গীত 18
18
প্রধান বাদ্যকরের জন্য। সদাপ্রভুর দাস দায়ূদের; যে দিন সদাপ্রভু সমস্ত শত্রুর হস্ত হইতে, এবং শৌলের হস্ত হইতে দায়ূদকে উদ্ধার করিলেন, সেই দিন তিনি সদাপ্রভুর উদ্দেশে এই গীতের কথা নিবেদন করিলেন। তিনি কহিলেন,
1 হে সদাপ্রভু! মম বল!
আমি তোমাতে অনুরক্ত।
2 সদাপ্রভু মম শৈল, মম দুর্গ,
ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর,
মম দৃঢ় শৈল, আমি তাঁহার শরণাগত;
মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চদুর্গ।
3 আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব,
এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব।
4 আমি মৃত্যুর রজ্জুতে পরিবেষ্টিত ছিলাম,
পাষণ্ডতার বন্যাতে আশঙ্কিত ছিলাম।
5 আমি পাতালের রজ্জুতে বেষ্টিত ছিলাম,
মৃত্যুর পাশে জড়িত ছিলাম।
6 সঙ্কটে আমি সদাপ্রভুকে ডাকিলাম,
আমার ঈশ্বরের উদ্দেশে আর্তনাদ করিলাম;
তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন,
তাঁহার সম্মুখে আমার আর্তনাদ তাঁহার কর্ণে প্রবেশ করিল।
7 তখন পৃথিবী টলিল, কম্পিত হইল,
পর্বতরাজির মূল সকল বিচলিত হইল, ও টলিল,
কারণ তিনি জ্বলিয়া উঠিলেন।
8 তাঁহার নাসারন্ধ্র হইতে ধূম উদ্গত হইল,
তাঁহার মুখনির্গত অগ্নি গ্রাস করিল;
তদ্দ্বারা অঙ্গার সকল প্রজ্বলিত হইল।
9 তিনি গগনকে নোয়াইয়া নামিলেন,
অন্ধকার তাঁহার পদতলে ছিল।
10 তিনি করূব আরোহণে উড্ডীন হইলেন,
বায়ু-পক্ষভরে উড়িয়া আসিলেন।
11 তিনি অন্ধকারকে আপন অন্তরাল,
আপনার চতুর্দিকস্থ তাম্বু করিলেন;
জলের তিমির ও গগনের ঘন মেঘমালা।
12 তাঁহার সম্মুখবর্তী তেজ হইতে তাঁহার
মেঘমালা চলিয়া গেল, শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার।
13 আর সদাপ্রভু আকাশে বজ্রনাদ করিলেন,
পরাৎপর আপন রব শুনাইলেন;
শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার।
14 তিনি আপন বাণ ছাড়িলেন,
তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন;
বহু বজ্র ছাড়িয়া তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন।
15 তখন জলরাশির প্রণালী সকল প্রকাশ পাইল,
ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল,
তোমার তর্জনে, হে সদাপ্রভু,
তোমার নাসিকার প্রশ্বাসবায়ুতে।
16 তিনি ঊর্ধ্ব হইতে [হস্ত] বিস্তার করিলেন, আমাকে ধরিলেন,
মহাজলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন;
17 তিনি আমাকে উদ্ধার করিলেন
আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষিগণ হইতে,
কেননা তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিল।
18 আমার বিপদের দিনে তাহারা আমার কাছে আসিল,
কিন্তু সদাপ্রভু আমার অবলম্বন হইলেন।
19 তিনি আমাকে বাহিরে প্রশস্ত স্থানে আনিলেন,
আমাকে উদ্ধার করিলেন,
কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।
20 সদাপ্রভু আমার ধার্মিকতানুযায়ী পুরস্কার দিলেন,
আমার হস্তের শুচিতানুযায়ী ফল দিলেন।
21 কেননা আমি সদাপ্রভুর পথে চলিয়াছি,
দুষ্টতাপূর্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই।
22 কারণ তাঁহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল,
আমি তাঁহার বিধি আমা হইতে দূর করি নাই।
23 আর আমি তাঁহার উদ্দেশে সিদ্ধ ছিলাম,
নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম।
24 তাই সদাপ্রভু আমার ধার্মিকতা অনুসারে ফল দিলেন,
তাঁহার সাক্ষাতে আমার হস্তের শুচিতানুসারে দিলেন।
25 তুমি দয়াবানের সহিত সদয় ব্যবহার করিবে,
সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে।
26 তুমি শুচির সহিত শুচি ব্যবহার করিবে,
কুটিলের সহিত চতুরতা ব্যবহার করিবে।
27 কেননা তুমি দুঃখীদিগকে নিস্তার করিবে,
কিন্তু গর্বিত নয়ন অবনত করিবে।
28 তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাক;
সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার অন্ধকার আলোকময় করেন।
29 কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়াই;
আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি।
30 তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ;
সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ;
তিনি নিজ শরণাগত সকলের ঢাল।
31 কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে?
আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে?
32 ঈশ্বর বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছেন।
তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন।
33 তিনি আমার চরণ হরিণীর চরণবৎ করেন,
আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।
34 তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে শিক্ষা দেন,
তাই আমার বাহু তাম্রময় ধনুকে চাড়া দেয়।
35 তুমি আমাকে নিজ পরিত্রাণ-ঢাল দিয়াছ;
তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে,
তোমার কোমলতা আমাকে মহান করিয়াছে।
36 তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ,
আর আমার গুল্ফ বিচলিত হয় নাই।
37 আমি শত্রুগণের পশ্চাতে দৌড়াইব, তাহাদিগকে ধরিব,
সংহার না করিয়া ফিরিয়া আসিব না।
38 আমি তাহাদিগকে চূর্ণ করিব,
তাহারা আর উঠিতে পারিবে না,
তাহারা আমার পদতলে পতিত হইবে।
39 কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটি বন্ধন করিয়াছ;
যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল,
তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ।
40 আমার শত্রুগণকে আমা হইতে ফিরাইয়া দিয়াছ,
আমি আপন বিদ্বেষীদিগকে সংহার করিয়াছি।
41 তাহারা আর্তনাদ করিল, কিন্তু ত্রাণকর্তা কেহ নাই;
সদাপ্রভুকে [ডাকিল], কিন্তু তিনি উত্তর দিলেন না।
42 তখন আমি তাহাদিগকে বায়ুচালিত ধূলির ন্যায় চূর্ণ করিলাম;
পথের কর্দমের ন্যায় ফেলিয়া দিলাম;
43 তুমি আমাকে প্রজাদের দ্রোহ হইতে উদ্ধার করিয়াছ,
জাতিগণের মস্তকরূপে নিযুক্ত করিয়াছ;
আমার অপরিচিত জাতি আমার দাস হইবে।
44 শ্রবণমাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে;
বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করিবে।
45 বিজাতি-সন্তানেরা ম্লান হইবে,
স্বকম্পে স্ব স্ব গুপ্ত স্থান হইতে বাহিরে আসিবে।
46 সদাপ্রভু জীবন্ত, আমার শৈল ধন্য হউন,
আমার ত্রাণের ঈশ্বর উন্নত হউন।
47 সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন,
জাতিগণকে আমার অধীনে দমন করেন।
48 তিনি আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন;
যাহারা আমার বিরুদ্ধে উঠে,
তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ,
তুমি দুর্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিতেছ।
49 এই কারণ, হে সদাপ্রভু,
আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব,
তোমার নামের উদ্দেশে স্তোত্র গান করিব।
50 তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন,
আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন,
যুগে যুগে দায়ূদের ও তাহার বংশের প্রতি দয়া করেন।
Trenutno odabrano:
গীত 18: বিবিএস
Istaknuto
Podijeli
Kopiraj
Želiš li svoje istaknute stihove spremiti na sve svoje uređaje? Prijavi se ili registriraj
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.