মথি 22:19-21

মথি 22:19-21 BENGALCL-BSI

যে মুদ্রায় তোমরা কর দাও তার একটি আমাকে দেখাও। তারা একটি দীনার এনে তাঁর হাতে দিল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, এর উপরে যে ছবি ও নাম রয়েছে সেটি কার? তারা বলল, রোমসম্রাট সীজারের। যীশু তখন তাদের বললেন, তাহলে সীজারের যা প্রাপ্য তা সীজারকে দাও, আর ঈশ্বরের যা প্রাপ্য তা ঈশ্বরকে দাও।

Kostenlose Lesepläne und Andachten zum Thema মথি 22:19-21