গণনা পুস্তক ২৯
২৯
1 আর সপ্তম মাসে, মাসের প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না; সেই দিন তোমাদের তূরীধ্বনির দিন হইবে। 2 তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে নির্দোষ একটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস, 3 এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, মেষের জন্য দুই দশমাংশ, 4 ও সাতটি মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্য এক এক দশমাংশ তৈল মিশ্রিত সুজি; 5 এবং তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত নিবেদন করিবে। 6 অমাবস্যার হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য, এবং নিত্য হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য, এবং বিধিমতে উভয়ের পেয় নৈবেদ্য ভিন্ন তোমরা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া এই সমস্ত উৎসর্গ করিবে।
7 আর সেই সপ্তম মাসের দশম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; আর তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, এবং কোন কার্য করিবে না। 8 কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমবলিরূপে তোমরা একটি পুংগোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস উৎসর্গ করিবে। তোমাদের জন্য এই সকল নির্দোষ হওয়া চাই; 9 এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, সেই মেষের জন্য দুই দশমাংশ, 10 ও সাতটি মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্য এক এক দশমাংশ তৈলমিশ্রিত সুজি; 11 এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। পাপার্থক প্রায়শ্চিত্তবলি, নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
12 আর সপ্তম মাসের পঞ্চদশ দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না, এবং সাত দিন সদাপ্রভুর উদ্দেশে উৎসব পালন করিবে। 13 আর সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে তেরটি পুংগোবৎস, দুইটি মেষ, ও এক বর্ষীয় চৌদ্দটি মেষবৎস উৎসর্গ করিবে; এই সকল নির্দোষ হওয়া চাই; 14 এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া তেরটি পুংগোবৎসের মধ্যে প্রত্যেক বৎসের জন্য তিন তিন দশমাংশ, দুইটি মেষের মধ্যে এক একটি মেষের জন্য দুই দুই দশমাংশ, 15 এবং চৌদ্দটি মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্য এক এক দশমাংশ তৈল মিশ্রিত সুজি, 16 এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
17 আর দ্বিতীয় দিবসে তোমরা নির্দোষ বারোটি পুংগোবৎস, দুইটি মেষ ও এক বর্ষীয় চৌদ্দটি মেষবৎস, 18 এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যা অনুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 19 এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
20 আর তৃতীয় দিবসে তোমরা নির্দোষ এগারটি গোবৎস, দুইটি মেষ ও এক বর্ষীয় চৌদ্দটি মেষবৎস, 21 এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 22 এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
23 আর চতুর্থ দিবসে তোমরা নির্দোষ দশটি গোবৎস, দুইটি মেষ ও একবর্ষীয় চৌদ্দটি মেষবৎসের, 24 এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যা অনুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 25 এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
26 আর পঞ্চম দিবসে তোমরা নির্দোষ নয়টি গোবৎস, দুইটি মেষ ও এক বর্ষীয় চৌদ্দটি মেষবৎস, 27 এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যা অনুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 28 এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
29 আর ষষ্ঠ দিবসে তোমরা নির্দোষ আটটি গোবৎস, দুইটি মেষ ও একবর্ষীয় চৌদ্দটি মেষবৎসের, 30 এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যা অনুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 31 এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
32 আর সপ্তম দিবসে তোমরা নির্দোষ সাতটি গোবৎস, দুইটি মেষ ও একবর্ষীয় চৌদ্দটি মেষবৎসের, 33 এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 34 এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
35 আর অষ্টম দিবসে তোমাদের উৎসব হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না। 36 কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে নির্দোষ একটি গোবৎস, একটি মেষ ও একবর্ষীয় সাতটি মেষবৎস, 37 এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্য তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, 38 এবং পাপার্থক বলিরূপে একটি ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন।
39 এই সমস্ত তোমরা আপনাদের নিরূপিত পর্বসমূহে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে। তোমাদের হোম, ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং মঙ্গলার্থক বলিদানযুক্ত যে মানত ও স্বইচ্ছায় দত্ত উপহার, তাহা হইতে ইহা ভিন্ন। 40 মোশি সদাপ্রভু হইতে প্রাপ্ত আজ্ঞা অনুসারে ইস্রায়েল-সন্তানগণকে সকল কথা কহিলেন।
Zur Zeit ausgewählt:
গণনা পুস্তক ২৯: বিবিএস
Markierung
Teilen
Kopieren

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.
Copyright © 2023 Bangladesh Bible Society. All rights reserved.