YouVersion logo
Ikona pretraživanja

গীত 75

75
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করিও না। আসফের সঙ্গীত। গীত।
1 হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি,
ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্তী;
লোকে তোমার আশ্চর্য কর্ম সকল বর্ণনা করে।
2 “আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব,
তখন আমিই ন্যায্য বিচার করিব।
3 পৃথিবী ও তন্নিবাসিগণ বিলীন হইতেছে;
আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। [সেলা]
4 আমি গর্বিত লোকদিগকে কহিলাম, গর্ব করিও না;
দুষ্ট লোকদিগকে কহিলাম, শৃঙ্গ তুলিও না।
5 তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না;
শক্তগ্রীব হইয়া কথা কহিও না।”
6 কেননা উদয়-স্থান হইতে, কি পশ্চিম হইতে,
অথবা দক্ষিণ হইতে উন্নতিলাভ হয়, এমন নয়।
7 কিন্তু ঈশ্বরই বিচারকর্তা;
তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন।
8 কেননা সদাপ্রভুর হস্তে এক পানপাত্র আছে,
তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে,
তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ,
আর তিনি তাহা হইতে ঢালেন,
পৃথিবীর দুষ্ট সকলে তাহার তলানি পর্যন্ত চাটিয়া খাইবে।
9 কিন্তু আমি চিরকাল প্রচার করিব,
যাকোবের ঈশ্বরের উদ্দেশে সঙ্গীত করিব।
10 আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব,
কিন্তু ধার্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে।

Istaknuto

Podijeli

Kopiraj

None

Želiš li svoje istaknute stihove spremiti na sve svoje uređaje? Prijavi se ili registriraj