তুমি ইসরায়েলীদের আদেশ দেবে যেন তারা সর্বক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য খাঁটি জলপাইয়ের তেল তোমার কাছে নিয়ে আসে। হারোণ এবং তার পুত্রেরা সম্মিলন শিবিরের মধ্যে চুক্তি সিন্দুকের সম্মুখে যে পর্দা থাকবে তার বাইরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রদীপ জ্বালিয়ে রাখবে। ইসরায়েলীরা বংশপরম্পরায় চিরকাল এই বিধি পালন করবে।