আদিপুস্তক 50

50
1তখন যোষেফ পিতার বুকে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন ও তাঁর মুখে চুম্বন করতে লাগলেন। 2পরে তিনি তাঁর পিতার দেহ ক্ষয়নিবারক আরক দিয়ে মালিশ করার জন্য তাঁর চিকিৎসক-কর্মচারীদের আদেশ দিলেন। চিকিৎসকরা ইসরায়েলের দেহ ক্ষয়নিবারক আরক দিয়ে মালিশ করল। 3এই কাজে তাদের চল্লিশ দিন লাগল, কারণ চল্লিশ দিন ধরে ঐ আরক মালিশ করতে হত। মিশরীরা তাঁর জন্য সত্তর দিন শোক পালন করল। 4শোকের কাল উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যোষেফ ফারাও-এর সভাসদ্‌দের বললেন, আমার উপর যদি আপনাদের প্রসন্ন দৃষ্টি থাকে তাহলে আপনারা দয়া করে ফারাও-কে বলুন, 5মৃত্যুর আগে পিতা আমাকে শপথ করিয়ে বলেছিলেন, কনান দেশে তিনি নিজের জন্য যে সমাধি তৈরী করিয়ে রেখেছিলেন সেই সমাধিতেই আমি যেন তাঁকে সমাধিস্থ করি। আমার নিবেদন, তিনি যেন দয়া করে আমাকে যাওয়ার অনুমতি দেন, পিতার সমাধির পর আমি আবার ফিরে আসব।#আদি 47:29-31 6ফারাও বললেন, যাও, তোমার পিতা তোমাকে যেমন শপথ করিয়েছিলেন, সেই মতই তুমি তাঁর সমাধির ব্যবস্থা কর। 7যোষেফ তখন তাঁর পিতাকে সমাধি দেওয়ার জন্য রওনা হলেন। ফারাও-এর পারিষদববর্গ, তাঁর দরবারের প্রবীণেরা এবং মিশরের প্রবীণ নেতৃবৃন্দ যোষেফের পরিবার, তাঁর ভাইয়েদের ও তাঁর পিতার পরিবারের সকলে তাঁর সঙ্গে গেলেন। 8তাঁরা শুধু শিশুদের ও গরুভেড়ার পাল গোশেন প্রদেশে রেখে গেলেন। 9অনেক রথ ও অশ্বরোহীসহ বিরাট এক জনতা তাঁর সঙ্গী হল। 10তাঁরা জর্ডন নদীর অপর পারে আটাদ-এর খামারে গিয়ে পৌঁছালেন এবং সেখানে কান্নাকাটি করে শোক পালন করলেন। যোষেফ সেখানে তাঁর পিতার জন্য সাতদিন শোক পালন করলেন। 11আটাদ-এর খামারে তাঁদের এই ভাবে শোক প্রকাশ করতে দেখে সেখানকার অধিবাসী কনানীরা বলল, মিশরীরা নিদারুণ শোকে সন্তপ্ত হয়েছে। এই জন্য তারা জর্ডন নদীর অপর পারের সেই স্থানটির নাম রাখল আবেল-মিসরায়িম (মিশরীদের শোক)। 12যাকোব তাঁর পুত্রদের যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই তাঁরা তাঁর সৎকার করলেন। 13তাঁর পুত্রেরা তাঁকে কনানদেশে নিয়ে গেলেন এবং মাম্রের পূর্বদিকে মকপেলার প্রান্তরে যে গুহা রয়েছে সেখানেই সমাধি দিলেন। অব্রাহাম সমাধিভূমির জন্য জমিসমেত সেই গুহা হিত্তীয় এফ্রোণের কাছ থেকে কিনে নিয়েছিলেন। পিতার সমাধির পর যোষেফ,#প্রেরিত 7:16 14তাঁর ভাইয়েরা এবং যত লোক তাঁর সঙ্গে গিয়েছিলেন সকলেই মিশরে ফিরে এলেন।
ভ্রাতাদের প্রতি যোষেফের আশ্বাসবাণী
15পিতার মৃত্যুর পর যোষেফের ভাইয়েরা আলোচনা করতে লাগলেন, যোষেফ হয়তো এবার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করবে। আমরা তার যে অনিষ্ট করেছিলাম সে হয়তো এবার তার প্রতিশোধ নেবে। 16তখন তারা যোষেফের কাছে বলে পাঠালেন: মৃত্যুর আগে পিতা আমাদের বলেছিলেন, 17তোমরা যোষেফকে গিয়ে বল যে আমি তাকে বলেছি, তোমার ভাইয়েরা তোমার অপকার করছে, কিন্তু আমার অনুরোধ, তুমি তাদের সেই পাপ ও অধর্ম ক্ষমা কর। আমরা তাই এখন তোমাকে অনুনয় করছি, আমাদের অপরাধ মার্জনা কর, কারণ আমরা তোমার পিতার আরাধ্য ঈশ্বরেরই সেবক। তাঁদের এই কথা শুনে যোষেফ কাঁদলেন। 18পরে তাঁর ভাইয়েরা নিজেরাই তাঁর কাছে গিয়ে প্রণিপাত করে বললেন, আমরা তোমার দাসত্ব স্বীকার করছি। 19যোষেফ তাঁদের বললেন, তোমরা ভয় করো না, আমি ঈশ্বরের স্থলাভিষিক্ত নই। 20তোমরা আমার অনিষ্ট করার পরিকল্পনা করেছিলে সত্য কিন্তু ঈশ্বর তা মঙ্গলে পরিণত করেছেন। আজ তোমরা দেখছ যে এর দ্বারা ঈশ্বর বহু লোকের জীবন রক্ষা করেছেন। 21তোমরা এখন ভয় করো না, আমি পোষ্যবর্গসহ তোমাদের প্রতিপালন করব। এই কথা বলে তিনি তাঁদের সান্ত্বনা দিলেন ও আশ্বস্ত করলেন।
যোষেফের মৃত্যু
22যোষেফ ও তাঁর পিতৃকুলের সকলে মিশরে বসবাস করতে লাগলেন। 23যোষেফের বয়স হয়েছিল একশো দশ বছর। তিনি ইফ্রয়িমের পৌত্রদেরও দেখেছিলেন। মনঃশির পুত্র মাখিরের সন্তানেরাও যোষেফের বংশধররূপে পরিগণিত হল। 24পরে যোষেফ তার ভাইদের বললেন, দেখ, আমার মৃত্যুকাল আসন্ন। কিন্তু ঈশ্বর নিশ্চয়ই তোমাদের তত্ত্বাবধান করবেন। অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে তিনি যে দেশ দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখান থেকে তিনি তোমাদের সেই দেশে নিশ্চয়ই নিয়ে যাবেন। 25যোষেফ ইসরায়েলীদের শপথ করিয়ে এই নির্দেশ দিলেন, ঈশ্বর নিশ্চয়ই তোমাদের তত্ত্বাবধান করবেন। তোমরা যখন এখান থেকে চলে যাবে তখন আমার অস্থি সঙ্গে নিয়ে যেও।#যাত্রা 13:19; যিহো 24:32; হিব্রু 11:12 26যোষেফ একশো দশ বছর বয়সে মারা গেলেন। লোকেরা তাঁর দেহে ক্ষয়নিবারক আরক লেপন করে মিশর দেশেই একটি শবাধারের মধ্যে রেখে দিল।

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte