বিচারপতি ও জননায়কদের বিবরণ 1

1
যিহুদা ও শিমিয়োনের কনান বিজয়
1যিহোশূয়ের মৃত্যুর পরে ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল যে তাদের মধ্যে কোন গোষ্ঠী কনানীদের প্রথমে আক্রমণ করবে: 2পরমেশ্বরের নির্দেশ এল: যিহূদা গোষ্ঠী, আমি তাদেরই এ দেশের অধিকার দিচ্ছি। 3যিহূদা গোষ্ঠীর লোকেরা তখন তাদের জ্ঞাতি শিমিয়োন গোষ্ঠীর লোকদের বলল, যে অঞ্চল আমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এস, আমরা সেখানে একসাথে গিয়ে কনানীদের আক্রমণ করি। তারপর আমরাও তোমাদের সাথে তোমাদের জন্য নির্দিষ্ট এলাকায় যাব। 4তখন শিমিয়োন ও যিহূদা গোষ্ঠী একসাথে যুদ্ধ যাত্রা করল। পরমেশ্বর কনানী ও পরিষী জাতির লোকদের তাদের হাতে সমর্পণ করলেন। তারা বেষেকে শত্রু পক্ষের দশ হাজার লোককে হত্যা করল। 5বেষেকের রাজা আদোনী-বেষেকের সন্ধান পেয়ে তাঁকে আক্রমণ করল এবং কনানী ও পরিষীদের পরাস্ত করল। 6আদোনী-বেষেক পালিয়ে গেলেন, কিন্তু তারা তাঁর পিছনে তাড়া করে গিয়ে তাঁকে বন্দী করল এবং তাঁর হাত ও পায়ের বুড়ো আঙুল কেটে দিল। 7আদোনী-বেষেক তখন বললেন, হাত ও পায়ের বুড়ো আঙুল কাটা সত্তর জন রাজা আমার খাবার টেবিলেন নীচে থেকে খাবার কুড়িয়ে খেতেন। আমি তাঁদের যে দশা করেছিলাম ঈশ্বর আমারও সেই দশা করলেন। তারা তাঁকে জেরুশালেমে নিয়ে এল, তিনি সেখানেই মারা গেলেন।
জেরুশালেম ও হিব্রোণ বিজয়
8যিহূদা গোষ্ঠীর লোকেরা জেরুশালেম আক্রমণ করে দখল করল, সেখানকার অধিবাসীদের হত্যা করল এবং নগরটি আগুনে পুড়িয়ে দিল। 9এর পরে তাঁরা দক্ষিণের মরু অঞ্চল, পার্বত্য প্রদেশ ও পাহাড়তলী এলাকার কনানীদের বিরুদ্ধে অভিযান করল। 10তারা হিব্রোণ নিবাসী কনানীদেরও আক্রমণ করল এবং শেশয়, অহিমোন ও তল্‌ময় গোষ্ঠীর লোকদের পরাস্ত করল। (আগে হিব্রোণের নাম ছিল কিরিয়াত-আর্বা)।
দবীর অভিযান
(যিহো 15:13-19)
11সেখান থেকে তারা দবীর নগরের অধিবাসীদের বিরুদ্ধে যাত্রা করল। (আগে দবীরের নাম ছিল কিরিয়াত-সেফের)। 12কালেব ঘোষণা করলেনঃ যে ব্যক্তি কিরিয়াত-সেফের দখল করতে পারবে তার সঙ্গে আমি আমার মেয়ে অক্‌ষার বিয়ে দেব। 13কালেবের ছোট ভাই কেনাসের ছেলে অথ্‌নিয়েল সেই নগরটি দখল করল। কালেব তার সঙ্গে তাঁর মেয়ে অক্‌ষার বিয়ে দিলেন। 14অক্‌ষা অথ্‌নিয়েলের কাছে এলে#1:14 কোন কোন পাণ্ডুলিপি: অকষা অথনিয়েলকে... মন্ত্রণা দিল। সে তার বাবার কাছ থেকে একখণ্ড জমি আদায় করার মন্ত্রণা দিল। তাই, অক্‌ষা গাধার পিঠ থেকে নেমে এল। কালেব তাকে জিজ্ঞাসা করলেন, তার আর কি চাই? 15অক্‌ষা বলল, আমি আপনার কাছে একটা যৌতুক চাই। নেগেবের শুষ্ক অঞ্চল আপনি আমাকে দন করেছেন, সেই সঙ্গে জলের কুয়োগুলোও আমাকে দিন। কালেব তখন তাকে পার্বত্য ও সমতল অঞ্চলের কুয়োগুলি দিয়ে দিলেন।
যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর জয়লাভ
16মোশির শ্বশুর ছিলেন কেনী উপজাতির লোক। তাঁর বংশধরেরা যিহুদা গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়ে খর্জুরপুর থেকে যিহুদীয়ার অন্তর্গত অরাদের দক্ষিণে মরু এলাকায় চলে গেল এবং সেখানকার লোকদের সঙ্গে বাস করতে লাগল। 17যিহুদা গোষ্ঠীর লোকেরা তাদের জ্ঞাতি শিমিয়োন গোষ্ঠীর সঙ্গে মিলে সফাৎ-এর অধিবাসী কনানীদের পরাজিত করে তাদের নগরটি নিঃশেষে ধ্বংস করল। নগরটি হর্মা#1:17 হর্মা - অর্থ ধ্বংস নামে পরিচিত হল। 