লুক 4

4
প্রলোভনের সম্মুখীন যীশু
(মথি 4:1-11; মার্ক 1:12-13)
1যীশু পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে জর্ডন থেকে পিরে এলেন এবং পবিত্র আত্মার পরিচালনায়#মথি 4:1-11; মার্ক 1:12-13 2মরুপ্রান্তরে গেলেন। চল্লিশ দিন সেখানে থাকলেন। সেইসময় তিনি শয়তানের প্রলোভনের সম্মুখীন হলেন। এই চল্লিশদিন তিনি উপবাসে কাটালেন। এই দিনগুলি কেটে যাওয়ার পর তিনি ক্ষুধার্ত হলেন। 3শয়তান তখন এসে তাঁকে বলল, তুমি যদি ঈশ্বরতনয় হও, তাহলে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে আদেশ কর।
4যীশু তাকে উত্তর দিলেন, শাস্ত্রে লেখা আছে, ‘মানুষ কেবল রুটি খেয়ে বাঁচে পারে না।’#দ্বি.বি. 8:3 5শয়তান তখন তাঁকে উঁচু জায়গায় নিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে পৃথিবীর সমস্ত রাজ্য দেখিয়ে 6-7তাঁকে বলল, আমি এর সমস্ত কর্তৃত্ব ও গৌরব তোমাকে দেব। এ সমস্তই আমাকে দেওয়া হয়েছে, আমি যাকে ইচ্ছা তাকেই এগুলি দিতে পারি। যদি তুমি আমাকে প্রণাম কর, তাহলে এই সবই তোমার হবে। 8যীশু উত্তর দিলেন, শাস্ত্রে লেখা আছে, ‘তুমি কেবল তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাঁরই সেবা করবে’।#দ্বি.বি. 6:13-14
9সে তখন তাঁকে নিয়ে গেল জেরুশালেমে এবং মন্দিরের সবচেয়ে উঁচু চূড়ার উপর তাঁকে নিয়ে গিয়ে বলল, তুমি যদি সত্যিই ঈশ্বরতনয় হও, তাহলে এখান থেকে নীচে ঝাঁপ দাও 10কারণ শাস্ত্রে লেখা আছে, ‘তিনি তোমায় রক্ষা করবার জন্য তাঁর দূতগণকে আদেশ দেবেন#গীত 91:11-12 11এবং তাঁরা তোমায় হাত বাড়িয়ে ধরে নেবেন যেন তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।’ 12যীশু উত্তর দিলেন, শাস্ত্রে এ কথাও লেখা আছে, তুমি তোমার প্রভু ঈশ্বরকে পরীক্ষা করো না।#দ্বি.বি. 6:16
13প্রলোভনের সমস্ত কৌশল ব্যর্থ হলে শয়তান কিছুকালের জন্য তাঁকে ছেড়ে চলে গেল।#হিব্রু 4:15
গালীলে যীশুর প্রকাশ্যে কাজ আরম্ভ
(মথি 4:12-17; মার্ক 1:11-15)
14পবিত্র আত্মার শক্তিতে পরিচালিত হয়ে যীশু গালীলে ফিরে এলেন। সমস্ত দেশ জুড়ে তাঁর খ্যতি ছড়িয়ে পড়ল।#মথি 4:12-17; মার্ক 1:14-15 15তিনি তাদের সমাজভবনগুলিতে শিক্ষা দিতে লাগলেন এবং সকলেই তাঁর প্রশংসায় মুখর হয়ে উঠল।
নাসরতে যীশু প্রত্যাখ্যাত
(মথি 13:53-58; মার্ক 6:1-6)
16তারপর তিনি এলেন নাসরতে, এখানেই তিনি লালিত-পালিত হয়েছিলেন। তাঁর নিজস্ব রীতি অনুযায়ী সাব্বাথ দিনে#4:16 সপ্তাহের শেষ দিনে। তিনি সমাজভবনে গেলেন এবং শাস্ত্রপাঠ করবার জন্য উঠে দাঁড়ালেন।#মথি 13:53-58; মার্ক 6:1-6 17নবী যিশাইয়ের গ্রন্থ তাঁকে দেওয়া হল। গ্রন্থটি খুলে তিনি একটি জায়গা পেলেন, সেখানে লেখা ছিল:#যিশা 61:1-2; 53:6
18প্রভুর আত্মা আমার উপরে অধিষ্ঠিত,
কারণ দীনজনের কাছে সুসমাচার প্রচারের জন্য তিনি আমাকে অভিষিক্ত করেছেন,
নিয়োগ করেছেন আমায় বন্দীদের মুক্তির বাণী ঘোষণা করতে
আর অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে।
19নিপীড়িতজনকে উদ্ধার করতে
এবং প্রভুর অনুগ্রহের শুভযাগ ঘোষণা করতে।#লেবীয় 25:10; যিশা 49:8; ২ করি 6:2
20পাঠ শেষ করে তিনি গ্রন্থটি পরিচারকের হাতে দিয়ে আসন গ্রহণ করলেন। সমাজভবনে উপস্থিত সকলের দৃষ্টি তাঁর উপরে নিবদ্ধ হল।
21তখন তিনি সকলকে বললেন, সাস্ত্রের যে কথা তেআমরা সুনলে, আজ তা পূর্ম হল।
22সকলে তাঁর কথা শুনে প্রশংসা করতে লাগল এবং তাঁর মুখনিঃসৃত মধুর ভাষণে সকলে বিস্মিত হয়ে বলল, এ যোষেফের পুত্র না?#যোহন 6:42
