1
১ করিন্থীয় 7:5
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
তোমরা উভয়ে একমত হয়ে ধ্যান প্রার্থনার জন্য কিছুদিন পৃথক থাকতে পার। এ ছাড়া অন্য কোন কারণে তোমরা পরস্পরকে বঞ্চিত করো না। কিন্তু তার পরেই আবার মিলিত হবে কারণ আত্মসংযম তোমাদের পক্ষে কঠিন বলে শয়তান তোমাদের প্রলুব্ধ করতে পারে।
Konpare
Eksplore ১ করিন্থীয় 7:5
2
১ করিন্থীয় 7:3-4
স্বামী স্ত্রীকে তার প্রাপ্য দেবে এবং একই ভাবে স্ত্রী স্বামীকে তার প্রাপ্য দেবে। নিজের দেহের উপর স্ত্রীর অধিকার নেই, কিন্তু স্বামীর আছে, ঠিক তেমনি স্বামীরও নিজের দেহের উপর অধিকার নেই, কিন্তু স্ত্রীর আছে।
Eksplore ১ করিন্থীয় 7:3-4
3
১ করিন্থীয় 7:23
ঈশ্বর তোমাদের মূল্য দিয়ে কিনেছেন, সুতরাং মানুষের দাসত্ব তোমরা করো না।
Eksplore ১ করিন্থীয় 7:23
Akèy
Bib
Plan yo
Videyo