1
গীত ৪২:11
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
Usporedi
Istraži গীত ৪২:11
2
গীত ৪২:1-2
হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব?
Istraži গীত ৪২:1-2
3
গীত ৪২:5
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরে প্রত্যাশা রাখ; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
Istraži গীত ৪২:5
4
গীত ৪২:3
আমার নেত্রজল দিবারাত্র আমার ভক্ষ্য হইল, কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে, ‘তোমার ঈশ্বর কোথায়?’
Istraži গীত ৪২:3
5
গীত ৪২:6
আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হইতেছে; সেই জন্য আমি তোমাকে স্মরণ করিতেছি, যর্দনের দেশ হইতে, আর হর্মোণ গিরিশ্রেণী, মিৎসিয়র পর্বত হইতে।
Istraži গীত ৪২:6
Početna
Biblija
Planovi
Filmići