23তিনি তাদের বললেন, এতে কোন সন্দেহ নেই যে, তোমরা আমাকে এই প্রবাদ উল্লেখ করে বলবে, চিকিৎসক, নিজেকে সুস্থ কর, কফরনাউমে যা করেছ আমরা সব শুনেছি, তোমার স্বদেশেও তাই কর।#মথি 4:13 24আমি তোমাদের সত্যি বলছি, কোন নবী স্বদেশে সম্মান পায় না।#যোহন 4:44 25আমার এ কথা সত্য যে, এলিয়ের সময়ে সাড়ে তিন বৎসর অনাবৃষ্টির ফলে সমস্ত দেশ জুড়ে যখন ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, তখন ইসরায়েলের মধ্যে অনেক বিধবা ছিল।#১ রাজা 17:1-9; 18:1; যাকোব 5:17 26কিন্তু তাদের কারও কাছে প্রেরিত না হয়ে এলিয় একমাত্র সীদোন প্রদেশের সারিফতে এক বিধবা মহিলার কাছে প্রেরিত হয়েছিলেন। 27নবী ইলীশায়ের সময়ে ইসরায়েলের মধ্যে অনেক কুষ্ঠরোগীই ছিল কি্তু একমাত্র সিরিয়া নিবাসী নামান ছাড়া আর কেউ শুচি হয়নি।#২ রাজা 5:9-10,14
28তাঁর কথা শুনে সমাজভবনের সকলে ভীষণ রেগে গেল। 29তারা ছুটে এসে যীশুকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল শহরের বাইরে এবং যে পাহাড়ের উপরে শহরটি তৈরী করা হয়েছিল, সেই পাহাড়ের একেবারে কিনারায় নিয়ে গেলল সেখান থেকে তাঁকে ফেলে দেবার জন্য। 30কিন্তু তাদের মাঝখান দিয়েই তিনি নিজের পথ করে চলে গেলন।
অপদেবতাগ্রস্ত এক ব্যক্তির আরোগ্য লাভ
(মার্ক 1:21-28)
31তারপর যীশু গেলেন গালীলের একটি শহর কফরনাউমে। সপ্তাহের শেষ দিনে সেখানে তিনি শিক্ষা দিতেন।#মার্ক 1:21-28#মথি 4:13; যোহন 2:12 32তারা তাঁর শিক্ষা শুনে খুবই আশ্চর্য হল কারণ তাঁর কথার প্রভাব ছিল অসাধারণ।#মথি 7:27-28; যোহন 7:46
33সমাজভবনে একটি লোক ছিল, তার উপরে অপদেবতার ভর হয়েছিল, সে চীৎকার করে বলতে লাগল,#মথি 8:14-17; মার্ক 1:29-39 34নাসরতের যীশুর আমাদের সঙ্গে আপনার সম্পর্ক কি? আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছন? আমি জানি আপনি কে, আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। 35যীশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, এর ভেতর থেকে বেরিয়ে এস। ‘তখন সেই অপদেবতা তাকে সকলের মাঝখানে আছড়ে ফেলে বেরিয়ে গেল। কিন্তু তার কোন ক্ষতি করতে পারল না। 36এই দেখে সকলে বিস্ময়ে বিমূড় হয়ে বলাবলি করতে লাগল, এ আবার কোন ধরণের কথা? কর্তৃত্ব ও পরাক্রমে এই ব্যক্তি অপদেবতাদের আদেশ দিলেন, আর তারা বেরিয়ে এল। 37তাঁর এই কীর্তি সেই অঞ্চলের চারিদিকে ছড়িয়ে পড়ল।
বহুজনকে আরোগ্যদান
(মথি 8:14-17; মার্ক 1:29-34)
38সমাজভবন থেকে যীশু তারপর গেলেন শিমোনের বাড়িতে। শিমোনের সাশুড়ী প্রবল জ্বরে ছটফট করছিলেন। তাঁর জন্য তারা যীশুকে অনুরোধ জানাল। 39তখন যীশু তাঁর পাশে দাড়িয়ে জ্বরকে ধমক দিতে জ্বর ছেড়ে গেল, সঙ্গে সহ্গে তিনি উঠে তাঁদের আপ্যায়ন করতে লাগলেন।
40যাদের বাড়িতে নানা রোগে আক্রান্ত আত্মীয়-স্বজন ছিল সূর্যাস্তের পর তারা তাদের সকলকে তাঁর কাছে এনে হাজির করল। তিনি তাদের প্রত্যেককে স্পর্শ করে সুস্থ করে দিলেন। 41অনেকের মধ্যে থেকে অপদেবতা বেরিয়ে এসে চীৎকার করতে লাগল, ‘আপনি ঈশ্বরের পুত্র’, তিনি তাদের ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন, কারণ তারা জানত যে তিনি মশীহ। #মথি 8:29; মার্ক 3:11-12
যিহুদীয়ায় প্রচার পরিক্রমা
(মার্ক 1:35-39)
42খুব ভোর বেলায় যীশু একটি নির্জন স্থানে চলে গেলেন। জনতা তাঁকে খুঁজতে লাগল, পরে তাঁর দেখা পেলে তাঁকে তারা নিরস্ত করতে চেষ্টা করল, যেন তিনি তাদের ছেড়ে না যান। 43কিন্তু তিনি তাদের বললেন, অন্যান্য শহরেও আমাকে ঐশরাজ্যের সুসমাচার প্রচার করতে হবে, সেই উদ্দেশ্যেই ঈশ্বর আমাকে পাঠিয়েছেন।#লুক 8:1 44এর পর থেকে তিনি যিহুদীয়ার বিভিন্ন সমাজভবনে প্রচার করতে লাগলেন।#মথি 4:23

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

লুক 4: BENGALCL-BSI

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പങ്ക് വെക്കു

പകർത്തുക

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക