২ করিন্থীয় 7
7
করিন্থীয়দের প্রতি পৌলের আস্থা ও আনন্দ
1প্রিয় বন্ধুগণ, এই সব প্রতিশ্রুতি স্মরণে রেখেই আমরা দেহ ও আত্মার মালিন্য দূর করে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরকে সম্ভ্রম করে পবিত্র ও সার্থক জীবন যাপন করার চেষ্টা করি।
2তোমাদের হৃদয়ে আমাদের স্থান দাও, আমরা কারও প্রতি অন্যায় করিনি, কারও ক্ষতি করিনি, কারও কাছ থেকে কোন সুযোগ গ্রহণ করিনি।#২ করি 12:17-18; প্রেরিত 20:33 3তোমাদের দোষীয় সাব্যস্ত করার জন্য আমি এ কথাই বলছি না, আমি আগেই বলেছি, আমাদের হৃদয়ে তোমরা এমনই সুপ্রতিষ্ঠিত যে জীবনে মরণে আমরা তোমাদেরই সঙ্গী।#২ করি 6:11-13; ফিলি 1:7 4তোমাদের উপর আমার আস্থা গভীর, তোমাদের সম্পর্কে আমার গর্বও যথেষ্ট। আমি তাই সম্পূর্ণ আশ্বস্ত হয়েছি, সর্বপ্রকার দুঃখকষ্টের মধ্যেও আজ আমি পরম আনন্দে উচ্ছ্বাসিত।#২ করি 7:14; 8:24; 9:3; ২ থিষ 1:4
5আমরা যখন ম্যাসিডোনিয়ায় গিয়েছিলাম তখনও বিশ্রামের কোন অবকাশ পাইনি। আমরা সব দিক থেকেই কষ্ট পাচ্ছিলাম। বাইরে চলেছিল দ্বন্দ্ববিবাদ, আর অন্তরে ছিল ভয়।#প্রেরিত 20:1-2; ২ করি 2:13; 4:8 6কিন্তু দীনজনের সান্ত্বনাদাতা ঈশ্বর —তীতকে পাঠিয়ে আমাদের আশ্বসক্ত করলেন।#২ করি 1:3-4; 2:13; 4:8 7কেবল মাত্র তাঁর আগমনেই নয়, কিন্তু তোমাদের কাছে তিই যে প্রেরণা পেয়েছেন তাতে আমরা আশ্বস্ত হয়েছি। তিনি তোমাদের আকুলতা, তোমাদের অনুশোচনা এবং আমার পক্ষ সমর্থন করার জন্য তোমাদের আগ্রহের কথা আমাকে জানিয়েছেন, তার ফলে আমি আরও আনন্দ লাভ করেছি।#২ করি 1:3-4; 2:13; 7:13; গীত 138:6; ১ থিষ 3:7
8আমার লেখা পত্রে তোমরা যদিও দুঃখ পেয়েছিলে কিন্তু তার জন্য আমার এখন কোন দুঃখ নেই। এর আগে অবশ্য আমি তার জন্য দুঃখিত ছিলাম, কারণ আমি দেখেছি আমার সেই পত্র সাময়িকভাবে তোমাদের মনে ব্যাথা দিয়েছিল।#২ করি 2:4 9এখন আমি আনন্দিত তোমরা ব্যাথা পেয়েছিলে বলে নয়, কিন্তু সেই ব্যাথা তেআমাদের হৃদয়ে আনুতাপ জাগাতে পেরেছিল সে কথা জেনে। ঈশ্বর যেভাবে চান সেইভাবে তোমরা দুঃখ সহ্য করেছ, তাই আমাদের দ্বারা তোমরা কোনভাবে ক্ষতিগ্রস্ত হওনি। 10ঈশ্বরের দেওয়া দুঃখ সহ্য করলে তা অনুতাপ সৃষথ্টি করে, ফলে মঙ্গল হয় এবং পরে মনে কোন ক্ষোভ থাকে না। কিন্তু জগতের দেওয়া দুঃখভোগ করলে তার পরিণতি মৃত্যু।#২ শমু 12:13; মথি 27:3-5; হিব্রু 12:17; প্রেরিত 11:18 11দেখ, ঈশ্বরের দেওয়া দুঃখ বরণ করেছ বলে তোমাদের মনে কি পরিমাণ আগ্রহ, আত্মবিশ্লেষণের প্রেরণা, ক্ষোভ, আশঙ্কা, অনুরাগ উদ্যম ও কঠোর শৃঙ্খলাবোধ সঞ্চারিত হয়েছে! এই বিষয়ে তোমরা সব দিক থেকে তোমাদের নির্দোষিতা প্রতিপন্ন করেছ।
