১ করিন্থীয় 4

4
প্রেরিত শিষ্যদের দায়িত্ব
1খ্রীষ্টের সেবক এবং ঐশ্বরিক নিগূঢ়তত্ত্বের ধারক ও বাহক হিসাবে তোমরা আমাদের বিবেচনা কর।#তীত 1:7; ১ করি 9:17; ১ পিতর 4:10 2আপন প্রভুর সেবকের বিশ্বস্ততা প্রমাণিত হওয়া একান্ত আবশ্যক।#লুক 12:42 3তোমাদের কিম্বা মানবসমাজের কোন বিচারালয়ে আমার বিচার হোক-এটা আমার কাছে নিতান্ত তুচ্ছ ব্যাপার, এমন কি আমি নিজেও নিজের বিচার করি না। 4আমার বিবেক পরিষ্কার কিন্তু তার দ্বারা আমার নির্দোষিতা প্রমাণিত হয় না। প্রভুই আমার একমাত্র বিচারক।#গীত 143:2 5সেই জন্য প্রভুর আগমনের নির্ধারিত লগ্নের আগে তোমরা কারো বিচার করো না। তিনিই অন্ধকারে আবৃত সমস্ত বিষয় আলোকে উদঘাটিত করবেন, সকলের মনের ভাবনা চিন্তা ব্যক্ত করবেন। একমাত্র তখনই প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে তার প্রাপ্য প্রশংসা লাভ করবে।#১ করি 3:13; ২ করি 10:18; রোমীয় 2:29
6বন্ধুগণ, তোমাদের বোঝাবার জন্যই আমি এই পরিপ্রেক্ষিতে আমার নিজের ও আপল্লোর জীবনে এগুলি প্রয়োগ করে তোমাদের সামনে উদাহরণস্বরূপ নিজেদের রেখেছি যেন তোমরা আমাদের দেখে এই শিক্ষা গ্রহণ করতে পার যে বিধিনির্দেশ লঙ্ঘন করা উচিত নয়। তোমরা একজনকে প্রশংসার উচ্চাসনে বসিয়ে সমর্থন ও অন্যকে হেয় করো না। 7তোমাদের কিসের এত অহঙ্কার? তোমাদের এমন কি আছে যা ঈশ্বর তোমাদের দান করেন নি? দানরূপেই যদি পেয়ে থাক তাহলে নিজের বলে তা নিয়ে কেন গর্ব কর?#রোমীয় 12:6
8তোমরা অবশ্যই পরিতৃপ্ত! সমৃদ্ধ! মনে হচ্ছে আমাদের বাদ দিয়েই তোমরা এখন বেশ রাজত্ব করছ। আহা, তোমরা রাজত্ব করলে তো ভালই হত, তাহলে আমরাও তোমাদের সঙ্গে রাজত্ব করতে পারতাম।#প্রকা 3:17-21 9কিন্তু আমি মনে করি, ঈশ্বর আমাদের অর্থাৎ প্রেরিত-শিষ্যদের স্থান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মত সকলের পিছনে নির্দিষ্ট করেছেন। আমরা আজ স্বর্গদূত ও জগত সংসারের মানুষের কাছে হাস্যকৌতূকের পাত্র হয়েছি।#হিব্রু 10:33 10খ্রীষ্টের জন্য আমরা মূর্খ বলে পরিচিত, কিন্তু খ্রীষ্টাশ্রিত তোমরা বুদ্ধিমান! আমরা দু্র্বল কিন্তু তোমরা সবল। আর তোমরা সম্মানিত আমরা অবমানিত।#১ করি 3:18; ২ করি 13:9 11আমরা আজও ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, জীর্ণবসন পরিহিত ও প্রহারিত। বাসস্থান বলে আমাদের কিছু নেই।#২ করি 6:4-5; 11:23-28 12আমরা কঠোর পরিশ্রম করে নিজেদের নিঃশেষ করে দিই। কেই আমাদের অভিসম্পাত করলে আমরা আশীর্বাদ করি। নির্যাতন করলে আমরা সহ্য করি।#প্রেরিত 18:3; 20:34; ১ থিষ 3:8; রোমীয় 12:14; ১ করি 9:12-15; গীত 109:28 13কেউ আমাদের নিন্দা করলেও আমরা তার সঙ্গে মিষ্ট ব্যবহার করি। আমরা যেন জগতের জঞ্জাল, সকলে আমাদের ঝেড়ে ফেলতে চায়।#যিশা 64:6; বিলাপ 3:45
14তোমাদের লজ্জা দেওয়ার জন্য আমি এ সব কথা লিখছি না। তোমরা আমার প্রিয় সন্তান। তোমাদের সচেতন করার জন্যই লিখছি। 15খ্রীষ্টের বিষয়ে তোমাদের শিক্ষা দেবার হাজার হাজার গুরু থাকতে পারে কিন্তু পিতা মাত্র একজন। খ্রীষ্টীয় জীবনে আমিই তোমাদের পিতা। কারণ সুসমাচার প্রচার করে আমিই তোমাদের খ্রীষ্টের আশ্রয়ে এনেছিলাম।#গালা 4:19; ফিলীমন 10 16সুতরাং আমার অনুরোধ, তোমরা আমার দৃষ্টান্ত অনুসরণ কর।#১ করি 11:1; ফিলি 3:17; 4:9; ১ থিষ 1:6; ২ থিষ 3:7-9 17এই জন্যই আমি আমার প্রিয় সন্তান এবং প্রভুর বিশ্বস্ত অনুগামী তিমথিকে তোমাদের কাছে পাঠালাম। খ্রীষ্টাশ্রিত জীবনের আচরণ সম্পর্কে আমার মত ও পথ, যা আমি সর্বত্র মণ্ডলীকে শিক্ষা দিয়ে থাকি, তিনি সে বিষয়ে তোমাদের মনে করিয়ে দেবেন।#ফিলি 2:20-21; ১ করি 16:10
18আমি তোমাদের কাছে যাব না মনে করে কেউ কেউ খুব বেশি সক্রিয় হয়ে উঠেছে, 19কিন্তু প্রভুর ইচ্ছা থাকলে আমি শীঘ্রই তোমাদের কাছে যাব এবং তখন তাদের কথা নয়, কিন্তু আমার ক্ষমতা যাচাই করে দেখব।#প্রেরিত 18:21; যাকোব 4:15 20কারণ ঐশরাজের প্রকাশ কথায় নয়, ক্ষমতায়।#১ করি 2:4; লুক 17:20 21তোমরা কি চাও? আমি কি চাবুক হাতে নিয়ে তোমাদের কাছে যাব না? না, ভালবাসা ও স্নেহকোমল ভাব নিয়ে যাব? #২ করি 2:1; 10:2; 13:2

Pati Souliye

Pataje

Kopye

None

Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte