1
হিতোপ ২২:6
পবিত্র বাইবেল (কেরী ভার্সন)
বিবিএস
বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না।
Vertaa
Tutki হিতোপ ২২:6
2
হিতোপ ২২:4
নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার হইল ধন, সম্মান ও জীবন।
Tutki হিতোপ ২২:4
3
হিতোপ ২২:1
প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয়; রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভাল।
Tutki হিতোপ ২২:1
4
হিতোপ ২২:24
কোপন স্বভাব লোকের সহিত বন্ধুত্ব করিও না, ক্রোধীর সঙ্গে যাতায়াত করিও না
Tutki হিতোপ ২২:24
5
হিতোপ ২২:9
দয়াশীল ব্যক্তি আশীর্বাদযুক্ত হইবে; কারণ সে দীনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয়।
Tutki হিতোপ ২২:9
6
হিতোপ ২২:3
সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা অগ্রে গিয়া দণ্ড পায়।
Tutki হিতোপ ২২:3
7
হিতোপ ২২:7
ধনবান দরিদ্রগণের উপরে কর্তৃত্ব করে, আর ঋণী মহাজনের দাস হয়।
Tutki হিতোপ ২২:7
8
হিতোপ ২২:2
ধনবান ও দরিদ্র একত্র মিলে; সদাপ্রভু তাহাদের উভয়ের নির্মাতা।
Tutki হিতোপ ২২:2
9
হিতোপ ২২:22-23
দীনহীন বলিয়া দীনহীন লোকের দ্রব্য হরণ করিও না, দুঃখীকে পুরদ্বারে চূর্ণ করিও না। কেননা সদাপ্রভু তাহাদের পক্ষ সমর্থন করিবেন, আর যাহারা তাহাদের দ্রব্য হরণ করে, তাহাদের প্রাণ হরণ করিবেন।
Tutki হিতোপ ২২:22-23
Koti
Raamattu
Suunnitelmat
Videot