বিচারপতি ও জননায়কদের বিবরণ 19

19
বিন্যামীন গোষ্ঠীর ভ্রষ্টাচার
1সেই আমলে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। তখন ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের সীমান্তে একজন লেবীয় বাস করত। যিহূদীয়ার অন্তর্গত বেথলেহেমের এক রমণীকে সে উপপত্নীরূপে গ্রহণ করেছিল। 2কিছুদিন পরে সেই উপপত্নী রাগ করে তাকে ছেড়ে যিহুদীয়ার বেথলেহেমে তার বাপের বাড়িতে চলে গেল এবং চার মাস সেখানে রইল। 3পরে তার স্বামী তার মানভঞ্জন করে তাকে ফিরিয়ে আনতে গেল, সঙ্গে নিল তার দাস আর দুটি গাধা। মেয়েটি তার স্বামীকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তার বাবা তাকে অভ্যর্থনা জানাল। 4শ্বশুরের অনুরোধে সে তিন দিন সেখানে থাকল এবং সকলে মিলে খুব খাওয়াদাওয়া করল। 5চতুর্থ দিন ভোরে উঠে তারা যাওয়ার জন্য তৈরী হল। কিন্তু মেয়েটির বাবা জামাইকে বলল, খেয়ে দেয়ে ধীরে-সুস্থে যেও। 6তারা দুজনে একসঙ্গে বসে খাওয়াদাওয়া করল। পরে মেয়েটির বাবা তাকে বলল, আজকের রাতটা এখানেই থেকে যাও, আমোদ আহ্লাদ কর। 7কিন্তু সেই লোকটি যাওয়ার জন্য তৈরী হল। তখন তার শ্বশুর আবার সাধাসাধি করায় সেই রাতেও সে সেখানে থেকে গেল। 8পঞ্চম দিন ভোরে সে যাওয়ার উদ্যোগ করলে মেয়েটির বাবা তাকে বলল, আগে কিছু খেয়ে নাও। তারপর যেও। তখন শ্বশুর ও জামাই একসাথে খেতে বসে গেল! দেখতে দেখতে বিকেল হয়ে গেল। 9তখন সেই লোকটি তার উপপত্নী ও চাকরকে নিয়ে যাওয়ার জন্য তৈরী হলে তার শ্বশুর তাকে বলল, দেখ, বেলা তো প্রায় পড়ে গেল। রাতটা এখানেই কাটিয়ে দাও, আমোদআহ্লাদ কর। কাল ভোরে উঠে বাড়ি যেও। 10-11কিন্তু সেই লোকটি আর রাত্রে সেখানে থাকতে রাজী হল না। সে তার গাধা দুটোকে জিন পরিয়ে উপপত্নী এবং দাসকে নিয়ে রওনা হয়ে গেল। তারা যিবুষ অর্থাৎ জেরুশালেমের কাছাকাছি এলে বেলা শেষ হয়ে গেল। তখন সেই দাস তার মনিবকে বলল, চলুন আমরা যিবুষীদের এই নগরে গিয়ে রাতটা কাটাই। 12তার মনিব বলল, না, এরা ইসরায়েলী নয়, এই বিজাতীয়দের নগরে আমরা ঢুকব না, বরং চল আমরা গিবিয়াতে যাই। 13তার মনিব তাকে বলল, চল আমরা আরও খানিকটা এগিয়ে গিয়ে গিবিয়া কিম্বা রামায় রাত কাটাব। 14তারা এগিয়ে চলল এবং সূর্যাস্তের পর বিন্যামীন গোষ্ঠীর এলাকায় গিবিয়ার কাছে গিয়ে উপস্থিত হল। 15রাত কাটাবার জন্য তারা গিবিয়ায় গেল। সেখানে কোন বাড়িতে জায়গা না পাওয়ায় তারা নগরের চকে গিয়ে বসল।
