২ করিন্থীয় 10

10
অপপ্রচারের বিরুদ্ধে পৌল
1-2আমি পৌল —আমার সম্বন্ধে বলা হয় যে, আমি নাকি তোমাদের সামনে নিতান্ত অমায়িক ও বিনয়ী কিন্তু অসাক্ষাতে আমি অত্যন্ত কঠোর ও রুক্ষ। কিন্তু আমি তোমাদের বলছি, যারা মনে করে আমরা স্বার্থবুদ্ধি নিয়ে চলি, তাদের বিরুদ্ধে কঠোর হবার সাহস আমার আছে। তাই খ্রীষ্টের নম্রতা ও মহানুভবতার দোহাই, তোমাদের সঙ্গে দেখা হলে আমাকে যেন তেমন কঠোর হতে না হয়।#সখ 9:9; মথি 11:29; ১ করি 2:3; ১ করি 4:21 3আমরা এই সংসারে বাস করলেও সাংসারিক রীতিতে সংগ্রাম করি না। 4আমাদের যুদ্ধের হাতিয়ার এ জগতের নয়, ঐশী শক্তি সম্পন্ন সেই হাতিয়ার প্রতিরোধের দুর্গ ভেঙ্গে ফেলার ক্ষমতা রাখে।#ইফি 6:11-17; ১ করি 2:5 5ঈশ্বর সংক্রান্ত জ্ঞান প্রসারের পথে যারা দর্পভরে প্রতিরোধ সৃষ্টি করে, তাদের সমস্ত বাধা এবং যুক্তিতর্ক আমরা বিধ্বস্ত করি এবং মানুষের সমস্ত ভাবনাচিন্তার মোড় ফিরিয়ে খ্রীষ্টের বশে আনি।#যির 1:10; যিশা 2:11-12 6তোমরা যদি সম্পূর্ণরূপে বাধ্য হ্য তবে আমরা অন্যান্য অবাধ্যদের শাসন করতে পারি।#২ করি 2:9
7তোমরা বাহ্যিক রূপ দেখে বিচার করে থাক। কেউ যদি নিজেকে খ্রীষ্টের আপনজন বলে মনে করে, তাহলে সে একথাও বিবেচনা করুক যে আমরা তার মতই খ্রীষ্টের আপনজন। 8তোমাদের ধ্বংস করার জন্য নয়, কিন্তু গড়ে তোলার অধিকার প্রভু আমাদের দিয়েছেন। সেই সম্পর্কে আমি যদি কিছু বেশি গর্ব প্রকাশ করে থাকি তবে তার জন্য আমাকে লজ্জায় পড়তে হবে না।#২ করি 12:6; 13:10; ১ করি 5:4-5 9মনে করো না, চিঠি লিখে আমি তোমাদের ভয় দেখাতে চাই। 10কেউ কেউ অবশ্য বলে, পৌলের চিঠিপত্র গুরুগম্ভীর ও কঠোর ভাষায় লেখা কিন্তু দৃশ্যতঃ তাঁর কোন ব্যক্তিত্ব নেই, কথারও কোন সারবত্তা নেই। 11এদের জেনে রাখা উচিত যে আমরা চিঠিতে যে কথা লিখি, সাক্ষাতে কাজেও তা করি।#২ করি 13:২-10
12যারা আত্মপ্রশংসা করে তাদের মত হওয়ার বা তাদের সঙ্গে নিজেদের তুলনা করার সাহস আমাদের নেই। হায় কি মূর্খ এরা। এরা নিজেদের মানদণ্ডে নিজেদের পরিমাপ করে এবং নিজেদের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করে ও নিজেরাই নিজেদের বাহবা দেয়।#২ করি 3:1; 5:12 13কিন্তু আমরা মাত্রার অতিরিক্ত গর্ব করব না। ঈশ্বর আমাদের জন্য যে কর্মক্ষেত্র নির্দিষ্ট করেছেন তার সীমার মধ্যেই থাকব। তোমরাও এই সীমার মধ্যেই আছ। 14আমরাই সর্বপ্রথমে খ্রীষ্টের সুসমাচার তোমাদের কাছে নিয়ে গিয়েছিলাম সুতরাং তোমাদের কাছে গিয়ে আমরা আমাদের অধিকারের সীমা লঙ্ঘন করিনি। 15অন্যের কর্মক্ষেত্রে প্রবেশ করে আমরা তাদের কাজের প্রাপ্য প্রশংসা নিজেরা নিই না। আমরা আশা করছি যে তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে আমাদের কর্মক্ষেত্র আগের চেয়ে আরও প্রসারিত হবে।#রোমীয় 15:20 16তার ফলে অন্যের কর্মক্ষেত্রে যে কাজ হয়েছে তার কৃতিত্বের দাবী না করে আমরা তোমাদের এলাকার ওপারেও সুসমাচার প্রচার করতে পারব।#প্রেরিত 19:21
17“যে গর্ব করতে চায় সে প্রভুরই গর্ব করুক”।#যির 9:23-24; ১ করি 1:31 18যে আত্মপ্রশংসা করে সে নয়, কিন্তু প্রভু যাকে স্বীকৃতি দেন, সে-ই প্রতিষ্ঠা লাভ করে।#১ করি 4:5; রোমীয় 2:29

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte