Logo de YouVersion
Icono de búsqueda

তীত ভূমিকা

ভূমিকা
তীত ছিলেন খ্রীষ্টধর্মে দীক্ষিত একজন অযিহূদী। পৌলের সুসমাচার প্রচারকার্যে তাঁহার একনিষ্ঠ সহকারী ও সহকর্মী। এই অল্পবয়স্ক যুবক ক্রীতী দ্বীপে সুসমাচার প্রচারের কার্যে পৌলকে সাহায্য করিয়াছিলেন, তাই তাঁহারই হাতে তিনি সেই স্থানের মণ্ডলীর সমস্ত দায়িত্ব তুলিয়া দেন। এই পত্রটি পৌল তীতকে উদ্দেশ্য করিয়া লিখিয়াছিলেন। পত্রে পৌলের মূল বক্তব্য তিনটি।
প্রথমতঃ, ক্রীতী দ্বীপের অসৎ অধিবাসীদের জীবনের পরিপ্রেক্ষিতে খ্রীষ্টীয় মণ্ডলীর নেতাদের চরিত্র কেমন হওয়া উচিত- এই কথা পত্রে তিনি তীতকে স্মরণ করাইয়া দিয়াছেন। ইহার পর মণ্ডলীর বিভিন্ন শ্রেণীর মানুষ, যথা বয়স্ক পুরুষ, বয়স্ক মহিলা (শিক্ষা লাভের পর যাহারা তরুণী যুবতীদের শিক্ষা দিবে), যুবক এবং ক্রীতদাসদের কিভাবে শিক্ষা দিতে হইবে, সেই বিষয়ে তিনি নির্দেশ ও পরামর্শ দিয়াছেন। সর্বশেষে, পৌল তীতকে খ্রীষ্টীয় আচরণ সম্বন্ধে উপদেশ দিয়াছেন। বিশেষতঃ মণ্ডলীতে দলাদলি, ঘৃণা ও তর্ক-বিতর্ক এড়াইয়া চলিতে বলিয়াছেন এবং সকলের সহিত বন্ধুত্বপূর্ণ ব্যবহারে শান্তি বজায় রাখিবার পরামর্শ দিয়াছেন।
বিষয়বস্তুর রূপরেখা:
ভূমিকা - ১:১-৪
মণ্ডলীর কার্য-নির্বাহকদের যোগ্যতার বিবরণ - ১:৫-১৬
মণ্ডলীতে বিভিন্ন দলের দায়িত্ব ও কর্তব্য - ২:১-১৫
পরামর্শ ও সাবধানবাণী - ৩:১-১১
উপসংহার - ৩:১২-১৫

Destacar

Compartir

Copiar

None

¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión