Logo de YouVersion
Icono de búsqueda

যাত্রাপুস্তক 26

26
সম্মিলন শিবির#26:0 রাজা শলোমন জেরুশালেমের বিখ্যাত মন্দির নির্মাণ করার পূর্ব পর্যন্ত ইসরায়েলীরা এই সম্মেলন শিবিরে তাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপাসনা করত।
1তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতোয় বোনা দশটি পর্দা দিয়ে একটি শিবির তৈরী করবে। এই পর্দাগুলিতে সূচীশিল্প দ্বারা স্বর্গদূতের মূর্তি#26:1 হিব্রু: করূব মূর্তি চিত্রিত থাকবে। 2প্রত্যেকটি পর্দা হবে আটাশ হাত লম্বা ও চার হাত চওড়া। পর্দাগুলি একই মাপের হওয়া চাই। 3পাঁচটি করে পর্দা একসঙ্গে জোড়া লাগিয়ে দুই প্রস্থ পর্দা তৈরী করবে। 4জোড়া দেওয়া প্রত্যেক প্রস্থ পর্দার দুই প্রান্তের পর্দাগুলির ধারে নীলসুতোর কাজ করা ছিদ্র রাখবে। 5প্রথম প্রস্থ পর্দার প্রথমটিতে পঞ্চাশটি ছিদ্র এবং দ্বিতীয় প্রস্থ পর্দার শেষেরটিতে ফাঁস থাকবে। ঐ ফাঁসগুলি পরস্পরের মুখোমুখি থাকবে। 6পঞ্চাশটি সোনার আঙটা তৈরী করে সেগুলি দিয়ে দুই প্রস্থ পর্দার প্রান্তের ফাঁসগুলি জুড়ে দেবে, তাহলে সম্পূর্ণ একটি শিবির তৈরী হয়ে যাবে।
7শিবিরের উপরে ছাউনির জন্য ছাগলের লোম দিয়ে এগারোটি পর্দা তৈরী করবে। 8প্রত্যেকটি পর্দা ত্রিশ হাত লম্বা ও চার হাত চওড়া হবে। এগারোটি পর্দা একই মাপের হওয়া চাই। 9এর পাঁচটি পর্দা পৃথকভাবে জুড়বে এবং বাকী ছয়টি পর্দাও পৃথক ভাবে জুড়বে। ষষ্ঠ পর্দাটি দুঁভাজ করে শিবিরের সামনের দিকে রাখবে। 10প্রথম প্রস্থ পর্দার শেষের পর্দাটির ধারে পঞ্চাশটি ফাঁস এবং দ্বিতীয় প্রস্থ পর্দার শেষেরটির ধারেও পঞ্চাশটি ফাঁস থাকবে। 11পঞ্চাশটি পিতলের আঙটা দিয়ে ঐ ছিদ্রগুলি পরস্পর জোড়া লাগাবে, তাহলে সম্পূর্ণ একটি ছাউনি তৈরী হবে। 12ছাউনির পর্দাগুলির বাড়তি অংশটুকু শিবিরের পিছন দিকে ঝুলে থাকবে। 13ছাউনির দুই পাশের পর্দাগুলি লম্বায় এক হাত করে বেশী থাকবে, সেগুলি শিবিরকে ঢেকে রাখার জন্য তার দুই পাশে ঝুলে থাকবে। 14তুমি শিবিরের চূড়া ঢাকার জন্য ভেড়ার পাকানো চামড়া ও শুশুকের চামড়া দিয়ে আচ্ছাদন তৈরী করবে। 15শিবিরের জন্য তুমি শিটিম কাঠের লম্বা তক্তা তৈরী করবে। 16প্রত্যেকটি তক্তা দশ হাত লম্বা ও দেড় হাত চওড়া হবে। 17প্রত্যেকটিতে দুটি করে পায়া লাগানো থাকবে। শিবিরের সব তক্তাই এইভাবে তৈরী করবে। 18সেগুলি তুমি এইভাবে সাজাবে: ডান দিকে দক্ষিণ মুখো করে কুড়িটি তক্তা ও 19কুড়িটি তক্তার নীচে লাগানোর জন্য তুমি চল্লিশটি রূপোর খাপ তৈরী করবে। প্রত্যেকটি তক্তার নীচে তার দুটি পায়ার জন্য দুটি করে খাপ থাকবে। 20তাঁবুর অন্য ধারে অর্থাৎ উত্তর দিকে কুড়িটি তক্তা 21এবং প্রত্যেকটির নীচে দুটি পায়ার জন্য চল্লিশটি রূপোর খাপ থাকবে। 22পশ্চিমে শিবিরের পিছন দিকের জন্য ছটি তক্তা তৈরী করবে। 23শিবিরের পিছনে দুই কোণের জন্য দুখানা তক্তা করবে। 24তক্তা দুটি তলায় ও মাথার দিকে একই রকমের হবে এবং একটি মাত্র আঙটা দিয়ে জোড়া থাকবে। একই ভাবে এই দুটি তক্তা তৈরী করবে এবং এগুলি হবে দুই কোণের জন্য। 25মোট আটখানা তক্তা এবং তাদের দুটি করে পায়ার জন্য ষোলটি রূপোর খাপ তৈরী করতে হবে।
26তুমি শিটিম কাঠের খিল তৈরী করবে। শিবিরের একদিকের কাঠামোর জন্য পাঁচটি খিল এবং 27অন্য দিকের কাঠামোর জন্য পাঁচটি খিল। পশ্চিম শিবিরের পিছন দিকের কাঠামোর জন্য পাঁচটি খিল। 28মাঝখানের খিলটি তক্তাগুলির মাঝ বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাবে। 29তক্তাগুলি তুমি সোনা দিয়ে মুড়বে। খিলগুলি লাগানোর জন্য সোনার আঙটা তৈরী করবে এবং খিলগুলিও সোনা দিয়ে মুড়বে। 30পাহাড়ের উপরে যে নকশা তোমাকে দেখানো হল সেই অনুযায়ী তুমি শিবিরটি স্থাপন করবে।
31তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতো দিয়ে একটি পর্দা তৈরী করবে। সেটির উপরে সূচীশিল্প দ্বারা স্বর্গ দূতের মূর্তি চিত্রিত করবে। 32সোনা দিয়ে মোড়া শিটিম কাঠের চারটি থামের উপর তুমি সেই পর্দাটি টাঙ্গিয়ে দেবে। থামগুলিতে সোনার আঙটা লাগানো থাকবে এবং রূপোর তৈরী খাপের উপর থামগুলি বসাতে হবে। 33আঙটাগুলির নীচে পর্দাটি ঝুলিয়ে দেবে এবং চুক্তি সিন্দুকটি এনে পর্দার আড়ালে রাখবে। এই পর্দাটি তখন তোমাদের কাছে পবিত্রস্থান ও মহাপবিত্রস্থানের ব্যবধান সূচীত করবে।#হিব্রু 6:19; 9:3-5 34মহাপবিত্রস্থানে চুক্তি সিন্দুকটির উপরে তার আবরণ স্থাপন করবে। 35পর্দার বাইরে শিবিরের উত্তর দিকে বেদীটি রাখবে, এবং বেদীর বিপরীতে শিবিরের দক্ষিণ দিকে দীপাধারটি স্থাপন করবে। 36শিবিরের প্রবেশ পথের জন্য তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতোয় বোনা নকশা কাটা একটা পর্দা তৈরী করবে। 37পর্দাটি টাঙ্গানোর জন্য শিটিম কাঠের পাঁচটি খুঁটি তৈরী করবে এবং সেগুলি সোনা দিয়ে মুড়বে। সেগুলির জন্য সোনার আঙটা এবং পাঁচটি পিতলের খাপ তৈরী করবে।

Destacar

Compartir

Copiar

None

¿Quieres tener guardados todos tus destacados en todos tus dispositivos? Regístrate o inicia sesión