YouVersion logo
Ikona pretraživanja

গণনা পুস্তক ৮

দীপবৃক্ষ ও লেবীয়দের বিষয়
1 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, 2 তুমি হারোণকে কহ, তাহাকে বল, তুমি প্রদীপগুলি জ্বালাইলে সেই সাতটি প্রদীপ যেন দীপবৃক্ষের সম্মুখদিকে আলো দেয়। 3 তাহাতে হারোণ সেইরূপ করিলেন, দীপবৃক্ষের সম্মুখদিকে [আলো দিবার জন্য] সেই সকল প্রদীপ জ্বালাইলেন, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন। 4 ঐ দীপবৃক্ষের গঠন এই- উহা পিটান স্বর্ণে নির্মিত; কাণ্ড অবধি পুষ্প পর্যন্ত তাহা পিটান কর্ম ছিল। সদাপ্রভু মোশিকে যে আকার দেখাইয়াছিলেন, তদনুসারে তিনি দীপবৃক্ষটি নির্মাণ করিয়াছিলেন।
5 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, 6 তুমি ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে লেবীয়দিগকে লইয়া শুচি কর। 7 তাহাদিগকে শুচি করণার্থে এইরূপ কর, তাহাদের উপরে পাপমোচনের জল ছিটাইয়া দেও, এবং তাহারা আপনাদের সমস্ত গাত্রে ক্ষুর বুলাইয়া বস্ত্র ধৌত করিয়া আপনাদিগকে শুচি করুক। 8 পরে তাহারা একটি গোবৎস ও তৎসম্বন্ধীয় তৈল মিশ্রিত সূক্ষ্ম সুজির ভক্ষ্য-নৈবেদ্য আনয়ন করুক, এবং তুমি পাপার্থক বলিদানের জন্য আর একটি গোবৎস গ্রহণ কর। 9 আর লেবীয়দিগকে সমাগম-তাম্বুর সম্মুখে আন, ও ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে একত্র কর। 10 আর তুমি লেবীয়দিগকে সদাপ্রভুর সম্মুখে আনিলে ইস্রায়েল-সন্তানগণ তাহাদের গাত্রে হস্তার্পণ করুক। 11 পরে হারোণ ইস্রায়েল-সন্তানগণের দোলনীয় নৈবেদ্য বলিয়া লেবীয়দিগকে সদাপ্রভুর সম্মুখে নিবেদন করিবে; তাহাতে তাহারা সদাপ্রভুর সেবাকর্মে নিযুক্ত হইবে। 12 পরে লেবীয়েরা ঐ দুইটি গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, আর তুমি লেবীয়দের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে সদাপ্রভুর উদ্দেশ্যে একটি গোবৎস পাপার্থক বলিরূপে, এবং অন্যটি হোমার্থক বলিরূপে উৎসর্গ করিবে। 13 আর হারোণের ও তাহার পুত্রগণের সম্মুখে লেবীয়দিগকে সংস্থাপন করিয়া সদাপ্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্য বলিয়া তাহাদিগকে নিবেদন করিবে। 14 এইরূপে তুমি ইস্রায়েল-সন্তানগণ হইতে লেবীয়দিগকে পৃথক করিও; তাহাতে লেবীয়েরা আমারই হইবে। 15 তাহার পরে লেবীয়েরা সমাগম-তাম্বুর সেবাকর্ম করিতে প্রবেশ করিবে। এইরূপে তুমি তাহাদিগকে শুচি করিয়া দোলনীয় নৈবেদ্য বলিয়া নিবেদন করিবে; 16 কেননা তাহারা দত্ত হইয়াছে, ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে তাহারা আমার উদ্দেশে দত্ত হইয়াছে; আমি যাবতীয় গর্ভ উন্মোচকের, সমস্ত ইস্রায়েল-সন্তানের প্রথমজাতদের পরিবর্তে তাহাদিগকে আপনার জন্য গ্রহণ করিয়াছি। 17 কেননা মনুষ্য হউক কিম্বা পশু হউক, ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাত আমার; যে দিবসে আমি মিসর দেশের সমস্ত প্রথমজাতকে আঘাত করিয়াছিলাম, সেই দিবসে আপনার নিমিত্তে তাহাদিগকে পবিত্র করিয়াছিলাম। 18 আর আমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দিগকে গ্রহণ করিয়াছি। 19 আর সমাগম-তাম্বুতে ইস্রায়েল-সন্তানগণের করণীয় সেবাকর্ম করিতে ও ইস্রায়েল-সন্তানগণের নিমিত্তে প্রায়শ্চিত্ত করিতে লেবীয়দিগকে ইস্রায়েল-সন্তানগণের মধ্য হইতে হারোণ ও তাহার পুত্রগণকে দানরূপে দিয়াছি; যেন ইস্রায়েল-সন্তানগণ পবিত্র-স্থানের নিকটবর্তী হওয়া প্রযুক্ত মহামারী ইস্রায়েল-সন্তানগণের মধ্যে না হয়।
20 পরে মোশি, হারোণ ও ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী লেবীয়দের প্রতি তদ্রূপ করিল; সদাপ্রভু লেবীয়দের বিষয়ে মোশিকে যে সমস্ত আদেশ করিয়াছিলেন, তদনুসারে ইস্রায়েল-সন্তানগণ তাহাদের প্রতি করিল। 21 ফলতঃ লেবীয়েরা আপনাদিগকে শুচি করিল, ও আপন আপন বস্ত্র ধৌত করিল, এবং হারোণ তাহাদিগকে সদাপ্রভুর সাক্ষাতে দোলনীয় নৈবেদ্যরূপে নিবেদন করিলেন, আর হারোণ তাহাদিগকে শুচি করণার্থে তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিলেন। 22 তাহার পর লেবীয়েরা হারোণের সম্মুখে ও তাঁহার পুত্রগণের সম্মুখে আপন আপন সেবাকর্ম করণার্থে সমাগম-তাম্বুতে প্রবেশ করিতে লাগিল। লেবীয়দের বিষয়ে সদাপ্রভু মোশিকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন, তদনুসারে তাহাদের প্রতি করা হইল।
23 পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, 24 লেবীয়দের বিষয়ে এই ব্যবস্থা। পঁচিশ বৎসর ও ততোধিক বয়স্ক লেবীয়েরা সমাগম-তাম্বুতে সেবাকর্ম করিবার জন্য শ্রেণীভুক্ত হইবে; 25 আর পঞ্চাশ বৎসর বয়স্ক হইলে পর সেই সেবাকর্মকারীদের শ্রেণী হইতে ফিরিয়া আসিবে, আর সেবাকর্ম করিবে না। 26 রক্ষণীয় রক্ষা করণার্থে তাহারা সমাগম-তাম্বুতে আপন আপন ভ্রাতাদের সঙ্গে পরিচর্যা করিবে, সেবাকর্ম আর করিবে না। লেবীয়দের রক্ষণীয় বিষয়ে তাহাদের প্রতি তুমি এইরূপ করিবে।

Istaknuto

Podijeli

Kopiraj

None

Želiš li svoje istaknute stihove spremiti na sve svoje uređaje? Prijavi se ili registriraj