18-19যিহূদা গোষ্ঠী গাজা, আস্‌কেলন অথবা এক্রোণ এবং এই নগরগুলির আশেপাশের সমস্ত এলাকা অধিকার করতে পারেনি। কিন্তু পরমেশ্বর যিহুদা গোষ্ঠীর সহায় ছিলেন বলে তারা পার্বত্য অঞ্চল নিজেদের দখলে আনতে পেরেছিল কিন্তু সমতলের অধিবাসীদের উৎখাত করতে পারল না কারণ তাদের লোহার রথ ছিল। 20মোশির নির্দেশ অনুযায়ী হিব্রোণ অঞ্চল কালেবকে দেওয়া হল। তিনি সেখান থেকে অনাকের তিন পুত্রকে বিতাড়িত করলেন। 21বিন্যামীন গোষ্ঠীর লোকেরা কিন্তু জেরুশালেম থেকে ।যিবুষীদের উচ্ছেদ করল না। সেই জন্যই যিবুষীরা বিন্যামীন গোষ্ঠীর লোকদের সঙ্গে আজও জেরুশালেমে বাস করছে।#যিহো 15:63; ২ শমু 5:6; ১ বংশা 11:4
ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর বেথেল বিজয়
22-23যোষেফের বংশধর ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর লোকেরাও বেথেলের বিরুদ্ধে অভিযান করল। প্রভু পরমেশ্বর তাদের সহায় ছিলেন। তারা বেথেলে গুপ্তচর পাঠাল। (আগে এই নগরটির নাম ছিল লুৎস)। 24গুপ্তচরেরা সেই নগর থেকে একটি লোককে বেরিয়ে আসতে দেখে তাকে বলল, এই নগরে প্রবেশ করার পথ যদি দেখিয়ে দাও তাহলে আমরা তোমার কোন ক্ষতি করব না। 25সে তাদের নগরের প্রবেশপথ দেখিয়ে দিল। তারা তখন নগর আক্রমণ করে সকলকে হত্যা করল। কেবলমাত্র সেই লোকটি ও তার পরিবারের লোকজনকে রেহাই দিল। 26সে তখন হিত্তীয়দের দেশে গিয়ে একটি নগর পত্তন করল এবং তার নাম রাখল লুৎস। নগরটি এখনও এই নামেই পরিচিত।
কনানীদের মধ্যে যারা দেশে থাকতে পেল
27মনঃশি গোষ্ঠীর লোকেরা বেথ-শান ও তার পার্শ্ববর্তী এলাকা এবং তানক, দোর, যিব্লিয়াম, মেগিদ্দো ও এই নগরগুলির আশেপাশের এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের উৎখাত করল না। কনানীরা সেই সব অঞ্চলে তাদের দখল বজায় রাখল।#যিহো 17:11-13 28ইসরায়েলীরা ক্রমে যখন আরও শক্তিশালী হয়ে উঠল তখন এদের দাস করে নিল, তবে নিঃশেষে তাদের উচ্ছেদ করল না। 29ইফ্রয়িম গোষ্ঠীও গেষের নিবাসী কনানীদের দেশছাড়া করল না। কনানীরা তাদের সঙ্গেই বাস করতে লাগল।#যিহো 16:10
30সবুলুন গোষ্ঠীও কিট্‌রোন ও নাহলোলের অধিবাসী কনানীদের উচ্ছেদ করল না। তারা তাদের সঙ্গেই বাস করতে লাগল এবং দাস্যবৃত্তিতে নিযুক্ত হল। 31আশের গোষ্ঠীও আক্কো, সীদোন, অহলাব, আকষিব, হেল্‌বা অফিক ও রহোবের অধিবাসীদের বিতাড়িত করল না। 32তারা স্থানীয় অধিবাসী কনানীদের মাঝেই বসবাস করতে লাগল। 33নপ্তালি গোষ্ঠীর লোকেরাও বেথ-শেমেশ ও বেথ-আনাথের অধিবাসীদের উৎখাত করল না। তারা কনানীদের সঙ্গেই বাস করতে লাগল, তবে বেথ-শেমেশ ও বেথ-আনাথের অধিবাসীদের দাস করে রাখল।
34ইমোরী জাতির লোকেরা দান গোষ্ঠীর লোকদের পার্বত্য অঞ্চলে সরে যেতে বাধ্য করল, সমতলের দিকে আর এগোতে দিল না। 35ইমোরীরা হেরেস পর্বতে অয়লোন ও শালবীমে বাস করতে লাগল। কালক্রমে ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর লোকেরা শক্তিশালী হয়ে উঠে ইমোরীদের দাসে পরিণত করল। 36অক্রাব্বিমের চড়াই থেকে শুরু করে পাহাড়ী এলাকার উপরের দিকে সেলা পযর্ন্ত ইমোরীদের দখলে ছিল।

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.

YouVersion verwendet Cookies, um deine Erfahrung zu personalisieren. Durch die Nutzung unserer Webseite akzeptierst du unsere Verwendung von Cookies, wie in unserer Datenschutzrichtlinie beschrieben