কাপড়ের টুকরোটা পুরানোর সঙ্গে খাপ খাবে না। 37পুরানো পাত্রে কেউ নতুন সুরা রাখে না, রাখলে নতুন সুরার তেএজ পাত্রটি ফেটে যায় —ফলে সুরাও পড়ে যায়, পাত্রটিও নষ্ট হয়ে যায়। 38তাই টাটকা সুরা নতুন পাত্রেই রাখতে হয়। 39পুরানো সুরা পান করার পর কেউ নতুন সুরা চায় না, কারণ সে বলে, পুরানোটাই ভাল।

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

লুক 5: BENGALCL-BSI

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പങ്ക് വെക്കു

പകർത്തുക

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക