ফিলিপীয় 4
4
1সুতরাং প্রিয় বন্ধুগণ, তোমরাই আমার আনন্দ, আমার গৌরব! তোমাদের দেখার জন্য আমার মন উদ্গ্রীব। তোমরা প্রভুর আদর্শে অবিচল থাক।#২ করি 1:14; ১ থিষ 2:19-20
পৌলের আবেদন
2আমি এবদিয়া এবং সুন্তুখীকে অনুরোধ করছি, তোমরা দুজনে প্রভুর নামে একমত হও।#ফিলি 2:2 3তুমি আমার অনুগত সহকর্মী। তোমাকেও অনুরোধ করছি, তুমি তাঁদের সাহায্য কর, কারণ ক্লেমেন্তু এবং অন্যান্য সহকর্মীদের সঙ্গে তাঁরাও আমার পাশে থেকে সুসমাচার প্রচারের কাজে পরিশ্রম করেছিলেন। তাঁদের নাম অমৃত জীবনের তালিকায় আছে।#গীত 69:28; লুক 10:20
4তোমরা সর্বদা প্রভুর সান্নিধ্য লাভে আনন্দ কর, আবার বলব, আনন্দ কর।#ফিলি 2:18; 3:1; ১ থিষ 5:16
5সকলে জানুক তোমরা সহনশীল। প্রভু শীঘ্রই আসছেন।#১ করি 16:22; হিব্রু 10:37; যাকোব 5:8-9 6কোন বিষয়ে উদ্বিগ্ন হয়ো না। বরং সর্ববিষয়ে ধন্যবাদ দাও, প্রার্থনা কর এবং বিনীতভাবে তোমাদের মনোবাসনা ঈশ্বরের কাছে নিবেদন কর।#মথি 6:25-34; ইফি 6:18; কল 4:2; ১ তিম 2:1; ১ পিতর 5:7; গীত 145:18 7মানব বুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মনকে খ্রীষ্ট যীশুতে সংরক্ষণ করুক।#যোহন 14:27; ইফি 3:19; কল 3:15; যিশা 26:3
8শেষ কথা এই, বন্ধুগণ, যা কিছু সত্য, যা কিছু মহান, ন্যায়সঙ্গত, নির্মল, আদরণীয়, আকর্ষণীয় এবং যা কিছু উৎকৃষ্ট ও প্রশংসনীয়, সেই সমস্ত বিষয়ে তোমাদের অন্তর পূর্ণ থাকুক। 9তোমরা আমার কাছ থেকে যা শিখেছ, পেয়েছ, শুনেছ এবং আমাকে যা করতে দেখেছ সেই বিষয়গুলিই অনুশীলন কর, শান্তির আকর ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন।#১ করি 4:16; 14:33; ১ থিষ 4:1; 5:23; রোমীয় 16:20; ফিলি 4:7
কৃতজ্ঞতা জ্ঞাপন
10প্রভু আমাকে পরম আনন্দ দিয়েছেন। এতদিন পরে আমার সম্পর্কে তোমাদের আগ্রহ আবার প্রকাশ পেয়েছে। আগ্রহ তোমাদের ছিল, কিন্তু কিছু করার সুযোগ ছিল না।#২ করি 11:9 11আমার অভাবের কথা বলছি না কারণ যে অবস্থায়ই থাকি না কেন, আমি মানিয়ে নিতে শিখেছি।#১ তিম 6:6-8 12আমি দীন হতে জানি, আবার প্রাচুর্যের সঙ্গেও আমার পরিচয় আছে। পরিতৃপ্তি কিম্বা ক্ষুধা, প্রাচুর্য কি অনটন —যে কোন পরিস্থিতি হোক না কেন, সব কিছুর সম্মুখীন হওয়ার শিক্ষাদীক্ষা আমি লাভ করেছি।#২ করি 6:10 13যিনি আমাকে শক্তি জোগান, তাঁর শক্তিতে আমি সব কিছু করতে পারি।#২ করি 12:9-10; ২ তিম 4:17
14তবুও বলি, তোমরা আমার দুঃখকষ্টের শরিক হয়ে ভালই করেছ। 15ফিলিপী মণ্ডলীর ভাইয়েরা, তোমরাও জান যে সুসমাচার অভিযানের শুরুতে যখন ম্যাসিডোনিয়া ছেড়ে আমি চলে গেলাম, তখন তোমরা ছাড়া আর কোন মণ্ডলী আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।#২ করি 11:9 16এমনকি থিষলনিকীতে আমার অভাব পূরণের জন্য তোমরা একাধিকবার সাহায্য পাঠিয়েছিলে। 17মনে করো না আমি কোন দান পাওয়ার জন্য আগ্রহী, আমি চাই স্বর্গে তোমাদের সঞ্চয় বাড়ুক।#১ করি 9:11 18আমি সবকিছুই পেয়েছি, প্রচুর পরিমাণেই পেয়েছি। ইপাফ্রদীতের মারফৎ তোমাদের কাছ থেকে যা পেয়েছি তাতে আমার অভাব মিটেছে। তোমাদের এই দান ঈশ্বরের গ্রহণযোগ্য প্রীতিজনক সুরভি নৈবেদ্য।#ফিলি 2:25; আদি 8:21; যাত্রা 29:18; হিব্রু 13:16 19আমার ঈশ্বর খ্রীষ্ট যীশুর মাধ্যমে তাঁর সুমহান ঐশ্বর্যের ভাণ্ডার থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন।#২ করি 9:8 20আমাদের ঈশ্বর ও পিতা যুগে যুগে হোন মহিমান্বিত। আমেন।
21খ্রীষ্ট যীশুর নামে খ্রীষ্টভক্তদের অভিনন্দন জানিও। আমার সঙ্গীসাথীরা তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছেন। 22এখানকার খ্রীষ্টভক্তেরা সকলে, বিশেষ করে রোমের রাজকর্মচারীরা তোমাদের অভিনন্দন জানাচ্ছেন।#ফিলি 1:13
23প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের সকলকে অনুগ্রহ দান করুন।#গালা 6:18; ফিলীমন 25
Chwazi Kounye ya:
ফিলিপীয় 4: BENGALCL-BSI
Pati Souliye
Pataje
Kopye
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.