যাত্রাপুস্তক 22

22
ক্ষতিপূরণ সংক্রান্ত বিধি
1যদি কোন লোক কারও গরু বা ভেড়া চুরি করে মেরে খায় কিম্বা বিক্রি করে তাহলে তাকে একটি গরুর বদলে পাঁচটি গরু এবং একটি ভেড়ার বদলে চারটি ভেড়া ক্ষতিপূরণ দিতে হবে। 2-4তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। যদি সে নিঃস্ব হয় তাহলে তাকেই বিক্রি করে ক্ষতিপূরণের টাকা আদায় করতে হবে। যদি চোরাই পশু — গরু, গাধা কিংবা ভেড়া তার কাছে জীবিত অবস্থায় পাওয়া যায়, তাহলে তাকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। সিঁধ কাটার সময় যদি কোন চোর ধরা পড়ে এবং আহত হয়ে মারা যায়, তাহলে সেই খুনের জন্য কেউ দায়ী হবে না। কিন্তু সূর্যোদয়ের পর এই ঘটনা ঘটলে আঘাতকারী খুনের দায়ে পড়বে।
5কোন লোক যদি শস্যক্ষেত্র বা দ্রাক্ষাক্ষেত্রে পশু চরায় এবং সেই পশু ছাড়া পেয়ে অন্যের শস্য ক্ষেত্র বা দ্রাক্ষাক্ষেত্রের ফসল নষ্ট করে তাহলে তাকে নিজের শস্যক্ষেত্র বা দ্রাক্ষাক্ষেত্রের ভাল ফসল থেকে ক্ষতিপূরণ দিতে হবে#22:5 পাঠান্তর: কোন লোক যদি শস্যক্ষেত্র বা দ্রাক্ষাক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়ে অন্যের ক্ষেত বা বাগানের ফসল পুড়িয়ে দেয়, তাহলে তাকে নিজের ক্ষেত বা বাগানের ভাল ফসল থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
6কাঁটাঝোপের আগুন যদি ছড়িয়ে পড়ে স্তূপীকৃত শস্য, ক্ষেতের ফসল বা রোয়া ক্ষেত নষ্ট করে দেয়, তাহলে যে সেই আগুন লাগাবে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে।
7কেউ যদি তার প্রতিবেশীর কাছে টাকাপয়সা বা জিনিসপত্র গচ্ছিত রাখে আর সেই লোকের ঘর থেকে তা চুরি হয়ে যায় এবং চোর যদি ধরা পড়ে, তাহলে তাকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। 8চোর যদি ধরা না পড়ে তাহলে গৃহকর্তা নিজেই তার প্রতিবেশীর সম্পত্তি আত্মসাৎ করেছে কি না তা জানার জন্য তাকে ঈশ্বরের উপাসনার স্থানে নিয়ে যেতে হবে।
9গরু, গাধা, ভেড়া জামাকাপড় কিংবা হারানো জিনিসের মালিকানা সংক্রান্ত বিধি লঙ্ঘনের সমস্ত অভিযোগে ঈশ্বরের উপাসনার স্থানে উভয় পক্ষকেই উপস্থিত করতে হবে। ঈশ্বর যাকে দায়ী বলে নির্দেশ করবেন, সে অপর পক্ষকে দ্বিগুণ ক্ষতিপূরণ দেবে।
10কোন ব্যক্তি যদি তার গাধা, গরু, ভেড়া কিম্বা অন্য কোন পশু তার প্রতিবেশীর জিম্মায় রাখে এবং সেই পশুটি যদি মরে যায়, পঙ্গু হয় বা লুঠ হয়ে যায় আর তার কোন সাক্ষী না থাকে 11তাহলে সেই ব্যক্তিকে প্রভু পরমেশ্বরের দিব্য দিয়ে বলতে হবে যে সে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাৎ করে নি। পশুর মালিককে সে কথা মেনে নিতে হবে এবং এক্ষেত্রে কোন ক্ষতিপূরণ দিতে হবে না। 12কিন্তু পশুটি যদি তার কাছ থেকে চুরি হয়ে যায়, তাহলে সে পশুর মালিককে ক্ষতিপূরণ দেবে। 13যদি বন্য জন্তুর আক্রমণে পশুটি নিহত হয়, তবে সে তার প্রমাণ স্বরূপ পশুটির দেহের কোন অংশ উপস্থিত করবে। তখন বন্যজন্তুর আক্রমণে নিহত পশুটির জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে না।
