২ করিন্থীয় 8

8
মুক্ত হস্তে দানের আবেদন
1বন্ধুগণ, ম্যাসিডোনিয়ার বিভিন্ন মণ্ডলী ঈশ্বরের যে অনুগ্রহ লাভ করেছে তার কথা আমরা তোমাদের জানাতে চাই।#রোমীয় 15:26 2দুঃখকষ্টের মহাপরীক্ষার মধ্যেও তারা আনন্দে উচ্ছল এবং অপরিসীম দারিদ্র্যের মধ্যেও তাদের আন্তরিক বদান্যতার পরিচয় দেখা গিয়েছে।#রোমীয় 12:8; মার্ক 12:44 3আমি এই সাক্ষ্য দিচ্ছি যে তারা তাদের সাধ্যমত, এমন কি সাধ্যের অতিরিক্ত দান করেছে। 4তারা আমাদের কাছে স্বেচ্ছায় বারবার অনুরোধ জানিয়েছিল যেন যিহুদীয়ার ভক্তদের জন্য ত্রাণসাহায্যেরর সেবায় তাদেরও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।#২ করি 9:1; প্রেরিত 11:29 5তাদের কাছে আমরা এতখানি আশা করিনি যে তারা প্রথমে প্রভুর উদ্দেশ্যে এবং তারপরে ঈশ্বরের ইচ্ছানুসারে আমাদের জন্যও নিজেদের উৎসর্গ করবে। 6সেইজন্য আমরা তীতকে অনুরোধ করেছি যেন তিনি এই দান সংগ্রহের কাজ যেভাবে শুরু করেছিলেন, তা যেন অব্যাহত রাখেন এবং তোমাদের কাছে গিয়েও তিনি সেই কাজ সম্পন্ন করেন। 7তোমরা যেমন বিশ্বাস, বাগ্মিতা, জ্ঞান, সেবাব্রত সর্ববিষয়ে এবং আমাদের প্রতি ভালবাসায় উৎকর্ষতা লাভ করেছ তেমনি এই দানব্রতেও তোমরা অগ্রণী হও।#১ করি 1:5; ২ করি 9:8
8আদেশ হিসাবে নয়, বরং অন্যান্যদের দৃষ্টান্ত দিয়ে আমি তোমাদের অকপট প্রেম প্রমাণ করার জন্যই একথা বললাম। 9তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জান। তিনি ধনী হয়েও তোমাদের জন্য দরিদ্র হলেন, যেন তাঁর দারিদ্র বরণে তোমরা ধনী হতে পার। এতে তোমাদের মঙ্গলই হবে।#মথি 8:20; 20:28; ফিলি 2:6-7
10এই বিষয়ে আমার পরামর্শ এই যে, এতে তোমাদের সুবিধাই হবে। গত বৎসর তোমরা যে কাজ শুরু করেছিলে এবার সেই কাজ সমাপ্ত কর এবং যে কাজের সঙ্কল্প গ্রহণ করেছিলে তা সুসম্পন্ন কর। 11সঙ্কল্প গ্রহণের সময় তোমাদের যে আগ্রহ ছিল, কাজ শেষ করা পর্যন্ত যেন সেই আগ্রহ বজায় থাকে। তোমাদের সামর্থ্য অনুযায়ী দান কর। 12দেওয়ার আগ্রহ যদি থাকে তাহলে মানুষ তার সামর্থ্য অনুযায়ী দান করে তাতেই ঈশ্বর সন্তুষ্ট হন, যা নেই ঈশ্বর তারর কাছে তা চান না।#হিতো 3:27-28; মার্ক 12:43-44
13একথা বলছি না যে অন্যের দুঃখ লাঘবের জন্য তোমরাই শুধু কষ্টভোগ কর, 14তবে সামঞ্জস্য বজায় রাখার জন্য বর্তমানে তোমাদের উদ্বৃত্ত থেকে তাদের অভাব পূরণ কর যেন পরে কোন সময়ে তোমাদের অভাব হলে তাদের উদ্বৃত্ত থেকে সে অভাব পূরণ হতে পারে। এইভাবেই সমতা বজায় রাখা যাবে।#২ করি 9:12; প্রেরিত 4:34 15শাস্ত্রে যেমন লেখা আছে, যে বেশি সংগ্রহ করল তার উদ্বৃত্ত কিছু থাকল না এবং যে অল্প সংগ্রহ করল তার ঘাটতি হল না।#যাত্রা 16:18
তীত ও তাঁর সহকর্মীদ্বয়
16ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনিই আমাদের মত তীতের হৃদয়েও তোমাদের সাহায্যের জন্য উৎসাহ সঞ্চারিত করেছেন। 17তীত আমাদের অনুরোধ রক্ষা করেছেন, শুধু তাই নয়, তিনি নিজেই এ বিষয়ে বিশেষ উদ্যোগী হয়ে স্বেচ্ছায় তোমাদের কাছে যাচ্ছেন। 18আমরা তাঁর সঙ্গে এক ভ্রাতাকে পাঠাচ্ছি, সুসমাচার প্রচারের কাজ যিনি সমস্ত মণ্ডলীতে বিশেষ খ্যাতি লাভ করেছেন। 19শুধু তাই নয়, সেবাকার্যে আমাদের আগ্রহ প্রমাণ করার জন্য এবং প্রভুর গৌরবের জন্য যে দান সংগ্রহের কাজে আমরা ব্যাপৃত, তাতে আমাদের সহযোগী হিসাবে বিভিন্ন মণ্ডলী তাঁকে মনোনীত ও নিযুক্ত করেছে।#১ করি 16:3-4; গালা 2:10
20উদার হস্তের এই দান বিতরণের ব্যাপারে কেউ যাতে আমাদের অপবাদ দিতে না পারে, সেইজন্য আমরা সর্বদাই সতর্ক। 21কারণ কেবলমাত্র প্রভুর কাছে নয়, মানুষের দৃষ্টিতেও সৎ থাকা আমাদের লক্ষ্য।#হিতো 3:4; রোমীয় 12:17; 14:18
22এঁদের সঙ্গে আমরা আর একজন ভ্রাতাকেও পাঠাচ্ছি। বহু বিষয়ে তাঁর উৎসাহ ও উদ্যমের পরিচয় আমরা পেয়েছি। তোমাদের উপর তাঁর আস্থা থাকায় তিনি এ বিষয়ে আরও উৎসাহী হয়েছেন। 23তীতের পরিচয় এই, তিনি আমার সহযোগী এবং তোমাদের সেবায় আমার সহকর্মী। আর আমাদের বিশ্বাসী ভ্রাতাদের পরিচয় এই যে তাঁরা মণ্ডলী সমূহের প্রেরিত প্রতিনিধি, খ্রীষ্টের গৌরব।#২ করি 7:6-13; 12:18 24সুতরাং তাঁদের কাছে তোমাদের ভালবাসার পরিচয় দাও। বিভিন্ন মণ্ডলীর কাছে আমি তোমাদের সম্পর্কে যে গর্ব করেছি তা যেন বৃথা না হয়।#২ করি 7:4-14; 9:3

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte