হিতোপ ২৮

২৮
1 কেহ তাড়না না করিলেও দুষ্ট পলায়;
কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী।
2 দেশের অধর্মে তাহার অনেক কর্তা হয়;
কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান লোক দ্বারা [কর্তৃত্ব] স্থায়ী হয়।
3 যে দরিদ্র লোক দীনহীনদের প্রতি উপদ্রব করে,
সে এমন প্লাবক বৃষ্টির তুল্য, যাহার পরে ভক্ষ্য থাকে না।
4 ব্যবস্থাত্যাগীরা দুষ্টের প্রশংসা করে;
কিন্তু ব্যবস্থাপালকেরা দুষ্টদের প্রতিরোধ করে।
5 দুরাচারেরা বিচার বুঝে না,
কিন্তু সদাপ্রভুর অন্বেষীরা সকলই বুঝে।
6 বরং সেই দরিদ্র লোক ভাল, যে নিজ সিদ্ধতায় চলে,
তবু বিপথগামী কুটিল লোক ধনবান হইলেও ভাল নয়।
7 যে ব্যবস্থা মানে, সেই জ্ঞানবান পুত্র;
কিন্তু ভোক্তাদের সখা পিতার অপমানজনক।
8 যে সুদ ও বৃদ্ধি সুদ লইয়া আপন ধন বাড়ায়,
সে দীনহীনদের প্রতি দয়াকারীর জন্য সঞ্চয় করে।
9 যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয়,
তাহার প্রার্থনাও ঘৃণাস্পদ।
10 যে সরল লোকদিগকে কুপথে লইয়া ভ্রান্ত করে,
সে নিজের খাতে পতিত হইবে;
কিন্তু সিদ্ধ লোকেরা মঙ্গলরূপ অধিকার পায়।
11 ধনী আপনার দৃষ্টিতে জ্ঞানবান,
কিন্তু বুদ্ধিমান দরিদ্র তাহার পরীক্ষা করে।
12 ধার্মিকদের উল্লাসে মহাগৌরব হয়,
কিন্তু দুষ্টদের উন্নতি হইলে লোকদের খুঁজিয়া পাওয়া ভার।
13 যে আপন অধর্ম সকল ঢাকে, সে কৃতকার্য হইবে না;
কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে, সে করুণা পাইবে।
14 ধন্য সেই ব্যক্তি, যে সর্বদা ভয় রাখে;
কিন্তু যে হৃদয় কঠিন করে, সে বিপদে পড়িবে।
15 যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক,
তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্তা।
16 যে অধ্যক্ষ হীনবুদ্ধি, সে আবার বড় উপদ্রবী;
কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হইবে।
17 যে মনুষ্য নর-রক্তভারে ভারাক্রান্ত,
সে গর্ত পর্যন্ত পলাইবে, কেহ তাহাকে নিবারণ না করুক।
18 যে সিদ্ধভাবে চলে, সে রক্ষা পাইবে;
কিন্তু যে বক্রগামী দুই পথে চলে, সে একটায় পতিত হইবে।
19 যে আপন জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়;
কিন্তু যে অসার লোকদের পিছনে পিছনে দৌড়ায়, তাহার ঢের অকুলান হয়।
20 বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে;
কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে, সে অদণ্ডিত থাকিবে না।
21 মানুষের মুখাপেক্ষা করা ভাল নয়,
একখণ্ড রুটির নিমিত্ত অধর্ম করাও ভাল নয়।
22 যার চক্ষু মন্দ, সে ধনের চেষ্টায় ব্যতিব্যস্ত;
সে জানে না যে, দীনতা তাহাকে ধরিবে।
23 কোন লোককে যে অনুযোগ করে, শেষে সে অনুগ্রহ পাইবে,
যে জিহ্বাতে চাটুবাদ করে, সে নয়।
24 যে পিতামাতার ধন চুরি করিয়া বলে,
এ ত অধর্ম নয়, সে ব্যক্তি বিনাশকের সখা।
25 যে বেশী আকাঙ্ক্ষা করে, সে বিবাদ উত্তেজিত করে,
কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে পুষ্ট হইবে।
26 যে নিজ হৃদয়কে বিশ্বাস করে, সে হীনবুদ্ধি;
কিন্তু যে প্রজ্ঞা-পথে চলে, সে রক্ষা পাইবে।
27 যে দরিদ্রকে দান করে, তাহার অভাব ঘটে না,
কিন্তু যে চক্ষু মুদে, সে অনেক অভিশাপ পাইবে।
28 দুষ্টদের উন্নতি হইলে লোকেরা লুকায়;
তাহারা বিনষ্ট হইলে ধার্মিকেরা বর্ধিষ্ণু হয়।

Tällä hetkellä valittuna:

হিতোপ ২৮: বিবিএস

Korostus

Jaa

Kopioi

None

Haluatko, että korostuksesi tallennetaan kaikille laitteillesi? Rekisteröidy tai kirjaudu sisään