গীত ১১৮

১১৮
1 সদাপ্রভুর স্তব কর,
কেননা তিনি মঙ্গলময়,
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
2 ইস্রায়েল বলুক,
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
3 হারোণের কুল বলুক,
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
4 যাহারা সদাপ্রভুকে ভয় করে,
তাহারা বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
5 আমি সঙ্কটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম;
সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে [আনিলেন]।
6 সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না;
মনুষ্য আমার কি করিতে পারে?
7 সদাপ্রভু আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্তী;
তাই আমি আপন বিদ্বেষীদের দশা দেখিব।
8 মনুষ্যে নির্ভর করণাপেক্ষা
সদাপ্রভুর শরণ #১১৮:৮ (বা) আশ্রয়। লওয়া উত্তম।
9 প্রধানবর্গে নির্ভর করণাপেক্ষা
সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।
10 সমুদয় জাতি আমাকে ঘেরিয়াছে;
সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
11 তাহারা আমাকে ঘেরিয়াছে, হাঁ, আমাকে ঘেরিয়াছে,
সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
12 মধুমক্ষিকার ন্যায় তাহারা আমাকে ঘেরিয়াছে,
কাঁটার আগুনের মত তাহারা নিভিয়া গেল;
সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
13 তুমি আমাকে ফেলিয়া দিবার জন্য ধাক্কা মারিয়াছ,
কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করিলেন।
14 সদাপ্রভু আমার বল ও গান;
আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন।
15 ধার্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে;
সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক।
16 সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত,
সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক।
17 আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব,
আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব।
18 সদাপ্রভু আমাকে ভারী শাস্তি দিয়াছেন,
কিন্তু মৃত্যুর হস্তে সমর্পণ করেন নাই।
19 আমার জন্য ধার্মিকতার দ্বার সকল খুলিয়া দেও;
আমি তাহা দিয়া প্রবেশ করিব, সদাপ্রভুর স্তব করিব।
20 এই ত সদাপ্রভুর দ্বার,
ইহা দিয়া ধার্মিকগণ প্রবেশ করে।
21 আমি তোমার স্তব করিব,
কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ,
আর তুমি আমার পরিত্রাণ হইয়াছ।
22 গাঁথকেরা যে প্রস্তর অগ্রাহ্য করিয়াছে,
তাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল।
23 ইহা সদাপ্রভু হইতেই হইয়াছে,
ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত।
24 অদ্য সদাপ্রভুর কৃত দিন;
আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব।
25 আহা! সদাপ্রভু, বিনয় করি, পরিত্রাণ কর;
আহা! সদাপ্রভু, বিনয় করি, সৌভাগ্য দেও।
26 ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন;
আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি।
27 সদাপ্রভুই ঈশ্বর;
তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন;
তোমরা রজ্জু দ্বারা উৎসবের বলি বেদির শৃঙ্গে বাঁধ।
28 তুমি আমার ঈশ্বর, আমি তোমার স্তব করিব;
তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব।
29 তোমরা সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়;
তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।

Tällä hetkellä valittuna:

গীত ১১৮: বিবিএস

Korostus

Jaa

Kopioi

None

Haluatko, että korostuksesi tallennetaan kaikille laitteillesi? Rekisteröidy tai kirjaudu sisään