লূক 3:4-6

লূক 3:4-6 বিবিএস-গসপেল

যেমন যিশাইয় ভাববাদীর বাক্য-গ্রন্থে লিখিত আছে, “প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁহার রাজপথ সকল সরল কর। প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ হইবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত নিম্ন করা যাইবে, যাহা যাহা বক্র, সেই সকল সরল করা যাইবে, যাহা যাহা অসমান, সেই সকল সমান করা যাইবে, এবং সমস্ত মর্ত্য ঈশ্বরের পরিত্রাণ দেখিবে।”

Kostenlose Lesepläne und Andachten zum Thema লূক 3:4-6