14কেউ যদি তার প্রতিবেশীর কাছ থেকে কোন পশু ধার নেয় এবং মালিকের অসাক্ষাতে যদি সেটি পঙ্গু হয়ে যায় বা মারা যায়, তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। 15কিন্তু মালিকের সাক্ষাতে এই ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দিতে হবে না। পশুটি যদি ভাড়া করা হয়, তবে ভাড়ার টাকায় ক্ষতিপূরণ হবে।
নৈতিক ও ধর্মীয় বিধিসমূহ
16বিবাহের সম্বন্ধ স্থির হয় নি এমন কোন কুমারীকে ভুলিয়ে কেউ যদি তার সম্ভ্রম নষ্ট করে, তাহলে তাকে নির্দিষ্ট কন্যাপণ দিয়ে অবশ্যই সেই কুমারীকে বিবাহ করতে হবে।#দ্বি.বি. 22:28-29 17যদি মেয়েটির বাবা সেই লোকের সঙ্গে মেয়ের বিবাহ দিতে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কন্যাপণের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণস্বরূপ দেবে।
18ডাইনীকে তোমরা জীবিত রাখবে না।#দ্বি.বি. 18:10-11
19পশুর সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক স্থাপনকারী ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে।#লেবীয় 18:23; 20:15-16; দ্বি.বি. 27:21
20একমাত্র প্রভু পরমেশ্বর ছাড়া অন্য কোন দবতার উদ্দেশে যে বলিদান করবে তাকে সমূলে ধ্বংস করতে হবে।#দ্বি.বি. 17:2-7
21বিদেশীদের প্রতি তোমরা অন্যায় আচরণ করবে না, তাদের উৎপীড়ন করবে না, কারণ তোমরা নিজেরাও একদিন মিশরে বিদেশী ছিলে।#যাত্রা 23:9; লেবীয় 19:33-34; দ্বি.বি. 24:17-18; 27:19
22বিধবা ও পিতৃহীন শিশুদের প্রতি দুর্ব্যবহার করবে না।
23তাদের প্রতি যদি তোমরা দুর্ব্যবহার কর, আর তারা যদি আমার কাছে আর্ত আবেদন জানায়, তাহলে তাদের আর্তরবে আমি নিশ্চয়ই সাড়া দেব। 24আমার ক্রোধ তখন প্রজ্বলিত হবে আর আমি যুদ্ধবিগ্রহ দ্বারা তোমাদের ধ্বংস করব। তোমাদের পত্নীরা বিধবা হবে আর সন্তানেরা হবে পিতৃহীন।
25তোমাদের স্বজাতীয়, আমার কোন গরীব প্রজাকে যদি তোমরা কেউ টাকা ধার দাও, তবে তার সঙ্গে সুদখোর মহাজনের মত ব্যবহার করবে না। তার কাছ থেকে কোন সুদ আদায় কোরো না।#লেবীয় 25:35-38; দ্বি.বি. 15:7-11; 23:19-20 26যদি তোমরা কেউ প্রতিবেশীর জামাকাপড় বন্ধক রাখ, তাহলে সূর্যাস্তের আগেই তা ফেরত দেবে।#দ্বি.বি. 24:10-13
27কারণ সেইটিই তার পরণের একমাত্র জামা, সেটি না হলে সে কী করে শোবে? সে যদি আমার কাছে কাতর আবেদন জানায়, আমি শুনব কারণ আমি করুণাময়। 28তোমরা ঈশ্বরকে ধিক্কার দেবে না বা স্বজাতির নেতৃস্থানীয় কোন ব্যক্তিকে অভিশাপ দেবে না।#প্রেরিত 23:5 29তোমাদের ফসল ও দ্রাক্ষারস আমার উদ্দেশে নিবেদন করতে অন্যথা করবে না। তোমাদের জ্যেষ্ঠ পুত্রকে আমার উদ্দেশে উৎসর্গ করবে।
30তোমাদের গরু ও ভেড়া সম্পর্কে এই রীতি পালন করবে। প্রথম জাত সন্তান সাতদিন মায়ের কাছে থাকবে, অষ্টম দিনে তাকে আমার উদ্দেশে নিবেদন করবে।
31তোমরা আমার উদ্দেশে পবিত্র মানব গাষ্ঠী। প্রান্তরে বন্যজন্তুর দ্বারা নিহত কোন পশুর মাংস তোমরা খাবে না। সেই মাংস কুকুরকে খেতে দেবে।#লেবীয় 17:15

Markierung

Teilen

Kopieren

None

Möchtest du deine gespeicherten Markierungen auf allen deinen Geräten sehen? Erstelle ein kostenloses Konto oder melde dich an.

YouVersion verwendet Cookies, um deine Erfahrung zu personalisieren. Durch die Nutzung unserer Webseite akzeptierst du unsere Verwendung von Cookies, wie in unserer Datenschutzrichtlinie beschrieben