YouVersion logo
Ikona pretraživanja

গীত ৪০

৪০
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।
1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম,
তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন।
2 তিনি বিনাশের গর্ত হইতে,
পঙ্কময় ভূমি হইতে, আমাকে তুলিলেন,
তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন,
আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন।
3 তিনি আমার মুখে নূতন গীত,
আমাদের ঈশ্বরের স্তব দিলেন;
অনেকে ইহা দেখিবে, ভীত হইবে,
ও সদাপ্রভুতে বিশ্বাস করিবে।
4 ধন্য সেই জন, যে সদাপ্রভুকে আপন বিশ্বাসভূমি করে,
এবং তাহাদের দিকে না ফিরে,
যাহারা অহঙ্কারী ও মিথ্যা পথে ভ্রমণ করে।
5 সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমিই বাহুল্যরূপে সাধন করিয়াছ
আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য সকল ও তোমার সঙ্কল্প সকল;
তোমার তুল্য কেহ নাই;
আমি সেই সকল বলিতাম ও বর্ণনা করিতাম,
কিন্তু সেই সকল গণনা করা যায় না।
6 বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ,
তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ;
তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই;
7 তখন আমি কহিলাম, দেখ, আমি আসিয়াছি;
গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে #৪০:৭ (বা) গ্রন্থখানিতে আমাকে আদেশ করা হইয়াছে।
8 হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত,
আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে।
9 আমি মহাসমাজে ধর্মশীলতার
মঙ্গলবার্তা প্রচার করিয়াছি;
দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না;
হে সদাপ্রভু, তুমি ইহা জ্ঞাত আছ।
10 আমি তোমার ধর্মশীলতা নিজ হৃদয়মধ্যে সঙ্গোপন করি নাই,
তোমার বিশ্বস্ততা ও তোমার পরিত্রাণ প্রচার করিয়াছি;
তোমার দয়া ও সত্য মহাসমাজ হইতে গুপ্ত রাখি নাই।
11 হে সদাপ্রভু, তুমিও আমা হইতে আপন করুণা রুদ্ধ করিও না;
তব দয়া ও তব সত্য সতত আমাকে রক্ষা করুক।
12 কেননা অসংখ্য বিপদ আমাকে ঘেরিয়াছে;
আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে;
আমি দেখিতে পাইতেছি না;
আমার মস্তকের কেশ অপেক্ষাও সেই সকল অধিক,
আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে।
13 সদাপ্রভু, অনুগ্রহ করিয়া আমাকে উদ্ধার কর,
সদাপ্রভু, আমার সাহায্য করিতে সত্বর হও।
14 তাহারা সকলেই লজ্জিত ও হতাশ হউক,
যাহারা সংহার করিতে আমার প্রাণের অন্বেষণ করে,
তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক,
যাহারা আমার বিপদে প্রীত হয়।
15 তাহারা আপনাদের লজ্জা প্রযুক্ত স্তম্ভিত হউক,
যাহারা আমাকে বলে, অহো! অহো!
16 যাহারা তোমার অন্বেষণ করে,
তাহারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক;
যাহারা তোমার পরিত্রাণ ভালবাসে,
তাহারা সতত বলুক, সদাপ্রভু মহিমান্বিত হউন।
17 আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন;
তুমি আমার সহায় ও আমার নিস্তারকর্তা;
হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না।

Istaknuto

Podijeli

Kopiraj

None

Želiš li svoje istaknute stihove spremiti na sve svoje uređaje? Prijavi se ili registriraj