1
মার্ক 9:23
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
যীশু তাকে বললেন, ‘যদি পারেন’ কেন? যে বিশ্বা করে তার জন্য সবই করা সম্ভব।
Vergleichen
Studiere মার্ক 9:23
2
মার্ক 9:24
ছেলেটির বাবা চীৎকার করে বলল, আমি বিশ্বাস করতে চাই, আমার অবিশ্বাস দূর করুন।
Studiere মার্ক 9:24
3
মার্ক 9:28-29
বাড়িতে যাবার পর শিষ্যেরা যীশুকে গোপনে জিজ্ঞাসা করলেন, কেন আমরা ঐ আত্মাটাকে ছাড়াতে পারলাম না? যীশু তাঁদের বললেন, এই ধরণের আত্মা প্রার্থনা ছাড়া তাড়ানো যায় না।
Studiere মার্ক 9:28-29
4
মার্ক 9:50
লবণ ভাল জিনিষ কিন্তু লবণ যদি লবণত্ব হারায় তাহলে কি করে তোমরা তার লবণত্ব ফিরিয়ে আনবে? তোমাদের অন্তর লবণময় হোক এবং পরস্পর শান্তিতে থাক।
Studiere মার্ক 9:50
5
মার্ক 9:37
এর মত একটি শিশুকে যে কেউ আমার নামে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে এবং যে কেউ আমাকে গ্রহণ করে সে শুধু আমাকে নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেই বরণ করে।
Studiere মার্ক 9:37
6
মার্ক 9:41
তোমরা খ্রীস্টের অনুগামী বলেল কেউ যদি তোমাদের এক ঘটি জলও খেতে দেয় তাহলেও সে পুরস্কার থেকে বঞ্চিত হবে না।
Studiere মার্ক 9:41
7
মার্ক 9:42
এই নগণ্য ব্যক্তিরা, যারা বিশ্বাসে আমাকে আশ্রয় করেছে, তাদের কোন একজনেরও বিশ্বাসে কেউ যদি ব্যাঘাত ঘটায় তাহলে তার গলায় ভারী যাঁতা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়াই তার পক্ষে ভাল।
Studiere মার্ক 9:42
8
মার্ক 9:47
যদি তোমার চোখ তোমাকে পাপে প্রবৃত্ত করে তাহলে তা উপড়ে ফেল। দুচোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়অর চেয়ে একটি চোখ নিয়ে ঈশ্বরের রাজে প্রবেশ করা ভাল।
Studiere মার্ক 9:47
Hauptbildschirm
Bibel
Lesepläne
Videos