হিতোপ ২

ঈশ্বরীয় প্রজ্ঞার উৎকৃষ্টতা
1 বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ কর,
যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় কর,
2 যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত কর,
যদি বুদ্ধিতে মনোনিবেশ কর;
3 হাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান কর,
যদি বুদ্ধির জন্য উচ্চৈঃস্বরে মিনতি কর;
4 যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ কর,
গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান কর;
5 তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে,
ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে।
6 কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন,
তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়।
7 তিনি সরলদের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন,
যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের ঢাল স্বরূপ।
8 তিনি ন্যায়বিচারের পথ সকল রক্ষা করেন,
তাঁহার সাধুদের পথ সংরক্ষণ করেন।
9 অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে,
ন্যায় ও সমস্ত উত্তম পথ অবগত হইবে।
10 কেননা প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করিবে,
জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাইবে,
11 পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে,
বুদ্ধি তোমাকে রক্ষা করিবে;
12 যেন তোমাকে উদ্ধার করে, দুষ্টের পথ হইতে,
সেই সকল লোক হইতে, যাহারা কুটিল বাক্য বলে,
13 যাহারা সরলতার পথ ত্যাগ করে,
অন্ধকার-পথে চলিবার নিমিত্ত;
14 যাহারা কুক্রিয়াসাধনে আনন্দিত হয়,
দুষ্টতার কুটিলতায় উল্লসিত হয়;
15 যাহারা বক্র পথের পথিক,
আপন আপন আচরণে বিপথগামী।
16 সে তোমাকে উদ্ধার করিবে পরকীয়া স্ত্রী হইতে,
সেই চাটুবাদিনী বিজাতীয়া হইতে,
17 যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে,
আপন ঈশ্বরের নিয়ম ভুলিয়া যায়;
18 কেননা উহার গৃহ মৃত্যুর দিকে অবনত,
উহার পথ প্রেতলোকের দিকে অবনত;
19 যাহারা উহার কাছে যায়, তাহারা আর ফিরে না,
তাহারা জীবনের পথ পায় না;
20 যেন তুমি সুশীলদের পথে চলিতে পার,
যেন ধার্মিকগণের পথ অবলম্বন কর;
21 কেননা সরলগণ দেশে বাস করিবে,
সিদ্ধ ব্যক্তিরা তথায় অবশিষ্ট থাকিবে।
22 কিন্তু দুষ্টগণ দেশ হইতে উচ্ছিন্ন হইবে,
বিশ্বাসঘাতকেরা তথা হইতে উৎপাটিত হইবে।

Tällä hetkellä valittuna:

হিতোপ ২: বিবিএস

Korostus

Jaa

Kopioi

None

Haluatko, että korostuksesi tallennetaan kaikille laitteillesi? Rekisteröidy tai kirjaudu sisään