1
যিহোশূয়ের পুস্তক 10:13
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
সূর্য স্থির হল, চন্দ্রেরও গতি হল স্তব্ধ যতক্ষণ না সেই জাতি তার শত্রুদের উপর গ্রহণ করল প্রতিশোধ।” যাশের গ্রন্থে লেখা আছে এই কাহিনী। মধ্যগগনে সূর্য স্থির হয়ে রইল, সূর্যাস্ত হতে প্রায় পুরো এক দিন দেরী হল।
Vergleichen
Studiere যিহোশূয়ের পুস্তক 10:13
2
যিহোশূয়ের পুস্তক 10:12
প্রভু পরমেশ্বর যে দিন ইসরায়েলীদের হাতে ইমোরীদের সমর্পণ করলেন, সেদিন যিহোশূয় প্রভু পরমেশ্বরের কাছে আবেদন জানালেন আর ইসরায়েলীদের সাক্ষাতে বললেনঃ “ হে সূর্য, স্থির হয়ে থাক গিবিয়োনের আকাশে, চন্দ্র, তুমি স্থির হও আয়ালোন উপত্যকায়।
Studiere যিহোশূয়ের পুস্তক 10:12
3
যিহোশূয়ের পুস্তক 10:14
এর আগে কিম্বা এই দিনটির পরে কোন মানুষের আবেদনে প্রভু পরমেশ্বর এমনভাবে সাড়া দেন নি, কারণ সেদিন প্রভু পরমেশ্বের স্বয়ং ইসরায়েলীদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন।
Studiere যিহোশূয়ের পুস্তক 10:14
4
যিহোশূয়ের পুস্তক 10:8
প্রভু পরমেশ্বর যিহোশূয়কে বললেন, তুমি ওদের ভয় করো না, আমি তোমার হাতে ওদের সমর্পণ করেছি, ওদের কেউ তোমার সম্মুখে দাঁড়াতে পারবে না।
Studiere যিহোশূয়ের পুস্তক 10:8
5
যিহোশূয়ের পুস্তক 10:25
যিহোশূয় তাঁদের বললেন, তোমরা ভয় পেয়ো না কিম্বা নিরাশ হয়ো না। দৃঢ় হও, সাহস কর। তোমরা যে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে প্রভু পরমেশ্বর তাদের সকলের এই দশা করবেন।
Studiere যিহোশূয়ের পুস্তক 10:25
Hauptbildschirm
Bibel
Lesepläne
Videos