1
প্রকাশিত বাক্য ১৮:4
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
পরে আমি স্বর্গ হইতে এইরূপ আর এক বাণী শুনিলাম, ‘হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও।
Usporedi
Istraži প্রকাশিত বাক্য ১৮:4
2
প্রকাশিত বাক্য ১৮:2
তিনি প্রবল রবে ডাকিয়া কহিলেন, ‘পড়িল, পড়িল মহতী বাবিল; সে ভূতগণের আবাস, সমস্ত অশুচি আত্মার কারাগার, ও সমস্ত অশুচি ও ঘৃণার্হ পক্ষীর কারাগার হইয়া পড়িয়াছে।
Istraži প্রকাশিত বাক্য ১৮:2
Početna
Biblija
Planovi
Filmići