16এক বৃদ্ধ তখন ক্ষেতের কাজকর্ম সেরে সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। তিনি ছিলেন ইফ্রয়িম প্রদেশের পাহাড়ী অঞ্চলের লোক। কিন্তু গিবিয়াতে তিনি থাকতেন। (নগরের অধিবাসীরা ছিল বিন্যামীন গোষ্ঠীর লোক।) 17সেই বৃদ্ধ লোকটি নগরের চকে ঐ পথিকদের দেখে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে আসছ? কোথায় যাবে? 18-19সেই লেবীয় তাঁকে বলল, আমরা যিহুদীয়ার বেথলেহেম থেকে আসছি, ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলের সীমান্তে যাব। আমি সেখানকার লোক। আমি যিহুদীয়ার বেথলেহেমে গিয়েছিলাম, এখন বাড়ি#19:18-19 হিব্রু : পরমেশ্বরের গৃহ ফিরে যাচ্ছি। আমাদের এই গাধাগুলোর জন্য খড় ও কলাই আছে, আর আমাদের নিজেদের জন্য রুটি ও দ্রাক্ষারসও আছে। আমাদের সব কিছুই আছে। তা সত্ত্বেও এখানকার কেউ আমাদের আশ্রয় দেয়নি। 20বৃদ্ধ তখন বললেন, ভয় নেই। আমি আছি, আমিই সব দেব। তামাদের রাস্তায় থাকার দরকার নেই। 21বৃদ্ধ তাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তাদের গাধাগুলোকে খড় দিলেন। তারাও হাত-পা ধুয়ে খাওয়াদাওয়া করল। 22তারা যখন খাওয়াদাওয়া সেরে বিশ্রাম করছিল তখন সেই নগরের কতকগুলি গুণ্ডা প্রকৃতির লোক সেই বাড়িতে চড়াও হয়ে দরজায় ধাক্কা দিতে লাগল। বাড়ির কর্তা সেই বৃদ্ধকে ডেকে বলল, তোমার বাড়িতে যে লাকটি এসেছে তাকে বার করে আন, আমরা তার দেহ ভাগ করব।#আদি 19:5-8 23গৃহকর্তা সেই বৃদ্ধ তখন বাইরে গিয়ে তাদের অনুরোধ করে বললেন, না, ভাইসব, এমন দুষ্কর্ম তোমরা করো না। ঐ লোকটি আমার অতিথি, এমন গর্হিত আচরণ তোমরা করো না। 24আমার একটি কুমারী মেয়ে আছে, আর এই লোকটির উপপত্নীও রয়েছে, তাদের আমি এনে দিচ্ছি। তাদের নিয়ে তোমরা যা খুশি তা-ই কর, কিন্তু এই ব্যক্তির প্রতি তোমরা এমন গর্হিত আচরণ করো না। 25কিন্তু তারা তাঁর কথা শুনল না। অগত্যা সেই লেবীয় তার উপপত্নীকে ঘর থেকে বার করে তাদের হাতে ছেড়ে দিল। গুণ্ডারা তাকে সারা রাত ধরে ভোগ করল। ভোর হয়ে এলে তাকে ছেড়ে দিল। 26তখন স্ত্রীলোকটি কোনমতে সেই বৃদ্ধের বাড়ির দরজার কাছে এসে পড়ে গেল। 27ভোরের আলো ফুটলে তার স্বামী যাবার জন্য তৈরী হয়ে দরজা খুলতেই দেখতে পেল, তার উপপত্নী দরজার কাছে পড়ে আছে। দরজার কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টায় বাড়ানো তার হাতখানি চৌকাঠ ছুঁয়ে রয়েছে। 28সে তাকে নাড়া দিয়ে বলল, ওঠ, আমরা চলে যাই। কিন্তু তার কোন সাড়া পেল না। লোকটি তখন তাকে গাধার পিঠে তুলে নিয়ে রওনা হল। 29বাড়িতে ফিরে গিয়ে ছুরি দিয়ে সে তার উপপত্নীর দেহ বারোটি খণ্ড করে ইসরায়েলীদের বারো গোষ্ঠীর কাছে পাঠিয়ে দিল।#১ শমু 11:7 30তাই দেখে সকলেই বলল ইসরায়েলীরা মিশর থেকে বেরিয়ে আসার পর আজ পর্যন্ত এমন কাণ্ড কখনও হয়নি বা কেউ হতে দেখেনি। সুতরাং এর কি বিহিত করা যায়, সকলে ভেবে স্থির কর।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.