12সুতরাং আমি তোমাদের কাছে যে পত্র লিখেছিলাম, তাতে যে অন্যায় করেছে বা যার প্রতি অন্যায় করা হয়েছে, তাদের কারও উদ্দেশ্যে নয় কিন্তু ঈশ্বরের সাক্ষাতে আমাদের আনুগত্য যাতে তোমাদের কাছে প্রকাশিত হয়, তারই জন্য লেখা। 13সেই কারণেই আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের এই আশ্বাস ছাড়াও তীতের আনন্দে আমরা আরও আনন্দ লাভ করেছি কারণ তোমরা সকলেই তাঁর হৃদয়ে স্বস্তি দিয়েছ।#২ করি 7:6 14তাঁর কাছে আমি তোমাদের সম্পর্কে যে গর্ব প্রকাশ করেছিলাম তার জন্য আমাকে লজ্জা পেতে হয়নি বরং আমরা তোমাদের যা কিছু বলেছি তা যেমন সত্য তেমনি তীতের বিষয় আমাদের গর্বও সত্য বলে প্রমাণিত হয়েছে।#২ করি 7:4 15তোমরা সকলে যেমন তাঁর বাধ্য ছিলে এবং যেভাবে সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তাঁকে বরণ করেছিলে সে কথা স্মরণ করে তাঁর হৃদয় তোমাদের জন্য আরও উদ্বেলিত হয়ে উঠেছে।#২ করি 2:9; 10:6 16তোমাদের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, তাই আমি আনন্দিত।#২ করি 2:3
Chwazi Kounye ya:
২ করিন্থীয় 7: BENGALCL-BSI
Pati Souliye
Pataje
Kopye
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.
২ করিন্থীয় 7
7
করিন্থীয়দের প্রতি পৌলের আস্থা ও আনন্দ
1প্রিয় বন্ধুগণ, এই সব প্রতিশ্রুতি স্মরণে রেখেই আমরা দেহ ও আত্মার মালিন্য দূর করে নিজেদের শুচিশুদ্ধ করি এবং ঈশ্বরকে সম্ভ্রম করে পবিত্র ও সার্থক জীবন যাপন করার চেষ্টা করি।
2তোমাদের হৃদয়ে আমাদের স্থান দাও, আমরা কারও প্রতি অন্যায় করিনি, কারও ক্ষতি করিনি, কারও কাছ থেকে কোন সুযোগ গ্রহণ করিনি।#২ করি 12:17-18; প্রেরিত 20:33 3তোমাদের দোষীয় সাব্যস্ত করার জন্য আমি এ কথাই বলছি না, আমি আগেই বলেছি, আমাদের হৃদয়ে তোমরা এমনই সুপ্রতিষ্ঠিত যে জীবনে মরণে আমরা তোমাদেরই সঙ্গী।#২ করি 6:11-13; ফিলি 1:7 4তোমাদের উপর আমার আস্থা গভীর, তোমাদের সম্পর্কে আমার গর্বও যথেষ্ট। আমি তাই সম্পূর্ণ আশ্বস্ত হয়েছি, সর্বপ্রকার দুঃখকষ্টের মধ্যেও আজ আমি পরম আনন্দে উচ্ছ্বাসিত।#২ করি 7:14; 8:24; 9:3; ২ থিষ 1:4
