1
রূথের কাহিনী 1:16
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কিন্তু রূথ বলল, এমন কথা বলবেন, না। আমি কিছুতেই আপনাকে ছেড়ে যাব না। আমি আপনার সঙ্গেই থাকব, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, যেখানে আপনি থাকবেন আমিও সেখানে থাকব। আপনার আত্মীয় স্বজনই আমার আত্মীয়স্বজন, আপনার ঈশ্বরই আমার ঈশ্বর।
Vergleichen
Studiere রূথের কাহিনী 1:16
2
রূথের কাহিনী 1:17
যেখানে আপনি মারা যাবেন আমিও সেখানে মরতে চাই, আর সেখানেই যেন আমার সমাধি হয়। মৃত্যু ছাড়া আর কিছুই আমাকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। যদি অন্য কিছু করি তাহলে ঈশ্বর যেন আমাকে কঠিন শাস্তি দেন।
Studiere রূথের কাহিনী 1:17
Hauptbildschirm
Bibel
Lesepläne
Videos