যিহূদা ভূমিকা

ভূমিকা
প্রেরিত শিষ্য যিহূদার এই পত্রটি একদল ভণ্ড গুরুর সম্বন্ধে খ্রীষ্ট বিশ্বাসীদের সাবধান করিয়া দেওয়ার উদ্দেশ্যে লিখিত হইয়াছিল। এই ভণ্ড গুরুরা আপনাদের খ্রীষ্টবিশ্বাসী বলিয়া দাবী করিত। এই সংক্ষিপ্ত পত্রের বক্তব্য পিতরের দ্বিতীয় পত্রেরই অনুরূপ, যেখানে পাঠকদের উৎসাহ দিয়া পত্র লিখিত হইয়াছে “প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম, পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রানপন করিতে তোমাদিগকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক।”
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১-২
চরিত্র, শিক্ষা এবং ভণ্ড গুরুদের সংহার - ৩-১৬
খ্রীষ্টের প্রতি বিশ্বাসে অবিচল থাকিবার উপদেশ - ১৭-২৩
আশীর্বচন - ২৪-২৫

Korostus

Jaa

Kopioi

None

Haluatko, että korostuksesi tallennetaan kaikille laitteillesi? Rekisteröidy tai kirjaudu sisään