5আমরা যখন ম্যাসিডোনিয়ায় গিয়েছিলাম তখনও বিশ্রামের কোন অবকাশ পাইনি। আমরা সব দিক থেকেই কষ্ট পাচ্ছিলাম। বাইরে চলেছিল দ্বন্দ্ববিবাদ, আর অন্তরে ছিল ভয়।#প্রেরিত 20:1-2; ২ করি 2:13; 4:8 6কিন্তু দীনজনের সান্ত্বনাদাতা ঈশ্বর —তীতকে পাঠিয়ে আমাদের আশ্বসক্ত করলেন।#২ করি 1:3-4; 2:13; 4:8 7কেবল মাত্র তাঁর আগমনেই নয়, কিন্তু তোমাদের কাছে তিই যে প্রেরণা পেয়েছেন তাতে আমরা আশ্বস্ত হয়েছি। তিনি তোমাদের আকুলতা, তোমাদের অনুশোচনা এবং আমার পক্ষ সমর্থন করার জন্য তোমাদের আগ্রহের কথা আমাকে জানিয়েছেন, তার ফলে আমি আরও আনন্দ লাভ করেছি।#২ করি 1:3-4; 2:13; 7:13; গীত 138:6; ১ থিষ 3:7
8আমার লেখা পত্রে তোমরা যদিও দুঃখ পেয়েছিলে কিন্তু তার জন্য আমার এখন কোন দুঃখ নেই। এর আগে অবশ্য আমি তার জন্য দুঃখিত ছিলাম, কারণ আমি দেখেছি আমার সেই পত্র সাময়িকভাবে তোমাদের মনে ব্যাথা দিয়েছিল।#২ করি 2:4 9এখন আমি আনন্দিত তোমরা ব্যাথা পেয়েছিলে বলে নয়, কিন্তু সেই ব্যাথা তেআমাদের হৃদয়ে আনুতাপ জাগাতে পেরেছিল সে কথা জেনে। ঈশ্বর যেভাবে চান সেইভাবে তোমরা দুঃখ সহ্য করেছ, তাই আমাদের দ্বারা তোমরা কোনভাবে ক্ষতিগ্রস্ত হওনি। 10ঈশ্বরের দেওয়া দুঃখ সহ্য করলে তা অনুতাপ সৃষথ্টি করে, ফলে মঙ্গল হয় এবং পরে মনে কোন ক্ষোভ থাকে না। কিন্তু জগতের দেওয়া দুঃখভোগ করলে তার পরিণতি মৃত্যু।#২ শমু 12:13; মথি 27:3-5; হিব্রু 12:17; প্রেরিত 11:18 11দেখ, ঈশ্বরের দেওয়া দুঃখ বরণ করেছ বলে তোমাদের মনে কি পরিমাণ আগ্রহ, আত্মবিশ্লেষণের প্রেরণা, ক্ষোভ, আশঙ্কা, অনুরাগ উদ্যম ও কঠোর শৃঙ্খলাবোধ সঞ্চারিত হয়েছে! এই বিষয়ে তোমরা সব দিক থেকে তোমাদের নির্দোষিতা প্রতিপন্ন করেছ।
12সুতরাং আমি তোমাদের কাছে যে পত্র লিখেছিলাম, তাতে যে অন্যায় করেছে বা যার প্রতি অন্যায় করা হয়েছে, তাদের কারও উদ্দেশ্যে নয় কিন্তু ঈশ্বরের সাক্ষাতে আমাদের আনুগত্য যাতে তোমাদের কাছে প্রকাশিত হয়, তারই জন্য লেখা। 13সেই কারণেই আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের এই আশ্বাস ছাড়াও তীতের আনন্দে আমরা আরও আনন্দ লাভ করেছি কারণ তোমরা সকলেই তাঁর হৃদয়ে স্বস্তি দিয়েছ।#২ করি 7:6 14তাঁর কাছে আমি তোমাদের সম্পর্কে যে গর্ব প্রকাশ করেছিলাম তার জন্য আমাকে লজ্জা পেতে হয়নি বরং আমরা তোমাদের যা কিছু বলেছি তা যেমন সত্য তেমনি তীতের বিষয় আমাদের গর্বও সত্য বলে প্রমাণিত হয়েছে।#২ করি 7:4 15তোমরা সকলে যেমন তাঁর বাধ্য ছিলে এবং যেভাবে সসম্ভ্রমে কম্পিত হৃদয়ে তাঁকে বরণ করেছিলে সে কথা স্মরণ করে তাঁর হৃদয় তোমাদের জন্য আরও উদ্বেলিত হয়ে উঠেছে।#২ করি 2:9; 10:6 16তোমাদের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, তাই আমি আনন্দিত।#২ করি 2:3
Chwazi Kounye ya:
:
Pati Souliye
Pataje
Kopye
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.