গীত 145
145
প্রশংসা। দায়ূদের।
1 আমি তোমার প্রতিষ্ঠা করিব,
হে আমার ঈশ্বর, হে রাজন্,
আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব।
2 প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব,
যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব।
3 সদাপ্রভু মহান ও অতীব প্রশংসনীয়;
তাঁহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না।
4 বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে,
তোমার পরাক্রমের কার্য সকল প্রচার করিবে।
5 তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ,
ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব।
6 আর লোকে তোমার ভয়াবহ কর্ম সকলের বিক্রমের কথা বলিবে,
এবং আমি তোমার মহিমার বর্ণনা করিব।
7 তাহারা তোমার মহৎ মঙ্গলভাবের খ্যাতি প্রচার করিবে,
তোমার ধর্মশীলতার বিষয় গান করিবে।
8 সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল,
ক্রোধে ধীর ও দয়াতে মহান।
9 সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়,
তাঁহার করুণা তাঁহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে।
10 হে সদাপ্রভু, তোমার সমস্ত পদার্থ তোমার প্রশংসা করে,
এবং তোমার সাধুগণ তোমার ধন্যবাদ করে।
11 তাহারা তোমার রাজ্যের গৌরব বর্ণনা করে,
তোমার পরাক্রমের কথা বলে,
12 যেন মনুষ্য-সন্তানগণকে জানাইতে পারে তাঁহার পরাক্রমের কার্য সকল,
এবং তাঁহার রাজ্যের প্রতাপের গৌরব।
13 তোমার রাজ্য সর্বযুগের রাজ্য,
তোমার কর্তৃত্ব পুরুষে পুরুষে চিরস্থায়ী।
14 সদাপ্রভু পতনোম্মুখ সকলকে ধরিয়া রাখেন,
অবনত সকলকে উত্থাপন করেন।
15 সকলের চক্ষু তোমার অপেক্ষা করে,
তুমিই যথাসময়ে তাহাদিগকে ভক্ষ্য দিতেছ।
16 তুমিই আপন হস্ত মুক্ত করিয়া থাক,
সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাক।
17 সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্মশীল,
আপনার সমস্ত কার্যে দয়াবান।
18 সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী,
যাহারা তাঁহাকে ডাকে,
যাহারা সত্যে তাঁহাকে ডাকে।
19 যাহারা তাঁহাকে ভয় করে,
তিনি তাহাদের বাঞ্ছা পূর্ণ করেন,
আর তাহাদের আর্তনাদ শুনিয়া তাহাদিগকে ত্রাণ করেন।
20 যাহারা সদাপ্রভুকে প্রেম করে,
তিনি তাহাদের সকলকে রক্ষা করেন,
কিন্তু তিনি সমুদয় দুষ্টকে সংহার করিবেন।
21 আমার মুখ সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিবে;
আর সমুদয় প্রাণী যুগে যুগে চিরকাল তাঁহার পবিত্র নামের ধন্যবাদ করুক।
נבחרו כעת:
গীত 145: বিবিএস
הדגשה
שתפו
העתק

רוצים לשמור את ההדגשות שלכם בכל המכשירים שלכם? הירשמו או היכנסו
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.