YouVersion logo
Ikona pretraživanja

গীত ৯৭

৯৭
1 সদাপ্রভু রাজত্ব করেন;
পৃথিবী উল্লসিত হউক,
দ্বীপসমূহ আনন্দ করুক;
2 মেঘ ও অন্ধকার তাঁহার চারিদিকে বিদ্যমান,
ধর্মশীলতা ও বিচার তাঁহার সিংহাসনের ভিত্তিমূল।
3 অগ্নি তাঁহার অগ্রে অগ্রে গমন করে,
চারিদিকে তাঁহার বিপক্ষগণকে দগ্ধ করে।
4 তাঁহার বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল;
পৃথিবী তাহা দেখিল, কম্পান্বিত হইল।
5 পর্বত সকল মোমের ন্যায় গলিয়া গেল,
সদাপ্রভুর সাক্ষাতে, সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে।
6 স্বর্গ তাঁহার ধর্মশীলতা প্রচার করিয়াছে,
এবং সমস্ত জাতি তাঁহার গৌরব দেখিয়াছে।
7 লজ্জিত হউক সেই সকলে,
যাহারা ক্ষোদিত প্রতিমার সেবা করে,
যাহারা অবস্তুর শ্লাঘা করে;
হে দেবগণ! সকলে তাঁহাকে প্রণিপাত কর।
8 সিয়োন শুনিয়া আনন্দিত হইল,
যিহূদার কন্যাগণ উল্লসিত হইল,
হে সদাপ্রভু, তোমার শাসনসমূহের জন্য।
9 কেননা, হে সদাপ্রভু,
তুমিই সমস্ত ভূ-মণ্ডলের ঊর্ধ্বে পরাৎপর,
তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত।
10 হে সদাপ্রভুর প্রেমিকগণ, দুষ্টতাকে ঘৃণা কর;
তিনি আপন সাধুবর্গের প্রাণ রক্ষা করেন,
দুষ্টগণের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করেন।
11 দীপ্তি বপন করা গিয়াছে ধার্মিকের জন্য,
আর সরলচিত্তদের জন্য আনন্দ।
12 হে ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ কর,
তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।

Istaknuto

Podijeli

Kopiraj

None

Želiš li svoje istaknute stihove spremiti na sve svoje uređaje? Prijavi se ili registriraj