1
যাত্রাপুস্তক 14:14
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
প্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন, শান্ত হও তোমরা।
Comparar
Explorar যাত্রাপুস্তক 14:14
2
যাত্রাপুস্তক 14:13
মোশি তাদের বললেন, তোমরা ভয় পেয়ো না, সাহস কর, দেখ, প্রভু পরমেশ্বর আজ কি করে তোমাদের উদ্ধার করেন। মিশরীদের তোমরা আজ দেখছ বটে, কিন্তু ভবিষ্যতে আর কোনদিন তাদের দেখতে পাবে না।
Explorar যাত্রাপুস্তক 14:13
3
যাত্রাপুস্তক 14:16
আর তুমি তোমার হাতের লাঠিটা সমুদ্রের দিকে বাড়িয়ে দাও, তাহলে সমুদ্র দুভাগ হয়ে যাবে। তখন ইসরায়েলীরা শুকনো পথেই সমুদ্রের মাঝখান দিয়ে পার হয়ে যেতে পারবে।
Explorar যাত্রাপুস্তক 14:16
4
যাত্রাপুস্তক 14:31
মিশরীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের প্রচণ্ড পরাক্রমের এই মহান কীর্তি দেখে ইসরায়েলীদের মন তাঁর প্রতি সম্ভ্রমে ভরে গেল। তারা প্রভু পরমেশ্বর ও তাঁর সেবক মোশির উপর আস্থা স্থাপন করল।
Explorar যাত্রাপুস্তক 14:31
Inicio
Biblia
Planes
Vídeos